ETV Bharat / city

Calcutta High Court : কলকাতা হাইকোর্টে অতিরিক্ত 5 বিচারপতি নিয়োগ কেন্দ্রের - কলকাতা হাইকোর্টে 5 বিচারপতি নিয়োগ

কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কেসংডুমা ভুটিয়া, রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার, বিভাস পট্টনায়ক এবং আনন্দকুমার মুখোপাধ্যায় ৷

কলকাতা হাইকোর্টে 5 বিচারপতি নিয়োগে সায় কেন্দ্রীয় আইনমন্ত্রকের
কলকাতা হাইকোর্টে 5 বিচারপতি নিয়োগে সায় কেন্দ্রীয় আইনমন্ত্রকের
author img

By

Published : Aug 26, 2021, 6:45 PM IST

কলকাতা, 26 অগস্ট : কলকাতা হাইকোর্টে 5 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগে সায় দিল কেন্দ্র । আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের 224 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন কেসং ডুমা ভুটিয়া , রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার , বিভাস পট্টনায়ক এবং আনন্দকুমার মুখার্জিকে ।

কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা 72 ৷ কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 31 জন । করোনা পরিস্থিতিতে এমনিতেই বিচার প্রক্রিয়ার উপর প্রভাব পড়েছে । তার উপর বিচারপতি কম থাকায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বাড়ছিল ক্রমাগত । নতুন পাঁচ অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হওয়ায় সাধারণ প্রার্থীদের সমস্যা কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করছেন আইনজীবীরা ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কলেজিয়াম মোট 8 জনের নাম প্রস্তাব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে । ওই আটজন হলেন রবীন্দ্রনাথ সামন্ত, সৌগত মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায় , রাই চট্টোপাধ্যায়, বিভাস পট্টনায়ক, শুভেন্দু সামন্ত, আনন্দকুমার মুখার্জি ও কেসাং দোমা ভুটিয়া । এর মধ্যে থেকে বাদ গেলেন তিনজন ।

গতবছর কলকাতা হাইকোর্টে কর্মরত অবস্থায় মারা যান বিচারপতি আশিস কুমার চক্রবর্তী । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গিয়ে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি । তার আগে লকডাউন চলাকালীন হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত থাকা অবস্থায় মারা যান বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : Health Infrastructure in Bengal : চিকিৎসক-নার্সদের আবাসন তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য

কলকাতা, 26 অগস্ট : কলকাতা হাইকোর্টে 5 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগে সায় দিল কেন্দ্র । আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের 224 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন কেসং ডুমা ভুটিয়া , রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার , বিভাস পট্টনায়ক এবং আনন্দকুমার মুখার্জিকে ।

কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা 72 ৷ কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 31 জন । করোনা পরিস্থিতিতে এমনিতেই বিচার প্রক্রিয়ার উপর প্রভাব পড়েছে । তার উপর বিচারপতি কম থাকায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বাড়ছিল ক্রমাগত । নতুন পাঁচ অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হওয়ায় সাধারণ প্রার্থীদের সমস্যা কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করছেন আইনজীবীরা ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কলেজিয়াম মোট 8 জনের নাম প্রস্তাব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে । ওই আটজন হলেন রবীন্দ্রনাথ সামন্ত, সৌগত মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায় , রাই চট্টোপাধ্যায়, বিভাস পট্টনায়ক, শুভেন্দু সামন্ত, আনন্দকুমার মুখার্জি ও কেসাং দোমা ভুটিয়া । এর মধ্যে থেকে বাদ গেলেন তিনজন ।

গতবছর কলকাতা হাইকোর্টে কর্মরত অবস্থায় মারা যান বিচারপতি আশিস কুমার চক্রবর্তী । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গিয়ে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি । তার আগে লকডাউন চলাকালীন হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত থাকা অবস্থায় মারা যান বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : Health Infrastructure in Bengal : চিকিৎসক-নার্সদের আবাসন তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.