কলকাতা, 27 জানুয়ারি : 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল । এবছরও সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা মাঠে বইমেলার আয়োজন করা হয়েছে । এবারের থিম রাশিয়া । বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন রাশিয়ার মন্ত্রী ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটভিক, কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল সহ রাজ্যের মন্ত্রীরা ।
আজ এক সাংবাদিক বৈঠক করেন পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে । তাঁর সঙ্গে ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন । গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান, এবারের থিম কান্ট্রি রাশিয়া । সেই উপলক্ষে রাশিয়ার চারটি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে । বাংলায় বইগুলির নাম 'বিজ্ঞাপনে মেলে না', 'ফ্রসিয়া করভিনা', 'এক থেকে দশ প্রেম' ও 'রঙবেরঙের তুষার' । 30 জানুয়ারি থিম কান্ট্রি রাশিয়া দিবস উদযাপন করা হবে । 2 ফেব্রুয়ারি বইমেলায় শিশু দিবস পালন করা হবে । 9 ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে ।
মেলায় সুরক্ষা বিষয় নিয়ে গিল্ড সম্পাদক জানান, CCTV, ম্যান কাউন্টিং মেশিন, ফায়ার টেন্ডার সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে । এবার বইমেলার 5 নম্বর গেটটি থিম গেট করা হচ্ছে । এটি রাশিয়া বলশয় থিয়েটারের আদলে । 1 নম্বর গেটটি সম্প্রীতি গেট । এটি ইন্ডিয়া গেটের আদলে করা হচ্ছে । এছাড়া 9 নম্বর গেটটি করা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলে । বইমেলার রাস্তাগুলির নামকরণ করা হচ্ছে ভারত তথা বাংলার ও রাশিয়ার সাহিত্যিকদের নাম অনুসারে । রাশিয়া ছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসছেন বিশিষ্ট লেখকরা । আর্জেন্টিনা থেকে আসছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা । মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ।