ETV Bharat / city

মঙ্গলবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন, থিম কান্ট্রি রাশিয়া

আজ এক সাংবাদিক বৈঠক করেন পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে । তাঁর সঙ্গে ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন । গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান, এবারের থিম কান্ট্রি রাশিয়া । সেই উপলক্ষে রাশিয়ার চারটি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে ।

Book Fair to be inaugurated by CM
আগামীকাল বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jan 27, 2020, 10:37 PM IST

Updated : Jan 27, 2020, 11:33 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল । এবছরও সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা মাঠে বইমেলার আয়োজন করা হয়েছে । এবারের থিম রাশিয়া । বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন রাশিয়ার মন্ত্রী ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটভিক, কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল সহ রাজ্যের মন্ত্রীরা ।

আজ এক সাংবাদিক বৈঠক করেন পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে । তাঁর সঙ্গে ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন । গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান, এবারের থিম কান্ট্রি রাশিয়া । সেই উপলক্ষে রাশিয়ার চারটি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে । বাংলায় বইগুলির নাম 'বিজ্ঞাপনে মেলে না', 'ফ্রসিয়া করভিনা', 'এক থেকে দশ প্রেম' ও 'রঙবেরঙের তুষার' । 30 জানুয়ারি থিম কান্ট্রি রাশিয়া দিবস উদযাপন করা হবে । 2 ফেব্রুয়ারি বইমেলায় শিশু দিবস পালন করা হবে । 9 ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে ।

আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন, তার আগে সাংবাদিক বৈঠক... দেখুন ভিডিয়ো...

মেলায় সুরক্ষা বিষয় নিয়ে গিল্ড সম্পাদক জানান, CCTV, ম্যান কাউন্টিং মেশিন, ফায়ার টেন্ডার সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে । এবার বইমেলার 5 নম্বর গেটটি থিম গেট করা হচ্ছে । এটি রাশিয়া বলশয় থিয়েটারের আদলে । 1 নম্বর গেটটি সম্প্রীতি গেট । এটি ইন্ডিয়া গেটের আদলে করা হচ্ছে । এছাড়া 9 নম্বর গেটটি করা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলে । বইমেলার রাস্তাগুলির নামকরণ করা হচ্ছে ভারত তথা বাংলার ও রাশিয়ার সাহিত্যিকদের নাম অনুসারে । রাশিয়া ছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসছেন বিশিষ্ট লেখকরা । আর্জেন্টিনা থেকে আসছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা । মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ।

কলকাতা, 27 জানুয়ারি : 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল । এবছরও সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা মাঠে বইমেলার আয়োজন করা হয়েছে । এবারের থিম রাশিয়া । বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন রাশিয়ার মন্ত্রী ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটভিক, কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল সহ রাজ্যের মন্ত্রীরা ।

আজ এক সাংবাদিক বৈঠক করেন পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে । তাঁর সঙ্গে ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন । গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান, এবারের থিম কান্ট্রি রাশিয়া । সেই উপলক্ষে রাশিয়ার চারটি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে । বাংলায় বইগুলির নাম 'বিজ্ঞাপনে মেলে না', 'ফ্রসিয়া করভিনা', 'এক থেকে দশ প্রেম' ও 'রঙবেরঙের তুষার' । 30 জানুয়ারি থিম কান্ট্রি রাশিয়া দিবস উদযাপন করা হবে । 2 ফেব্রুয়ারি বইমেলায় শিশু দিবস পালন করা হবে । 9 ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে ।

আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন, তার আগে সাংবাদিক বৈঠক... দেখুন ভিডিয়ো...

মেলায় সুরক্ষা বিষয় নিয়ে গিল্ড সম্পাদক জানান, CCTV, ম্যান কাউন্টিং মেশিন, ফায়ার টেন্ডার সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে । এবার বইমেলার 5 নম্বর গেটটি থিম গেট করা হচ্ছে । এটি রাশিয়া বলশয় থিয়েটারের আদলে । 1 নম্বর গেটটি সম্প্রীতি গেট । এটি ইন্ডিয়া গেটের আদলে করা হচ্ছে । এছাড়া 9 নম্বর গেটটি করা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলে । বইমেলার রাস্তাগুলির নামকরণ করা হচ্ছে ভারত তথা বাংলার ও রাশিয়ার সাহিত্যিকদের নাম অনুসারে । রাশিয়া ছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসছেন বিশিষ্ট লেখকরা । আর্জেন্টিনা থেকে আসছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা । মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ।

Intro:৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। এবারও সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠে কলকাতা বইমেলার আয়োজন করা হয়েছে। এবারের থিম রাশিয়া। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাশিয়ার মন্ত্রী সমতুল পদাধিকারী ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটভিক, কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল সহ রাজ্যের মন্ত্রীরা।


Body:আজ এক সাংবাদিক সম্মেলন করেন পাবলিশার্স ও বুক সেলার্স গ্রিল্ড এর সম্পাদক সুধাংশু শেখর দে। ছিলেন সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন।
গ্রিল্ড এর সম্পাদক সুধাংশু শেখর দে জানান, এবারের থিম কান্ট্রি রাশিয়া। সেই উপলক্ষে রাশিয়ার চারটি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে। বাংলায় বই গুলির নাম বিজ্ঞাপনে মেলে না, ফ্রসিয়া করভিনা, এক থেকে দশ প্রেম ও রঙবেরঙের তুষার। ৩০ জানুয়ারি থিম কান্ট্রি রাশিয়া দিবস উদযাপন করা হবে। ২ ফেব্রুয়ারি বইমেলায় শিশু দিবস পালন করা হবে। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে। মেলায় সুরক্ষা বিষয় নিয়ে তিনি জানান, সিসিটিভি, ম্যান কাউন্টিং মেশিন, ফায়ার টেন্ডার সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে। এবার বইমেলার ৫ নম্বর গেট থিম গেট করা হচ্ছে। এটি রাশিয়া বলশয় থিয়েটারের আদলে। ১ নম্বর গেট টি সম্প্রীতি গেট। এটি ইন্ডিয়া গেটের আদলে করা হচ্ছে। এছাড়া ৯ নম্বর গেট টি করা হচ্ছে জোড়া সাঁকো ঠাকুরবাড়ির আদলে। বইমেলার রাস্তাগুলির নামকরন করা হচ্ছে ভারত তথা বাংলার ও রাশিয়ার সাহিত্যিকদের নাম অনুসারে। রাশিয়া ছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসছেন বিশিষ্ঠ লেখকরা। আর্জেন্টিনা থেকে আসছেন বিশিষ্ঠ কবি ও সাহিত্যিকরা। আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।Conclusion:
Last Updated : Jan 27, 2020, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.