কলকাতা, 7 ফেব্রুয়ারি : কলকাতায় মদ খাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ । ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরমধ্যে চারজনের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ বিচারকের।
12 বছরের ওই নাবালিকা ক্লাস সেভেনে পড়ে ৷ জানা গেছে, কাল সন্ধ্যায় সে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয় । গভীর রাত পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় তার বাবা পর্ণশ্রী থানায় নিখোঁজ ডায়েরি করেন । তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত । নাবালিকাটি তাঁর আগের পক্ষের মেয়ে ৷ তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন ।
পুলিশ রাত থেকেই নাবালিকার খোঁজ শুরু করে । কিন্তু কোনও সূত্র পাওয়া যায়নি । আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ সে নিজেই থানায় আসে । জানায়, মোমিনপুর এলাকায় একটি ঘরে তাকে আটকে রেখে চার যুবক ধর্ষণ করেছে । তাকে খাওয়ানো হয়েছিল মদ । আর তাতেই জ্ঞান হারায় । সেই অবস্থাতেই চারজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই নাবালিকার ।
নাবালিকার বিবরণ শুনে দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । নাবালিকাকে পাঠানো হয় মেডিকেল পরীক্ষার জন্য । পুলিশ প্রথমে যে যুবকের বাড়িতে যায়, সেখানে ঘটনা ঘটেনি বলে জানতে পারে । পরে ঘটনাস্থানে যায় পুলিশ । অমরজিৎ চৌপাল(21), মনোজ শর্মা(24), বিকাশ মল্লিক(20), ঋত্বিক রাম(২০) নামে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । একবালপুরে ঘটনাটি ঘটায় একবালপুর থানাতেই কেস স্থানান্তরিত করা হবে ।