কলকাতা, ২৪ অগাস্ট : প্রশান্ত কিশোরের হাত ধরে সারা রাজ্য থেকে চার লাখ যুবক-যুবতি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে । পিকের "ইউথ ইন পলিটিক্স" কর্মসূচির ব্যানারে রবিবার থেকে শুরু যোগদান পর্ব শুরু হয়েছে । যুব সম্প্রদায়ের একটা বড় অংশের যোগদানে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে শক্তি যোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।
রাজনীতিতে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে রাজ্যের যুবক-যুবতিদের কাছে আহ্বান জানিয়েছিলেন শাসকদলের পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর । একটি পেজ খুলে প্রশান্ত কিশোরের "আইপ্যাক সংস্থা" ১৮ থেকে ৩৫ বছরের যুবক-যুবতিদের কাছ থেকে বায়ো-ডাটা চেয়েছিল । সেই আহ্বানে সাড়া দিয়ে যুবক-যুবতীরা ওই পেজে তাঁদের নাম রেজিস্ট্রেশন করেছেন । সেই সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় চার লাখ । রবিবার থেকে যোগদান কর্মসূচি শুরু হয়েছে । গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় তরুণ প্রজন্মের একটা অংশকে যোগদান করাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । উত্তর ২৪ পরগনা জেলার দায়িত্ব রয়েছেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী । দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে রয়েছেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী । পূর্ব মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন শিশির অধিকারী । নদিয়ার দায়িত্বে মহুয়া মৈত্র । হুগলির দায়িত্বে দিলীপ যাদব । হাওড়ার দায়িত্বে লক্ষ্মীরতন শুক্লা ।
যোগদান পর্ব শেষে যুবক যুবতিদের রাজনৈতিক প্রশিক্ষণ দেবেন প্রশান্ত কিশোর । এই প্রশিক্ষণ শিবির থেকেই তুলে আনবেন নতুন প্রজন্মের মুখ । ২০২১-এর বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্য সরকারের উন্নয়ন প্রচারে আনার জন্য সদ্য যোগদানকারী যুবক-যুবতিদের কাজে লাগানো হবে বলে খবর । তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই শীর্ষ নেতারা অন্যান্য দলের নেতা-নেত্রীদের দলে টেনেছেন । তবে প্রশান্ত কিশোরের হাত ধরে একসঙ্গে বিপুল সংখ্যক যুবক-যুবতীদের যোগদান করানোর প্রক্রিয়া অভূতপূর্ব বলে মনে করছেন তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব ।