কলকাতা, 6 জুন : কলকাতা পুলিশের জন্য স্বস্তির খবর । সুস্থ হল হলেন আরও তিন পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজন অতিরিক্ত অফিসার ইনচার্জ। অন্য দু'জনের মধ্যে একজন সার্জেন্ট এবং অন্যজন কনস্টেবল। দুজনেই গড়ফা থানায় কর্মরত। করতালি-পুষ্পস্তবকে পুলিশকর্মীরা বরণ করল তাঁদের।
লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ। একদিকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তারও করা হচ্ছে । প্রতিটি গাড়িতে চলছে পরীক্ষা। এমনকি প্রকাশ্য রাস্তায় থুতু ফেললে তাদেরকেও সতর্ক করা হচ্ছে । অন্যদিকে আবার নাগরিকদের সব রকম ভাবে সাহায্য করতে এগিয়ে যাচ্ছে পুলিশ। নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া, দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়ে নিরন্তর সাহায্য করছে পুলিশ। কোরোনা নিয়ে মানুষকে সচেতন করার কাজও করেছে পুলিশ। কোথাও আবার অসুস্থ লোকের বাজার পর্যন্ত করে দিচ্ছে পুলিশ। পুলিশের এই সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। কিন্তু এরই মাঝে আবার কলকাতা পুলিশের অন্তত 160 জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক। শুধুমাত্র গড়ফা থানাতেই আক্রান্ত হয়েছিলেন 12 জন অফিসার এবং কর্মী। এর আগে সুস্থ হয়েছেন গার্ডেনরিচ থানার OC, বউ বাজার থানার OC, প্রগতি ময়দান থানার OC সহ কয়েকজন পুলিশকর্মী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সুস্থ হন গড়ফা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অতুল দাস। যিনি গত 22 মে বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেন। পরে তার রিপোর্ট পজ়িটিভ আসে। একই সঙ্গে চিকিৎসাধীন ছিলেন তপন নাথ। তিনি গড়ফা থানার অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। তার সঙ্গেই চিকিৎসাধীন ছিলেন সার্জেন্ট রোহিতেশ্ব হালদার এবং কনস্টেবল পঙ্কজ মাইতি। তাঁরা আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
এই গড়ফা থানাতেই পুলিশকর্মীদের সংক্রমণ এবং তারপর এক কনস্টেবলের কোরোনার লক্ষণ নিয়ে মৃত্যুর জেরে বিক্ষোভ দেখায় পুলিশ কর্মীরা। পরে পরপর চারজন সহকর্মী সুস্থ হওয়ায় যেন প্রাণ ফিরেছে গড়ফা থানায়। সুস্থ হওয়া তিন জন নিয়মমতো সাতদিন আপাতত আইসোলেশনে থাকবেন। তারপর যোগ দেবেন কাজে। লালবাজার সূত্রের খবর অন্য পুলিশকর্মীরা আপাতত সুস্থ আছে ।
কোরোনা মুক্ত অ্যাডিশনাল OC-সহ 3, করতালিতে বরণ - কোরোনা থেকে সুস্থ পুলিশ
কলকাতা পুলিশের 160 জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছিলেন । এই নিয়ে পুলিশ মহলে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে । এরই মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী সুস্থ হয়েছেন । সম্প্রতি কোরোনা আক্রান্ত তিনজন পুলিশকর্মী সুস্থ হয়েছেন । এই তিনজনই গড়ফা থানার । তাঁদের আজ পুষ্পস্তবক ও করতালি দিয়ে স্বাগত জানালেন গড়ফা থানার অন্যান্য পুলিশ কর্মীরা ।
কলকাতা, 6 জুন : কলকাতা পুলিশের জন্য স্বস্তির খবর । সুস্থ হল হলেন আরও তিন পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজন অতিরিক্ত অফিসার ইনচার্জ। অন্য দু'জনের মধ্যে একজন সার্জেন্ট এবং অন্যজন কনস্টেবল। দুজনেই গড়ফা থানায় কর্মরত। করতালি-পুষ্পস্তবকে পুলিশকর্মীরা বরণ করল তাঁদের।
লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ। একদিকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তারও করা হচ্ছে । প্রতিটি গাড়িতে চলছে পরীক্ষা। এমনকি প্রকাশ্য রাস্তায় থুতু ফেললে তাদেরকেও সতর্ক করা হচ্ছে । অন্যদিকে আবার নাগরিকদের সব রকম ভাবে সাহায্য করতে এগিয়ে যাচ্ছে পুলিশ। নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া, দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়ে নিরন্তর সাহায্য করছে পুলিশ। কোরোনা নিয়ে মানুষকে সচেতন করার কাজও করেছে পুলিশ। কোথাও আবার অসুস্থ লোকের বাজার পর্যন্ত করে দিচ্ছে পুলিশ। পুলিশের এই সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। কিন্তু এরই মাঝে আবার কলকাতা পুলিশের অন্তত 160 জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক। শুধুমাত্র গড়ফা থানাতেই আক্রান্ত হয়েছিলেন 12 জন অফিসার এবং কর্মী। এর আগে সুস্থ হয়েছেন গার্ডেনরিচ থানার OC, বউ বাজার থানার OC, প্রগতি ময়দান থানার OC সহ কয়েকজন পুলিশকর্মী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সুস্থ হন গড়ফা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অতুল দাস। যিনি গত 22 মে বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেন। পরে তার রিপোর্ট পজ়িটিভ আসে। একই সঙ্গে চিকিৎসাধীন ছিলেন তপন নাথ। তিনি গড়ফা থানার অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। তার সঙ্গেই চিকিৎসাধীন ছিলেন সার্জেন্ট রোহিতেশ্ব হালদার এবং কনস্টেবল পঙ্কজ মাইতি। তাঁরা আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
এই গড়ফা থানাতেই পুলিশকর্মীদের সংক্রমণ এবং তারপর এক কনস্টেবলের কোরোনার লক্ষণ নিয়ে মৃত্যুর জেরে বিক্ষোভ দেখায় পুলিশ কর্মীরা। পরে পরপর চারজন সহকর্মী সুস্থ হওয়ায় যেন প্রাণ ফিরেছে গড়ফা থানায়। সুস্থ হওয়া তিন জন নিয়মমতো সাতদিন আপাতত আইসোলেশনে থাকবেন। তারপর যোগ দেবেন কাজে। লালবাজার সূত্রের খবর অন্য পুলিশকর্মীরা আপাতত সুস্থ আছে ।