ETV Bharat / city

জলঙ্গিতে গোরু পাচারকারীদের রাখা সকেট বোমা ফেটে মৃত 3

author img

By

Published : Oct 28, 2019, 10:43 PM IST

Updated : Oct 28, 2019, 11:03 PM IST

BSF সূত্রে খবর, একটা বালতিতে ওই সকেট বোমা লুকানো ছিল । আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ সেই বোমা হঠাৎ ফেটে যায় । যার জেরে মৃত্যু হয় জলঙ্গির বাসিন্দা নান্টু মোল্লা (42), রায়পাড়ার পিন্টু মণ্ডল (14) ও দক্ষিণ ঘোষপাড়ার ছবি শেখের ।

মৃত ব্যক্তি

কলকাতা ও জলঙ্গি, 28 অক্টোবর : গোরু পাচারকারীরা রেখেছিল শক্তিশালী সকেট বোমা । তা ফেটে মৃত্যু হল এক নাবালকসহ তিন গ্রামবাসীর । ঘটনায় গুরুতর জখম আরও এক । ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের ফরজিপাড়া বর্ডার আউটপোস্ট এলাকার ।

BSF সূত্রে খবর, একটা বালতিতে ওই সকেট বোমা লুকানো ছিল । আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ সেই বোমা হঠাৎ ফেটে যায় । যার জেরে মৃত্যু হয় জলঙ্গির বাসিন্দা নান্টু মোল্লা (42), রায়পাড়ার পিন্টু মণ্ডল (14) ও দক্ষিণ ঘোষপাড়ার ছবি শেখের । গুরুতর আহত হয়েছেন মুকেশ মণ্ডল নামে এক ব্যক্তি । তাকে জলঙ্গি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দুর্ঘটনার পর ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহগুলি জলঙ্গি থানায় নিয়ে যায় পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, বোমা বাঁধতে গিয়ে তিনজন মারা গেছে । আবার কেউ কেউ বলছে, তিনজনই সমাজ বিরোধী ৷ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তারা ৷ চোরাচালান করার সময় বোমা বিস্ফোরণ হয় ৷ যার জেরে মৃত্যু হয় তিনজনের ৷

BSF-র পক্ষ থেকে এই ঘটনার কথা জানানো হয় জলঙ্গি থানায় । পুলিশ তদন্ত শুরু করেছে । BSF এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে ।

কলকাতা ও জলঙ্গি, 28 অক্টোবর : গোরু পাচারকারীরা রেখেছিল শক্তিশালী সকেট বোমা । তা ফেটে মৃত্যু হল এক নাবালকসহ তিন গ্রামবাসীর । ঘটনায় গুরুতর জখম আরও এক । ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের ফরজিপাড়া বর্ডার আউটপোস্ট এলাকার ।

BSF সূত্রে খবর, একটা বালতিতে ওই সকেট বোমা লুকানো ছিল । আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ সেই বোমা হঠাৎ ফেটে যায় । যার জেরে মৃত্যু হয় জলঙ্গির বাসিন্দা নান্টু মোল্লা (42), রায়পাড়ার পিন্টু মণ্ডল (14) ও দক্ষিণ ঘোষপাড়ার ছবি শেখের । গুরুতর আহত হয়েছেন মুকেশ মণ্ডল নামে এক ব্যক্তি । তাকে জলঙ্গি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দুর্ঘটনার পর ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহগুলি জলঙ্গি থানায় নিয়ে যায় পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, বোমা বাঁধতে গিয়ে তিনজন মারা গেছে । আবার কেউ কেউ বলছে, তিনজনই সমাজ বিরোধী ৷ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তারা ৷ চোরাচালান করার সময় বোমা বিস্ফোরণ হয় ৷ যার জেরে মৃত্যু হয় তিনজনের ৷

BSF-র পক্ষ থেকে এই ঘটনার কথা জানানো হয় জলঙ্গি থানায় । পুলিশ তদন্ত শুরু করেছে । BSF এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে ।

Intro:কলকাতা, 28 অক্টোবর: গরু পাচারকারী রেখেছিল শক্তিশালী সকেট বোম। সেটি ফেটে মৃত্যু হল এক নাবালক সহ 3 গ্রামবাসীর। ঘটনায় গুরুতর আহত আরও এক। ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তের ফরজিপাড়া বর্ডার আউটপোস্ট এলাকার।Body:BSF সূত্রে খবর, একটা বালতিতে ওই সকেট বোম লুকোনো ছিল। আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ সেটি হঠাৎই ফেটে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে জলঙ্গীর নান্টু মোল্লা (৪২), রায়পাড়ার পিন্টু মণ্ডল(১৪) এবং দক্ষিণ ঘোষপাড়ার ছবি শেখের। গুরুতর আহত হয়েছেন মুকেশ মন্ডল নামে এক ব্যক্তি। তাকে জলঙ্গীর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।Conclusion:বিএসএফের পক্ষ থেকে এই ঘটনার কথা জানানো হয় জলঙ্গি থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। বিএসএফ এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।
Last Updated : Oct 28, 2019, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.