ETV Bharat / city

রেস্তরাঁয় টেবিল বুক করছেন অনলাইনে ? সাবধান

ভিড় এড়াতে অনেকেই অনলাইনে রেস্তরাঁয় টেবিল বুক করে নেন । ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ব্যবস্থা । এবার সেদিকে নজর পড়েছে সাইবার অপরাধীদের । আরও ভালো করে বললে, ভারতে সাইবার অপরাধে ত্রাস হয়ে ওঠা 'জামতারা গ‍্যাং'-এর । রেস্তরাঁর টেবিল বুক করতে যাওয়ার সময় অসাবধানতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই তারা লুটে নিয়েছে বহু টাকা । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা ।

jamtara gang
জাল ছড়াচ্ছে জামতারা গ‍্যাং
author img

By

Published : Nov 29, 2019, 8:06 PM IST

কলকাতা, 29 নভেম্বর : ভিড় এড়াতে অনেকেই অনলাইনে রেস্তরাঁয় টেবিল বুক করে নেন । ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ব্যবস্থা । সেটা কি আপনিও করেন? তবে সাবধান । এবার সেদিকে নজর পড়েছে সাইবার অপরাধীদের । আরও ভালো করে বললে, ভারতে সাইবার অপরাধে ত্রাস হয়ে ওঠা 'জামতারা গ‍্যাং'-এর । রেস্তরাঁর টেবিল বুক করতে যাওয়ার সময় অসাবধানতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই তারা লুটে নিয়েছে বহু টাকা । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা ।


লালবাজার সূত্রের খবর, 16 নভেম্বর এক রেস্তরাঁ কর্তা দেবাশিস ঘোষ অভিযোগ দায়ের করেন লালবাজারের সাইবার ক্রাইম থানায় । জানান, তাঁর রেস্তরাঁর নামে কেউ বা কারা গুগলে দিয়েছে বিজ্ঞাপন । সেখানে দেওয়া হয়েছে একটি ফোন নম্বরও । তাঁরা অভিযোগ পেয়েছেন বহু কাস্টমার ওই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বহু টাকা খুইয়েছেন । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাস্টমাররা যখন ওই মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতেন তখন তাঁদের বলা হত বুকিং চার্জ হিসেবে 10 টাকা দিতে হবে । কাস্টমারের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হত একটি লিঙ্ক । সেই লিঙ্কই বুকিং চার্জ দেওয়ার জন্য বলা হত । লিঙ্কে 10 টাকা ট্রান্সফার করলেই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছিল হাজার হাজার টাকা ।


তদন্তে নেমে পুলিশ গুগলের বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখে । খতিয়ে দেখা হয় অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থায় রেজিস্টার্ড মোবাইল নম্বরও । আর তখনই বোঝা যায় এটি 'জামতারা গ‍্যাং-এর কাজ । কারণ ওই অনলাইনে টাকা লেনদেনকারী সংস্থার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরের লোকেশন ঝাড়খণ্ডের জামতারাতেই দেখা যায় । অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থায় লেনদেন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বেশিরভাগ টাকা সরানো হয়েছে জামতারার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কারুয়া শাখায় । ওই অ্যাকাউন্ট রহিম আনসারি নামে একজনের । সহজেই পাওয়া যায় ওই ব্যক্তির ঠিকানা । আর তারপরই জামতারায় অভিযান চালায় কলকাতা পুলিশ । আজ জামতারা থেকে রহিম ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে নুরুল আনসারি এবং মহম্মদ আজহারউদ্দিনকে । তিনজনেরই বয়স 30-31 এর মধ্যে । তাদের ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ।

কলকাতা, 29 নভেম্বর : ভিড় এড়াতে অনেকেই অনলাইনে রেস্তরাঁয় টেবিল বুক করে নেন । ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ব্যবস্থা । সেটা কি আপনিও করেন? তবে সাবধান । এবার সেদিকে নজর পড়েছে সাইবার অপরাধীদের । আরও ভালো করে বললে, ভারতে সাইবার অপরাধে ত্রাস হয়ে ওঠা 'জামতারা গ‍্যাং'-এর । রেস্তরাঁর টেবিল বুক করতে যাওয়ার সময় অসাবধানতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই তারা লুটে নিয়েছে বহু টাকা । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা ।


লালবাজার সূত্রের খবর, 16 নভেম্বর এক রেস্তরাঁ কর্তা দেবাশিস ঘোষ অভিযোগ দায়ের করেন লালবাজারের সাইবার ক্রাইম থানায় । জানান, তাঁর রেস্তরাঁর নামে কেউ বা কারা গুগলে দিয়েছে বিজ্ঞাপন । সেখানে দেওয়া হয়েছে একটি ফোন নম্বরও । তাঁরা অভিযোগ পেয়েছেন বহু কাস্টমার ওই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বহু টাকা খুইয়েছেন । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাস্টমাররা যখন ওই মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতেন তখন তাঁদের বলা হত বুকিং চার্জ হিসেবে 10 টাকা দিতে হবে । কাস্টমারের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হত একটি লিঙ্ক । সেই লিঙ্কই বুকিং চার্জ দেওয়ার জন্য বলা হত । লিঙ্কে 10 টাকা ট্রান্সফার করলেই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছিল হাজার হাজার টাকা ।


তদন্তে নেমে পুলিশ গুগলের বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখে । খতিয়ে দেখা হয় অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থায় রেজিস্টার্ড মোবাইল নম্বরও । আর তখনই বোঝা যায় এটি 'জামতারা গ‍্যাং-এর কাজ । কারণ ওই অনলাইনে টাকা লেনদেনকারী সংস্থার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরের লোকেশন ঝাড়খণ্ডের জামতারাতেই দেখা যায় । অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থায় লেনদেন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বেশিরভাগ টাকা সরানো হয়েছে জামতারার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কারুয়া শাখায় । ওই অ্যাকাউন্ট রহিম আনসারি নামে একজনের । সহজেই পাওয়া যায় ওই ব্যক্তির ঠিকানা । আর তারপরই জামতারায় অভিযান চালায় কলকাতা পুলিশ । আজ জামতারা থেকে রহিম ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে নুরুল আনসারি এবং মহম্মদ আজহারউদ্দিনকে । তিনজনেরই বয়স 30-31 এর মধ্যে । তাদের ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ।

Intro:কলকাতা, 29 নভেম্বর: ভিড় এড়াতে অনেকেই অনলাইনে রেস্টুরেন্টের টেবিল বুক করে নেন। ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ব্যবস্থা। সেটা কি আপনিও করেন? সাধু সাবধান। এবার সেদিকে নজর পড়েছে সাইবার অপরাধীদের। আরও ভালো করে বললে , ভারতে সাইবার অপরাধে ত্রাস হয়ে ওঠা “জামতারা গ‍্যাং" এর। রেস্টুরেন্টের টেবিল বুক করতে যাওয়ার সময় অসাবধানতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই তারা লুটে নিয়েছে বহু টাকা। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দারা।



Body:লালবাজার সূত্রে খবর , গত 16 নভেম্বর এক রেস্টুরেন্ট কর্তা দেবাশিস ঘোষ অভিযোগ দায়ের করেন লালবাজারের সাইবার ক্রাইম থানায়। জানান তার রেস্টুরেন্টের নামে কেউ বা কারা গুগলে দিয়েছে বিজ্ঞাপন। সেখানে দেওয়া হয়েছে একটি ফোন নাম্বারও। তারা অভিযোগ পেয়েছেন বহু কাস্টমার ওই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বহু টাকা খুইয়েছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাস্টমাররা যখন ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করতেন তখন তাদের বলা হতো বুকিং চার্জ হিসেবে 10 টাকা দিতে হবে। কাস্টমার মোবাইলে পাঠিয়ে দেওয়া হতো একটি লিঙ্ক। সেই লিংকে পয়সা দেওয়ার জন্য বলা হত। 10 টাকা টান্সফার করলেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেত হাজার হাজার টাকা।



Conclusion:তদন্তে নেমে পুলিশ গুগলের বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নাম্বারের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখে। খতিয়ে দেখা হয় পেটিএম এর রেজিস্টার মোবাইল নাম্বার ও। আর তখনই বোঝা যায় এটি জামতারা গ‍্যা্ং কাজ। কারণ পেটিএম এর সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এবং বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নাম্বারের লোকেশন ঝাড়খণ্ডের জামতারাতেই দেখা যায়। পেটিএম এর ট্রানজাকশন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বেশিরভাগ কাকা সরানো হয়েছে জামতারার স্টেট ব্যাংকের কারুয়া শাখায়। ওই অ্যাকাউন্ট রহিম আনসারী নামে একজনের। সহজেই পাওয়া যায় ওই ব্যক্তির ঠিকানা। আর তারপরেই জামতারায় অভিযান চালায় কলকাতা পুলিশ। আজ জামতারা থেকে রহিম ছাড়াও গ্রেফতার করা হয়েছে নুরুল আনসারী, এবং মোহাম্মদ আজহারউদ্দিনকে। তিন জনেরই বয়স 30-31 এর মধ্যে। তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.