ETV Bharat / city

Newtown Shoot-Out : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে আটক 3 - নিউটাউন এনকাউন্টার কাণ্ড

এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে ৷ সেই মারফত তদন্তে নেমে প্রত্যেক জেলার এসপিদের (SP) সঙ্গে বৈঠক করে এসটিএফের (STF) শীর্ষ আধিকারিকরা । এলাকায় এলাকায় তল্লাশি অভিযানও শুরু করে জেলা পুলিশ । এর পরই এই 3 জনকে আটক করল পুলিশ ।

3-detained-in-newtown-encounter-case
3-detained-in-newtown-encounter-case
author img

By

Published : Jun 14, 2021, 12:44 PM IST

Updated : Jun 14, 2021, 1:12 PM IST

কলকাতা, 14 জুন : নিউটাউনের গ্যাংস্টার এনকাউন্টার কাণ্ডে এবার আটক 3 ব্যক্তি । তাদের এদিন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাশীপুরের চিনাপুকুর এলাকা থেকে আটক করে জেলা পুলিশ ও রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

আটকদের একজন চামকাউর সিং ৷ সে বাকি তিনজনকে ওই এলাকায় আশ্রয় দিয়েছিল । গোয়েন্দাদের অভিযোগ, চামকাউর সিং এলাকায় দাউদ সিং নামে পরিচয় দিয়ে থাকছিল । পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা যে বাড়িতে উঠেছিল সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড় থানায় আনা হয়েছে । নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এদের কতখানি যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা বিভাগের আধিকারিকরা ।

গোয়েন্দা সূত্রে খবর, এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে ৷ সেই মারফত তদন্তে নেমে প্রত্যেক জেলার এসপিদের (SP) সঙ্গে বৈঠক করে এসটিএফের (STF) শীর্ষ আধিকারিকরা । এলাকায় এলাকায় তল্লাশি অভিযানও শুরু করে জেলা পুলিশ । এর পরই এই 3 জনকে আটক করল পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ধৃত ভরত ও সুমিতকে জেরা করতে পঞ্জাব যাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা

তদন্তে নেমে ফরেন্সিক রিপোর্টে গোয়েন্দারা জানতে পারেন, জয়পালদের ওই ফ্ল্যাটে আনাগোনা চলত একাধিক বহিরাগতর । আটক ব্যক্তিরা কি ওই বহিরাগতদের 3 জন ? জিজ্ঞাসাবাদে এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা ।

কলকাতা, 14 জুন : নিউটাউনের গ্যাংস্টার এনকাউন্টার কাণ্ডে এবার আটক 3 ব্যক্তি । তাদের এদিন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাশীপুরের চিনাপুকুর এলাকা থেকে আটক করে জেলা পুলিশ ও রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

আটকদের একজন চামকাউর সিং ৷ সে বাকি তিনজনকে ওই এলাকায় আশ্রয় দিয়েছিল । গোয়েন্দাদের অভিযোগ, চামকাউর সিং এলাকায় দাউদ সিং নামে পরিচয় দিয়ে থাকছিল । পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা যে বাড়িতে উঠেছিল সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড় থানায় আনা হয়েছে । নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এদের কতখানি যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা বিভাগের আধিকারিকরা ।

গোয়েন্দা সূত্রে খবর, এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে ৷ সেই মারফত তদন্তে নেমে প্রত্যেক জেলার এসপিদের (SP) সঙ্গে বৈঠক করে এসটিএফের (STF) শীর্ষ আধিকারিকরা । এলাকায় এলাকায় তল্লাশি অভিযানও শুরু করে জেলা পুলিশ । এর পরই এই 3 জনকে আটক করল পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ধৃত ভরত ও সুমিতকে জেরা করতে পঞ্জাব যাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা

তদন্তে নেমে ফরেন্সিক রিপোর্টে গোয়েন্দারা জানতে পারেন, জয়পালদের ওই ফ্ল্যাটে আনাগোনা চলত একাধিক বহিরাগতর । আটক ব্যক্তিরা কি ওই বহিরাগতদের 3 জন ? জিজ্ঞাসাবাদে এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা ।

Last Updated : Jun 14, 2021, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.