ETV Bharat / city

Kolkata International Film Festival postponed : কোভিড কোপ, স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল - স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ তবে তার আগেই শহরে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল (27th Kolkata International Film Festival postponed due to COVID situation) ৷

Kolkata Film Festival postponed due to COVID
স্থগিত হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল
author img

By

Published : Jan 5, 2022, 4:26 PM IST

Updated : Jan 5, 2022, 5:09 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : স্থগিত হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Film Festival 2022 postponed) ৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব ৷ শহরে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য চলচিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে ৷

গতকালই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, 7 জানুয়ারি থেকে 50 শতাংশ দর্শক নিয়ে শুরু হতে চলেছে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই স্থগিত করতে হল উৎসব ৷

গতকাল সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী । ছিলেন পরমব্রত । গতকালই রাতের দিকে রাজ টুইটে লেখেন তিনি এবং শুভশ্রী দু'জনেই করোনায় আক্রান্ত । রয়েছেন হোম আইসোলেশনে । আর আজ জানা গেল পরমব্রত চট্টোপাধ্যায়েরও কোভিড আক্রান্ত হওয়ার কথা ৷ অভিনেতা-পরিচালক নিজেই টুইটে জানিয়েছেন সেকথা । শুধু পরমব্রত কিংবা রাজ নয়, আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির আরও অনেকেই । এর মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষও কোভিড আক্রান্ত হয়েছেন ৷

  • Had mild symptoms in Mumbai on the 27th, but had tested negative. Returned to kolkata on the 30th. Became completely symptom-free by 2nd, but got a routine test done anyway day before, results came now and it’s positive. Will test again in three days.

    — parambrata (@paramspeak) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজের ফোনে কথা হয় । তারপরেই উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোনে পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : 27th kolkata international film festival: 50 শতাংশ দর্শক নিয়ে চলবে চলচ্চিত্র উৎসব

কলকাতা, 5 জানুয়ারি : স্থগিত হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Film Festival 2022 postponed) ৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব ৷ শহরে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য চলচিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে ৷

গতকালই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, 7 জানুয়ারি থেকে 50 শতাংশ দর্শক নিয়ে শুরু হতে চলেছে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই স্থগিত করতে হল উৎসব ৷

গতকাল সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী । ছিলেন পরমব্রত । গতকালই রাতের দিকে রাজ টুইটে লেখেন তিনি এবং শুভশ্রী দু'জনেই করোনায় আক্রান্ত । রয়েছেন হোম আইসোলেশনে । আর আজ জানা গেল পরমব্রত চট্টোপাধ্যায়েরও কোভিড আক্রান্ত হওয়ার কথা ৷ অভিনেতা-পরিচালক নিজেই টুইটে জানিয়েছেন সেকথা । শুধু পরমব্রত কিংবা রাজ নয়, আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির আরও অনেকেই । এর মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষও কোভিড আক্রান্ত হয়েছেন ৷

  • Had mild symptoms in Mumbai on the 27th, but had tested negative. Returned to kolkata on the 30th. Became completely symptom-free by 2nd, but got a routine test done anyway day before, results came now and it’s positive. Will test again in three days.

    — parambrata (@paramspeak) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজের ফোনে কথা হয় । তারপরেই উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোনে পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : 27th kolkata international film festival: 50 শতাংশ দর্শক নিয়ে চলবে চলচ্চিত্র উৎসব

Last Updated : Jan 5, 2022, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.