কলকাতা, 7 অক্টোবর : দুর্গাপুজোয় বিদ্যুৎ বিভ্রাট রুখতে বদ্ধপরিকর বিদ্যুৎ দফতর ৷ এবারের দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ৷ মন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজো রাজ্যে তথা প্রতিটি বাঙালির আবেগের পুজো ৷ তাই পুজোর সময় যাতে কারওকে বিদ্যুৎ জনিত কোনও সমস্যায় না পড়তে হয়, সেই বিষয়ে বিদ্যুৎ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তাই আজ থেকে 16 অক্টোবর অর্থাৎ, একাদশী পর্যন্ত 24 ঘণ্টার জন্য খোলা হবে কন্ট্রোল রুম ৷ কলকাতার পাশাপাশি জেলাতেও বিদ্যুৎ দফতরের অফিসে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে ৷ জেলার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন রিজিওনাল ম্যানেজার ৷ পাশাপাশি সাব স্টেশনগুলিতে স্টেশন ম্যানেজার থাকবেন ৷ আর এইসব কিছু সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা দেখার জন্য থাকবেন জোনাল ম্যানেজারস ৷
কন্ট্রোল রুমে দু’টি ফোন নম্বরের পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে পরিষেবার জন্য ৷ কোনও সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নম্বরে ছবিও পাঠানো যাবে ৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল- 8900793503/504 ৷ সিইএসসি’র কন্ট্রোল রুমের নম্বর হল- 9831079666/9831083700 ৷ অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘‘কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা দেখতে আমি প্রতিদিনই কন্ট্রোল রুম আসব ৷’’
আরও পড়ুন : Durga Puja: পুজোর শহরে বিকল সিসিটিভি, সারাইয়ের উদ্যোগ লালবাজারের
তিনি আরও জানান, আজ দুপুর 1টা পর্যন্ত যাঁরা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন, তাঁদের কানেকশন দেওয়া হয়েছে ৷ আজ পর্যন্ত আবেদন জমা পড়ার সংখ্যা হল 37,950 টি ৷ অন্যদিকে, সিইএসসি’র দফতরে মোট 4,658টি আবেদন জমা পড়েছে ৷ এছাড়াও, কোনওরকম অতিবৃষ্টি বা অন্য কোনওরকমের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় বিদ্যুৎ দফতর প্রস্তুত কর ৷ এ বিষয়ে মন্ত্রী বলেন, বৃষ্টির কারণে কয়লা উত্তোলন কমে গেলেও বর্তমানে রাজ্যে যা কয়লা রয়েছে, তাতে সুষ্ঠুভাবেই কাটবে পুজো ৷
আরও পড়ুন : Navratri Puja: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নবরাত্রি পুজো শুরু
সম্প্রতি বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে চারজন মারা গেছেন, সেই সংক্রান্ত তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই এসেছে ৷ রিপোর্ট কমিটির কাছে পাঠানো হয়েছে ৷ এ বিষয়ে তিনি বলেন, ‘‘বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া বিদ্যুৎ দফতরের কাজ ৷ তবে, বাড়ির ভিতরের ওয়্যারিং এর সমস্যার বিষয়টি আমরা দেখি না ৷ প্রশিক্ষণ প্রাপ্ত ইলেকট্রিশিয়ানদের দিয়ে আমরা বাড়ির ভেতরে ওয়্যারিং-এর কাজগুলো করাতে বলি, যাতে বিপদ এড়ানো যায় ৷’’
আরও পড়ুন : Special package for tourists : বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচলপ্রদেশে