ETV Bharat / city

রাজ্যের উন্নয়নে প্রায় 2100 কোটি বিনিয়োগের সম্ভাবনা বিশ্ব ব্যাংকের - বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়নে বিনিয়োগ করতে চলেছে

নবান্ন সূত্রে খবর, রাজ্যে পণ্য পরিবহন পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রায় 2100 কোটি টাকা বিনিয়োগ করতে পারে বিশ্ব ব্যাংক ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Nov 21, 2019, 4:37 AM IST

কলকাতা, 21 নভেম্বর : বিপুল অংকের বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে পণ্য পরিবহন পরিকাঠামোর উন্নয়নের জন্য ৷ নবান্ন সূত্রে খবর, প্রায় 2100 কোটি টাকা বিনিয়োগ করতে পারে বিশ্ব ব্যাংক ৷

পণ্য পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই মাস্টারপ্ল্যান জমা পড়েছে । তৈরি হয়েছে বৃহত্তর কলকাতার জন্য পরিকল্পনা । কেন্দ্রীয় অর্থনীতি সংক্রান্ত বিভাগও এই বিষয়টিকে ছাড়পত্র দিয়েছে বলে সূত্রের খবর । ফলে জোর সম্ভাবনা তৈরি হয়েছে যে প্রায় ২১০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে বিশ্ব ব্যাংক ৷ বিষয়টি নিয়ে রাজ্যর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বিশ্ব ব্যাংকের । এই প্রকল্পের মাস্টারপ্ল্যান আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে ।

বিশ্ব ব্যাংকের কাছ থেকে অর্থ সাহায্য পেলে সড়ক, পরিবহন, বন্দর এবং মেট্রোর পাশাপাশি পণ্য মজুদ করার ক্ষেত্রেও পরিকাঠামো ঢেলে সাজাবে রাজ্য সরকার । তবে বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে সেই সংক্রান্ত পর্যালোচনা করবে বিশ্ব ব্যাংক ।

প্রসঙ্গত, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের বারবার দাবি করেছেন, রাজ্যে বিনিয়োগ বাড়ছে । লজিস্টিক শিল্পের বহর বাড়ছে । রাজ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচগুণ বরাদ্দ বৃদ্ধি করছে । ফলে উৎসাহ বাড়ছে শিল্প-বাণিজ্য মহলের ৷

কলকাতা, 21 নভেম্বর : বিপুল অংকের বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে পণ্য পরিবহন পরিকাঠামোর উন্নয়নের জন্য ৷ নবান্ন সূত্রে খবর, প্রায় 2100 কোটি টাকা বিনিয়োগ করতে পারে বিশ্ব ব্যাংক ৷

পণ্য পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই মাস্টারপ্ল্যান জমা পড়েছে । তৈরি হয়েছে বৃহত্তর কলকাতার জন্য পরিকল্পনা । কেন্দ্রীয় অর্থনীতি সংক্রান্ত বিভাগও এই বিষয়টিকে ছাড়পত্র দিয়েছে বলে সূত্রের খবর । ফলে জোর সম্ভাবনা তৈরি হয়েছে যে প্রায় ২১০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে বিশ্ব ব্যাংক ৷ বিষয়টি নিয়ে রাজ্যর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বিশ্ব ব্যাংকের । এই প্রকল্পের মাস্টারপ্ল্যান আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে ।

বিশ্ব ব্যাংকের কাছ থেকে অর্থ সাহায্য পেলে সড়ক, পরিবহন, বন্দর এবং মেট্রোর পাশাপাশি পণ্য মজুদ করার ক্ষেত্রেও পরিকাঠামো ঢেলে সাজাবে রাজ্য সরকার । তবে বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে সেই সংক্রান্ত পর্যালোচনা করবে বিশ্ব ব্যাংক ।

প্রসঙ্গত, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের বারবার দাবি করেছেন, রাজ্যে বিনিয়োগ বাড়ছে । লজিস্টিক শিল্পের বহর বাড়ছে । রাজ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচগুণ বরাদ্দ বৃদ্ধি করছে । ফলে উৎসাহ বাড়ছে শিল্প-বাণিজ্য মহলের ৷

Intro:কলকাতা, ২০ নভেম্বর: এবারে বিপুল অঙ্কের বিনিয়োগ আসছে রাজ্য পণ্য পরিবহন পরিকাঠামোর উন্নয়নে। প্রায় ২১০০ কোটি টাকা বিশ্ব ব্যাংক দিতে পারে বলে নবান্ন সূত্রে খবর।


Body:পণ্য পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে একটা মাস্টারপ্ল্যান জমা পড়েছে। গড়া হয়েছে বৃহত্তর কলকাতার জন্য পরিকল্পনা। কেন্দ্রীয় অর্থনীতি সংক্রান্ত বিভাগও এই বিষয়টিকে নিয়ে ছাড়পত্র দিয়েছে বলে সূত্রের খবর। এর ফলে বিশ্বব্যাংকের কাছ থেকে ২১০০ কোটি টাকা প্রাপ্তির জোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বিশ্বব্যাংকের। এই প্রকল্পের মাস্টারপ্ল্যান আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। বিশ্বব্যাংকের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ সাহায্য পেলে সড়ক, পরিবহন, বন্দর এবং মেট্রোর পাশাপাশি পণ্য মজুদ করার ক্ষেত্রেও পরিকাঠামো ঢেলে সাজাবে রাজ্য সরকার। তবে বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে তার একটি পর্যালোচনা করবে বিশ্ব ব্যাংক। প্রসঙ্গত, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বারবার করে দাবী করে থাকেন, রাজ্যে বিনিয়োগ বাড়ছে। লজিস্টিক শিল্পের বহর বাড়ছে। রাজ্যে পরিকাঠামো উন্নয়ন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচগুণ বরাদ্দ বৃদ্ধি করছে। ফলে বাংলায় উৎসাহ তৈরি হচ্ছে শিল্প-বাণিজ্য মহল।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.