কলকাতা, 4 মার্চ : আগামী 3 মে রাজ্য়ের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীকে পেয়ে যাবে পশ্চিমবঙ্গ ৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ৷
এবারের নির্বাচনে 200-র বেশি আসন পাবে বিজেপি ৷ প্রথমবার এই দাবি করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ এদিন সেই একই আত্মপ্রত্যয় শোনা গেল তেজস্বীর গলাতেও ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে 200-র বেশি আসন পাবে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিন শেষ ৷ মে মাসের 3 তারিখ পশ্চিমবঙ্গ একজন বিজেপি মুখ্যমন্ত্রীকে পাবে ৷’’
বিজেপির অন্য নেতারা বারবার যে অভিযোগ তুলেছেন, এদিন আরও একবার তা বলেছেন তেজস্বী ৷ তাঁর কথায়, ‘‘বামপন্থীদের দেখানো পথেই এগিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কিন্তু বাংলায় আর রক্ত ঝরবে না, খুনের রাজনীতি আর চলবে না ৷ কারণ, বিজেপি তার মুখ্যমন্ত্রীকে পেয়ে যাবে ৷’’
আরও পড়ুন: মমতাদি ভয় পেয়েছেন, তাই বন্ধ রেখেছেন CMO : তেজস্বী সূর্য
200-র বেশি আসন জিতে তাঁরাই রাজ্য়ে সরকার গড়ছেন বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷ তাঁর দাবি, আজ থেকে নয় ৷ বাংলা জয়ের ছক বিজেপি কষতে শুরু করেছিল পাঁচ বছর আগেই ৷ যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আমরা 200-র কম (আসন) পাব না ৷ বরং 200-র বেশিই পাব ৷ এর প্রস্তুতি আমরা আজ শুরু করিনি ৷ আমাদের প্রস্তুতি শুরু হয়েছিল পাঁচ বছর আগে ৷’’
দিলীপ জানান, প্রত্য়েকটা পর্যায় ধরে ধরে বিধানসভা ফলের কাটাছেঁড়া করেছিলেন তাঁরা ৷ পরে ঘর গুছিয়েছেন সেই তথ্যের ভিত্তিতেই ৷ যার সুফল মিলেছে 2019-এর লোকসভা নির্বাচনে ৷ এক ধাক্কায় দখলে এসেছে 18টি আসন ৷ দিলীপের দাবি, এরপর থেকে একটাই মন্ত্রে ঘুটি সাজিয়েছেন তাঁরা, ‘‘উনিশে হাফ, একুশে সাফ’’৷ অর্থাৎ উনিশের লোকসভা ভোটে প্রায় অর্ধেক আসন হারাতে হয়েছে তৃণমূলকে ৷ আর এবার একুশের বিধানসভা নির্বাচনে তাদের সাফ করে দেবে বিজেপি ৷