ETV Bharat / city

Air pollution বায়ুদূষণ ঠেকাতে রাজ্যে 20-40 হাজার কর্মসংস্থান তৈরির সম্ভবনা

বেড়ে চলা বায়ু দূষণ ঠেকাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 20-40 হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে (Thousands jobs are likely to be created in WB)। চতুর্থ ইন্ডিয়া ক্লিন এয়ার সামিটের চতুর্থ দিনে এক আলোচনায় আইআইটি কানপুরের (Kanpur IIT) সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের সিনিয়র প্রফেসর এসএন ত্রিপাঠি এই দাবি করেছেন।

Etv Bharat
রাজ্যে 20-40 হাজার কর্মসংস্থান
author img

By

Published : Aug 26, 2022, 9:12 PM IST

কলকাতা, 26 অগস্ট: দেশ ও রাজ্যে কর্মসংস্থানের বেহাল পরিস্থিতি । এই পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা । বেড়ে চলা বায়ু দূষণ রোধে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 20-40 হাজার কর্মসংস্থানে সম্ভাবনা রয়েছে (Thousands jobs are likely to be created in WB)। চতুর্থ ইন্ডিয়া ক্লিন এয়ার সামিটের চতুর্থ দিনের এক আলোচনায় আইআইটি কানপুরের (Kanpur IIT) সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের সিনিয়র প্রফেসর এসএন ত্রিপাঠি (SN Tripathi) এমনটাই দাবি করেছেন । চলতি বছরে ইন্ডিয়া ক্লিন এয়ার সামিট 2022-এর থিম ছিল "জলবায়ুর সাহায্যে বায়ুদূষণে দৃষ্টিপাত" ৷ যার প্রধান আয়োজক ছিল সেন্টার ফর স্টাডি অফ সায়েন্স, টেকনোলজি এন্ড পলিসি।

সিনিয়র প্রফেসর এসএন ত্রিপাঠির কথায়, দূষণের জেরে সারা দেশে বায়ুদূষণ অত্যন্ত বেড়ে গিয়েছে । দূষণ ঠেকাতে এক মিলিয়ন গ্রিন জব তৈরি হতে চলেছে। এই জন্য দেশের আইআইটি কেন্দ্রগুলিকে এগিয়ে আসতে হবে। আইআইটি পারে এই বিষয় সঠিক প্রশিক্ষণ দিতে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে তবেই এই কর্মসংস্থানের পথ খুলবে।

আরও পড়ুন: রাজধানীতে সকালের বায়ুমান খুব খারাপ, ঘুম ভেঙে শুধুই কুয়াশা

পশ্চিমবঙ্গ বায়ুদূষণ রোধের ক্ষেত্রে পরিবহনের পাশাপাশি এয়ারশেড ব্যবস্থাপনায় নজিরবিহীন সক্রিয়তা দেখা গিয়েছে । বিশেষজ্ঞদের একাংশের মত, পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে বায়ু দূষণের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই করার পরিকল্পনার পথে হাঁটতে হবে। পশ্চিমবঙ্গে 7টি শহর যথাক্রমে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, হলদিয়া, দুর্গাপুর, আসানসোল এবং রানিগঞ্জকে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম বা এনসিএপি- এর অধীনে নিয়ে আসা হয়েছিল । যাতে এই সকল শহরের বাতাসে দূষণের পরিমাণ 2024 সালের মধ্যে 20 থেকে 30 শতাংশ কমানো যায়।

কলকাতা, 26 অগস্ট: দেশ ও রাজ্যে কর্মসংস্থানের বেহাল পরিস্থিতি । এই পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা । বেড়ে চলা বায়ু দূষণ রোধে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 20-40 হাজার কর্মসংস্থানে সম্ভাবনা রয়েছে (Thousands jobs are likely to be created in WB)। চতুর্থ ইন্ডিয়া ক্লিন এয়ার সামিটের চতুর্থ দিনের এক আলোচনায় আইআইটি কানপুরের (Kanpur IIT) সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের সিনিয়র প্রফেসর এসএন ত্রিপাঠি (SN Tripathi) এমনটাই দাবি করেছেন । চলতি বছরে ইন্ডিয়া ক্লিন এয়ার সামিট 2022-এর থিম ছিল "জলবায়ুর সাহায্যে বায়ুদূষণে দৃষ্টিপাত" ৷ যার প্রধান আয়োজক ছিল সেন্টার ফর স্টাডি অফ সায়েন্স, টেকনোলজি এন্ড পলিসি।

সিনিয়র প্রফেসর এসএন ত্রিপাঠির কথায়, দূষণের জেরে সারা দেশে বায়ুদূষণ অত্যন্ত বেড়ে গিয়েছে । দূষণ ঠেকাতে এক মিলিয়ন গ্রিন জব তৈরি হতে চলেছে। এই জন্য দেশের আইআইটি কেন্দ্রগুলিকে এগিয়ে আসতে হবে। আইআইটি পারে এই বিষয় সঠিক প্রশিক্ষণ দিতে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে তবেই এই কর্মসংস্থানের পথ খুলবে।

আরও পড়ুন: রাজধানীতে সকালের বায়ুমান খুব খারাপ, ঘুম ভেঙে শুধুই কুয়াশা

পশ্চিমবঙ্গ বায়ুদূষণ রোধের ক্ষেত্রে পরিবহনের পাশাপাশি এয়ারশেড ব্যবস্থাপনায় নজিরবিহীন সক্রিয়তা দেখা গিয়েছে । বিশেষজ্ঞদের একাংশের মত, পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে বায়ু দূষণের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই করার পরিকল্পনার পথে হাঁটতে হবে। পশ্চিমবঙ্গে 7টি শহর যথাক্রমে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, হলদিয়া, দুর্গাপুর, আসানসোল এবং রানিগঞ্জকে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম বা এনসিএপি- এর অধীনে নিয়ে আসা হয়েছিল । যাতে এই সকল শহরের বাতাসে দূষণের পরিমাণ 2024 সালের মধ্যে 20 থেকে 30 শতাংশ কমানো যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.