ETV Bharat / city

ফরাক্কা দুর্ঘটনায় সংকটে 2, একজনের পা বাদ পড়ার আশঙ্কা - ফরাক্কার সেতু দুর্ঘটনায় সংকটে দুই জন

ফরাক্কায় নির্মীয়মাণ সেতু দুর্ঘটনায় জখম দুই কর্মীর চিকিৎসা চলছে পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে ৷ সেখানে ICCU-তে তাঁদের রাখা হয়েছে । ওই দুই জনের শারীরিক অবস্থা সংকটজনক ৷

2 people in danger because of farakka bridge collapsed incident
ফরাক্কার সেতু দুর্ঘটনায় সংকটে দুই জন
author img

By

Published : Feb 18, 2020, 3:16 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : ফরাক্কায় নির্মীয়মাণ সেতু দুর্ঘটনায় জখম দুই জনের চিকিৎসা চলছে পার্ক সার্কাসে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । সেখানে ICCU-তে তাঁদের রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জখম দুই ব্যক্তির নাম রঞ্জনকুমার এবং মুকেশ পাণ্ডে ৷ এই দুর্ঘটনায় বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা রঞ্জন কুমারের মাথায়, কোমরে এবং পায়ে আঘাত লেগেছে । কলকাতার বেসরকারি ওই হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে । সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয় । অন্যদিকে, মুকেশ উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা । তাঁর পায়ে এবং কোমরে চোট রয়েছে । আজ তাঁর পায়ে অস্ত্রোপচার হবে । তাঁর পা বাদ চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

মালদহ এবং মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ফরাক্কা ব্রিজের পাশে গঙ্গার উপর দিয়ে আরও একটা ব্রিজ নির্মাণ কাজ চলছিল । গত রবিবার সন্ধ্যার পরে ফরাক্কায় নির্মীয়মাণ এই সেতুর একাংশ ভেঙে পড়ে । দুর্ঘটনা স্থানে সেই সময় 10 জন কাজ করছিলেন বলে জানা গিয়েছে । অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভেঙে পড়া ব্রিজের একাংশের নিচে চাপা পড়েন নির্মাণকারী সংস্থার এক ইঞ্জিনিয়ার এবং এক সহ ইঞ্জিনিয়ার সহ ছয় জন । দুর্ঘটনা স্থানেই ওই ইঞ্জিনিয়ার শ্রীনিবাস রাও এবং সহ-ইঞ্জিনিয়ার শচীন প্রতাপের মৃত্যু হয় । জখম বাকি চার জনকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার সেখান থেকে দুই জনকে ছেড়ে দেওয়া হয় । বাকি দুই জন রঞ্জন কুমার এবং মুকেশ পাণ্ডেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় পার্ক সার্কাসের বেসরকারি ওই হাসপাতালে ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : ফরাক্কায় নির্মীয়মাণ সেতু দুর্ঘটনায় জখম দুই জনের চিকিৎসা চলছে পার্ক সার্কাসে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । সেখানে ICCU-তে তাঁদের রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জখম দুই ব্যক্তির নাম রঞ্জনকুমার এবং মুকেশ পাণ্ডে ৷ এই দুর্ঘটনায় বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা রঞ্জন কুমারের মাথায়, কোমরে এবং পায়ে আঘাত লেগেছে । কলকাতার বেসরকারি ওই হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে । সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয় । অন্যদিকে, মুকেশ উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা । তাঁর পায়ে এবং কোমরে চোট রয়েছে । আজ তাঁর পায়ে অস্ত্রোপচার হবে । তাঁর পা বাদ চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

মালদহ এবং মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ফরাক্কা ব্রিজের পাশে গঙ্গার উপর দিয়ে আরও একটা ব্রিজ নির্মাণ কাজ চলছিল । গত রবিবার সন্ধ্যার পরে ফরাক্কায় নির্মীয়মাণ এই সেতুর একাংশ ভেঙে পড়ে । দুর্ঘটনা স্থানে সেই সময় 10 জন কাজ করছিলেন বলে জানা গিয়েছে । অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভেঙে পড়া ব্রিজের একাংশের নিচে চাপা পড়েন নির্মাণকারী সংস্থার এক ইঞ্জিনিয়ার এবং এক সহ ইঞ্জিনিয়ার সহ ছয় জন । দুর্ঘটনা স্থানেই ওই ইঞ্জিনিয়ার শ্রীনিবাস রাও এবং সহ-ইঞ্জিনিয়ার শচীন প্রতাপের মৃত্যু হয় । জখম বাকি চার জনকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার সেখান থেকে দুই জনকে ছেড়ে দেওয়া হয় । বাকি দুই জন রঞ্জন কুমার এবং মুকেশ পাণ্ডেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় পার্ক সার্কাসের বেসরকারি ওই হাসপাতালে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.