ETV Bharat / city

নিউ আলিপুর মাদককাণ্ডে গ্রেফতার আরও 2 - নিউ আলিপুর মাদক মামলা

নিউ আলিপুরের মাদক মামলায় আরও দু জনকে গ্রেফতার করা হল ৷ ধৃত রাকেশ সিং ও পামেলা গোস্বামীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ৷

2 men arrested in new alipur drug case
নিউ আলিপুর মাদককাণ্ডে গ্রেফতার আরও 2
author img

By

Published : Mar 10, 2021, 9:25 AM IST

কলকাতা, 10 মার্চ: নিউ আলিপুরে মাদককাণ্ডে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম ফারহান আহমেদ ও দাইম আখতার । তাদের হরিশ রেল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, ধৃতরা প্রত্যেকেই মাদক সরবরাহকারী । এই মামলায় ধৃত রাকেশ সিং ও পামেলা গোস্বামীর সঙ্গে এদের যোগাযোগ ছিল ।

এই ঘটনায় সুইটি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সূত্রের খবর, তার কাছ থেকেই ফারহান ও দাইমের খোঁজ পান গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে 10 গ্রাম কোকেন উদ্ধার হয়েছে । মূলত তারা মাদক সরবরাহ করত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি

2 men arrested in new alipur drug case
ধৃত অপর ব্যক্তি

কিন্তু কোথা থেকে তারা মাদক পেত তা এখনও স্পষ্ট নয় । ধৃত দুই ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হবে । তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ । লালবাজার সূত্রের খবর, নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জেরা করলে এই মামলায় আরও অভিযুক্তের হদিশ মিলতে পারে ।

কলকাতা, 10 মার্চ: নিউ আলিপুরে মাদককাণ্ডে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম ফারহান আহমেদ ও দাইম আখতার । তাদের হরিশ রেল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, ধৃতরা প্রত্যেকেই মাদক সরবরাহকারী । এই মামলায় ধৃত রাকেশ সিং ও পামেলা গোস্বামীর সঙ্গে এদের যোগাযোগ ছিল ।

এই ঘটনায় সুইটি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সূত্রের খবর, তার কাছ থেকেই ফারহান ও দাইমের খোঁজ পান গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে 10 গ্রাম কোকেন উদ্ধার হয়েছে । মূলত তারা মাদক সরবরাহ করত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি

2 men arrested in new alipur drug case
ধৃত অপর ব্যক্তি

কিন্তু কোথা থেকে তারা মাদক পেত তা এখনও স্পষ্ট নয় । ধৃত দুই ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হবে । তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ । লালবাজার সূত্রের খবর, নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জেরা করলে এই মামলায় আরও অভিযুক্তের হদিশ মিলতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.