ETV Bharat / city

কলকাতায় বাজেয়াপ্ত 5 কোটি টাকার মাদক, গ্রেফতার 2 কনস্টেবল সহ 5 - কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর 2 কনস্টেবল

মাদক পাচারচক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর 2 কনস্টেবল ৷ উদ্ধার হয়েছে 1 কেজির বেশি হেরোইন ৷ সেই সঙ্গে আরও 3 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷

2-constables-of-the-armed-forces-of-calcutta-police-involved-in-drug-trafficking
মাদক পাচারে জড়িত কলকাতা পুলিশের সশস্ত্রবাহিনীর 2 কনস্টেবল
author img

By

Published : Mar 14, 2021, 4:31 PM IST

কলকাতা, 14 মার্চ : এবার মাদক পাচারে অভিযুক্ত খোদ পুলিশই ৷ কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর দুই কনস্টেবল সহ 5 জনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স ৷ ধৃতদের কাছ থেকে 1 কেজি 132 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ধৃত দুই কনস্টেবলের নাম পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাস ৷ এরাই মাদক সরবরাহের ব্যবস্থা করত বলে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর ৷

লালবাজার সূত্রে খবর, গতকাল সাউথ পোর্ট থানা এলাকা থেকে ফণি বিশ্বাস, রাজু বিশ্বাস এবং সম্বিত রায় নামে তিন জনকে গ্রেফতার করে এসটিএফ ৷ তাদের কাছ থেকে 1 কেজির কিছু বেশি মাদক উদ্ধার হয় ৷ ওই পাচারকারীদের জেরা করেই কলকাতা পুলিশের এসটিএফ সশস্ত্রবাহিনীর 2 কনস্টেবলের নাম জানতে পারে ৷ তবে, বহু চেষ্টা করেও পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাসের হদিস পাচ্ছিল না পুলিশ ৷ তবে, আজ গোপন সূত্রে খবর পেয়ে গড়িয়াহাটের একটি বাড়িকে হানা দেয় এসটিএফের অফিসাররা ৷ সেখানে আচমকা হানা দিয়ে ওই দুই কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : মাদক-কাণ্ডে ধৃত রাকেশের বাড়ির সিসিটিভি ফুটেজ কেন ডিলিট হল, উত্তর খুঁজছে লালবাজার

সূত্রের খবর, পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাস সরাসরি এই মাদক করাবারের সঙ্গে জড়িত রয়েছে ৷ এরাই বাইরের রাজ্য থেকে মাদক কলকাতায় আনার ব্যবস্থা করত ৷ গতকাল যে মাদক উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 5 কোটি টাকার কিছু বেশি বলে জানা গিয়েছে ৷ এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে ৷ উদ্ধার হওয়া মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তাও জানার চেষ্টা করছে এসটিএফ ৷

কলকাতা, 14 মার্চ : এবার মাদক পাচারে অভিযুক্ত খোদ পুলিশই ৷ কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর দুই কনস্টেবল সহ 5 জনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স ৷ ধৃতদের কাছ থেকে 1 কেজি 132 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ধৃত দুই কনস্টেবলের নাম পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাস ৷ এরাই মাদক সরবরাহের ব্যবস্থা করত বলে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর ৷

লালবাজার সূত্রে খবর, গতকাল সাউথ পোর্ট থানা এলাকা থেকে ফণি বিশ্বাস, রাজু বিশ্বাস এবং সম্বিত রায় নামে তিন জনকে গ্রেফতার করে এসটিএফ ৷ তাদের কাছ থেকে 1 কেজির কিছু বেশি মাদক উদ্ধার হয় ৷ ওই পাচারকারীদের জেরা করেই কলকাতা পুলিশের এসটিএফ সশস্ত্রবাহিনীর 2 কনস্টেবলের নাম জানতে পারে ৷ তবে, বহু চেষ্টা করেও পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাসের হদিস পাচ্ছিল না পুলিশ ৷ তবে, আজ গোপন সূত্রে খবর পেয়ে গড়িয়াহাটের একটি বাড়িকে হানা দেয় এসটিএফের অফিসাররা ৷ সেখানে আচমকা হানা দিয়ে ওই দুই কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : মাদক-কাণ্ডে ধৃত রাকেশের বাড়ির সিসিটিভি ফুটেজ কেন ডিলিট হল, উত্তর খুঁজছে লালবাজার

সূত্রের খবর, পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাস সরাসরি এই মাদক করাবারের সঙ্গে জড়িত রয়েছে ৷ এরাই বাইরের রাজ্য থেকে মাদক কলকাতায় আনার ব্যবস্থা করত ৷ গতকাল যে মাদক উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 5 কোটি টাকার কিছু বেশি বলে জানা গিয়েছে ৷ এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে ৷ উদ্ধার হওয়া মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তাও জানার চেষ্টা করছে এসটিএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.