কলকাতা, 21 মে: মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আমফানের জেরে কলকাতায় মৃত্যু হয়েছে 15 জনের । সংখ্যাটা তার থেকেও বেশি। কলকাতা পুলিশ সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জেরে এখনও পর্যন্ত 19 জনের দেহ উদ্ধার করা হয়েছে । তার মধ্যে চারজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, গতরাতে পর্ণশ্রী থানা এলাকার পোস্ট অফিসের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হন পিন্টু গায়েন। বয়স আনুমানিক 35 বছর। তাঁর বাড়ি 172 বিসি রোড । ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ।
এদিকে তালতলা থানা এলাকার নুর আলি লেনের বাসিন্দা মহম্মদ তৌফিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে খবর। গতরাত দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর।
এদিকে গত রাতে রিজেন্ট পার্ক থানা এলাকার ইস্ট ইন্ডিয়া কম্পানির পাঁচিল ভেঙে মৃত্যু হয় ললিতা বিশ্বাস এবং পিন্টু বিশ্বাসের। পিন্টু ললিতার ছোটো ছেলে। গতরাতে তাঁদের উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।