ETV Bharat / city

ফের কমছে দৈনিক সংক্রমণ, একদিনে মৃত 1 - পশ্চিমবঙ্গের করোনা আপডেট

একদিনে আক্রান্ত হয়েছেন 185 জন ৷ মোট মৃত 10 হাজার 230 জন ৷

ছবি
ছবি
author img

By

Published : Feb 13, 2021, 10:26 PM IST

Updated : Feb 14, 2021, 11:33 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 185 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 188 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 72 হাজার 405 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 257 জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 58 হাজার 15 জন ছাড়া পেয়েছেন ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 1 জন ৷ গতকাল 4 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 230 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 82 লাখ 56 হাজার 108 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 82 লাখ 78 হাজার 163 ৷

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতা প্রথমে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 59 জন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 61 জন, মৃত্যু হয়েছে 2 জনের ৷

কলকাতা, 13 ফেব্রুয়ারি : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 185 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 188 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 72 হাজার 405 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 257 জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 58 হাজার 15 জন ছাড়া পেয়েছেন ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 1 জন ৷ গতকাল 4 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 230 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 82 লাখ 56 হাজার 108 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 82 লাখ 78 হাজার 163 ৷

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতা প্রথমে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 59 জন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 61 জন, মৃত্যু হয়েছে 2 জনের ৷

Last Updated : Feb 14, 2021, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.