ETV Bharat / city

Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

কলকাতা পৌরনিগমের 108নং ওয়ার্ডের বানতলার নাটতলা এলাকায় প্রায় 30 বছর ধরে বসবাস করছে 17টি পরিবার (17 Families of Ward No 108 Without Electricity in Kolkata) ৷ কিন্তু, এতগুলো বছরেও তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি ৷ যা নিয়ে এবার কলকাতা পৌরনিগমের অধিবেশনে সরব হলেন স্থানীয় কাউন্সিলর ৷

17 Families of Ward No 108 Without Electricity in Kolkata
17 Families of Ward No 108 Without Electricity in Kolkata
author img

By

Published : Apr 23, 2022, 12:00 PM IST

কলকাতা, 23 এপ্রিল : কলকাতা পৌরনিগম এবং রাজপুর-সোনারপুর পৌরসভার সীমানা লাগোয়া এলাকা বানতলার নাটতলা ৷ এই এলাকাটি কলকাতা পৌরনিগমের 108নং ওয়ার্ডের অন্তর্গত ৷ এখানেই বহু বছর ধরে বসবাস করছে 17টি পরিবার ৷ কিন্তু, বিদ্যুৎ সংযোগ কী জিনিস, তা তাঁরা জানেন না ৷ কারণ, ন্যূনতম বিদ্যুৎ পরিষেবাটাই ওই বাড়িগুলিতে পৌঁছয়নি (17 Families Live Without Electricity in Kolkata) ৷ বারে বারে আবেদন করলেও সিইএসসি বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ করলেন 108নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ কলকাতা পৌরনিগমের (Calcutta Municipal Corporation) মাসিক অধিবেশনে তিনি এই বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি হতদরিদ্র পরিবারগুলি যাতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পায়, সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান কাউন্সিলর ৷

কলকাতা পৌরনিগম 108নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওই এলাকায় প্রায় 30 বছরের বেশি সময় ধরে আদিবাসী মৎস্যজীবী পরিবারদের বসবাস ৷ স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সাহায্য নিয়ে তাঁরা সিইএসসি’র কাছে অন্তত আটবার আবেদন করেছেন ৷ কিন্তু, সিইএসসি’র তরফে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ কারণ, ওই বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে বিপুল পরিমাণ টাকা চাওয়া করা হয়েছে ৷ যা ওই পরিবারগুলির তরফে দেওয়া সম্ভব নয় ৷

আরও পড়ুন : Arms Recovered in Narkeldanga : নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধর, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1

সুশান্তবাবু পৌরনিগমের অধিবেশনে জানিয়েছেন, ওই বাড়িগুলি থেকে সিইএসসি’র মূল বিদ্যুতের খুঁটি প্রায় দেড় থেকে দু’কিলোমিটার দূরে ৷ সিইএসসি এই লম্বা দূরত্বে বিদ্যুতের খুঁটি বসাতে পরিবারগুলির কাছ থেকে বিশাল অঙ্কের টাকা চেয়েছে ৷ যা তাঁদের পক্ষে দেওয়া কোনও মতেই সম্ভব নয় ৷ এ নিয়ে সিইএসসি কর্তৃপক্ষকে তাদের মূল বিদ্যুতের খুঁটি কাছাকাছি বসাতে বলা হয়েছিল ৷ কিন্তু, সিইএসসি তা করতে চায়নি ৷ কাউন্সিলরের অভিযোগ, ওই এলাকা লাগায়ো বিভিন্ন সরকারি জমিতে বিনা পরিদর্শনে বিভিন্ন কারখানায় 440 ভোল্টের লাইন দিয়েছে সিইএসসি ৷ যা সম্পূর্ণ বেআইনি বলে অধিবেশনে অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগম এলাকার নাগরিক হয়েও বিদ্যুৎ না পাওয়া নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন সুশান্ত ঘোষ ৷

আরও পড়ুন : WBSEDCL Workers Attacked : বকেয়া বিদ্যুৎ বিল, সংযোগ বিচ্ছিন্ন করতে আসা কর্মীদের পিটিয়ে গ্রেফতার এক

কলকাতা পৌরনিগমের অধিবেশনে এ নিয়ে মেয়রের হস্তক্ষেপ দাবি করেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ ঘটনাটি নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘সত্যিই এই ঘটনা মানা যায় না ৷ ওই 17টি পরিবারকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সিইএসসি’র সঙ্গে আমরা কথা বলব ৷’’ এখন দেখার মেয়রের হস্তক্ষেপে 108নং ওয়ার্ডের বানতলার নাটতলা এলাকার ওই সতেরোটি দরিদ্র পরিবার বিদ্যুৎ পরিষেবা পায় কিনা ৷

কলকাতা, 23 এপ্রিল : কলকাতা পৌরনিগম এবং রাজপুর-সোনারপুর পৌরসভার সীমানা লাগোয়া এলাকা বানতলার নাটতলা ৷ এই এলাকাটি কলকাতা পৌরনিগমের 108নং ওয়ার্ডের অন্তর্গত ৷ এখানেই বহু বছর ধরে বসবাস করছে 17টি পরিবার ৷ কিন্তু, বিদ্যুৎ সংযোগ কী জিনিস, তা তাঁরা জানেন না ৷ কারণ, ন্যূনতম বিদ্যুৎ পরিষেবাটাই ওই বাড়িগুলিতে পৌঁছয়নি (17 Families Live Without Electricity in Kolkata) ৷ বারে বারে আবেদন করলেও সিইএসসি বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ করলেন 108নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ কলকাতা পৌরনিগমের (Calcutta Municipal Corporation) মাসিক অধিবেশনে তিনি এই বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি হতদরিদ্র পরিবারগুলি যাতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পায়, সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান কাউন্সিলর ৷

কলকাতা পৌরনিগম 108নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওই এলাকায় প্রায় 30 বছরের বেশি সময় ধরে আদিবাসী মৎস্যজীবী পরিবারদের বসবাস ৷ স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সাহায্য নিয়ে তাঁরা সিইএসসি’র কাছে অন্তত আটবার আবেদন করেছেন ৷ কিন্তু, সিইএসসি’র তরফে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ কারণ, ওই বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে বিপুল পরিমাণ টাকা চাওয়া করা হয়েছে ৷ যা ওই পরিবারগুলির তরফে দেওয়া সম্ভব নয় ৷

আরও পড়ুন : Arms Recovered in Narkeldanga : নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধর, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1

সুশান্তবাবু পৌরনিগমের অধিবেশনে জানিয়েছেন, ওই বাড়িগুলি থেকে সিইএসসি’র মূল বিদ্যুতের খুঁটি প্রায় দেড় থেকে দু’কিলোমিটার দূরে ৷ সিইএসসি এই লম্বা দূরত্বে বিদ্যুতের খুঁটি বসাতে পরিবারগুলির কাছ থেকে বিশাল অঙ্কের টাকা চেয়েছে ৷ যা তাঁদের পক্ষে দেওয়া কোনও মতেই সম্ভব নয় ৷ এ নিয়ে সিইএসসি কর্তৃপক্ষকে তাদের মূল বিদ্যুতের খুঁটি কাছাকাছি বসাতে বলা হয়েছিল ৷ কিন্তু, সিইএসসি তা করতে চায়নি ৷ কাউন্সিলরের অভিযোগ, ওই এলাকা লাগায়ো বিভিন্ন সরকারি জমিতে বিনা পরিদর্শনে বিভিন্ন কারখানায় 440 ভোল্টের লাইন দিয়েছে সিইএসসি ৷ যা সম্পূর্ণ বেআইনি বলে অধিবেশনে অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগম এলাকার নাগরিক হয়েও বিদ্যুৎ না পাওয়া নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন সুশান্ত ঘোষ ৷

আরও পড়ুন : WBSEDCL Workers Attacked : বকেয়া বিদ্যুৎ বিল, সংযোগ বিচ্ছিন্ন করতে আসা কর্মীদের পিটিয়ে গ্রেফতার এক

কলকাতা পৌরনিগমের অধিবেশনে এ নিয়ে মেয়রের হস্তক্ষেপ দাবি করেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ ঘটনাটি নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘সত্যিই এই ঘটনা মানা যায় না ৷ ওই 17টি পরিবারকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সিইএসসি’র সঙ্গে আমরা কথা বলব ৷’’ এখন দেখার মেয়রের হস্তক্ষেপে 108নং ওয়ার্ডের বানতলার নাটতলা এলাকার ওই সতেরোটি দরিদ্র পরিবার বিদ্যুৎ পরিষেবা পায় কিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.