ETV Bharat / city

Social Harmony program by Left: বঙ্গে সম্প্রীতি রক্ষায় একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বাম ও সহযোগী 16 দলের

15-20 জুন রাজ্যজুড়ে সম্প্রীতি রক্ষায় কর্মসূচি গ্রহণ করল বাম ও সহযোগী 16 দল ৷ 21 জুন হবে কেন্দ্রীয় শান্তি মিছিল (Social Harmony program by Left)৷

16 left and allies parties announce program in Bengal for Social Harmony
বঙ্গে সম্প্রীতি রক্ষায় একগুচ্ছ কর্মসুচি ঘোষণা বাম ও সহযোগী 16 দলের
author img

By

Published : Jun 14, 2022, 11:40 AM IST

কলকাতা, 14 জুন: সম্প্রতি বিজেপির দুই মুখপাত্রের মন্তব্য নিয়ে চর্চা চলছে দেশজুড়ে (Social Harmony program by Left)। সেই আঁচ গিয়ে পড়েছে বিদেশেও । সেই রেশকে ব্যবহার করেই রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে তৃণমূল কংগ্রেস । 16 বাম ও সহযোগী দলের জরুরি বৈঠক শেষে বিমান বসু একটি বিবৃতি দিয়ে এমনই দাবি করেছেন ।

পাশাপাশি জানানো হয়েছে, আগামী 15-20 জুন রাজ্যজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন করা হবে । 21 জুন বেলা সাড়ে তিনটেয় কলকাতায় রামলীলা ময়দানে জমায়েত হয়ে মহাজাতি সদন পর্যন্ত মিলিত ভাবে কেন্দ্রীয় শান্তি মিছিল করবে এই 16 দল ৷

বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় 16টি বামপন্থী ও সহযোগী দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রের বিজেপি সরকার দেশের শ্রমজীবী জনগণের ঐক্য ভাঙতে নানা আঘাত হানছে বলে অভিযোগ এনে সভায় আলোচনা হয় । কিছুদিন আগে বিজেপি’র দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্য ঘিরে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ বামেদের দাবি, পশ্চিমবঙ্গেও এ রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় বিভিন্ন জেলার অশান্তির ঘটনার ঘটছে ৷ এ সবই হচ্ছে জনগণের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে । তাদের দাবি, এই পরিস্থিতিতে বামপন্থী ও সহযোগী দলসমূহ এই অপকৌশল সম্পর্কে সচেতন থেকেই শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগী ভূমিকা পালনের কথা ঘোষণা করেছে (Bengal Unrest latest news)।

আরও পড়ুন: BJP Rally in Belda : হাওড়ায় অশান্তির পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ! অভিযোগ সুকান্তর

উল্লেখ্য, এই 16 বাম ও সহযোগী দলের মধ্যে আছে সিপিআই(এম), সিপিআই, এআইএফবি, আরএসপি, সিপিআই(এমএল) লিবারেশন, এসইউসিআই(সি), আরসিপিআই, এমএফবি, ওয়ার্কার্স পার্টি, বলশেভিক পার্টি, সিআরএলআই, সিপিবি, পিডিএস, আরজেডি, এনসিপি, জেডি(ইউ)(left and allies parties announce program in Bengal for Social Harmony)।

কলকাতা, 14 জুন: সম্প্রতি বিজেপির দুই মুখপাত্রের মন্তব্য নিয়ে চর্চা চলছে দেশজুড়ে (Social Harmony program by Left)। সেই আঁচ গিয়ে পড়েছে বিদেশেও । সেই রেশকে ব্যবহার করেই রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে তৃণমূল কংগ্রেস । 16 বাম ও সহযোগী দলের জরুরি বৈঠক শেষে বিমান বসু একটি বিবৃতি দিয়ে এমনই দাবি করেছেন ।

পাশাপাশি জানানো হয়েছে, আগামী 15-20 জুন রাজ্যজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন করা হবে । 21 জুন বেলা সাড়ে তিনটেয় কলকাতায় রামলীলা ময়দানে জমায়েত হয়ে মহাজাতি সদন পর্যন্ত মিলিত ভাবে কেন্দ্রীয় শান্তি মিছিল করবে এই 16 দল ৷

বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় 16টি বামপন্থী ও সহযোগী দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রের বিজেপি সরকার দেশের শ্রমজীবী জনগণের ঐক্য ভাঙতে নানা আঘাত হানছে বলে অভিযোগ এনে সভায় আলোচনা হয় । কিছুদিন আগে বিজেপি’র দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্য ঘিরে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ বামেদের দাবি, পশ্চিমবঙ্গেও এ রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় বিভিন্ন জেলার অশান্তির ঘটনার ঘটছে ৷ এ সবই হচ্ছে জনগণের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে । তাদের দাবি, এই পরিস্থিতিতে বামপন্থী ও সহযোগী দলসমূহ এই অপকৌশল সম্পর্কে সচেতন থেকেই শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগী ভূমিকা পালনের কথা ঘোষণা করেছে (Bengal Unrest latest news)।

আরও পড়ুন: BJP Rally in Belda : হাওড়ায় অশান্তির পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ! অভিযোগ সুকান্তর

উল্লেখ্য, এই 16 বাম ও সহযোগী দলের মধ্যে আছে সিপিআই(এম), সিপিআই, এআইএফবি, আরএসপি, সিপিআই(এমএল) লিবারেশন, এসইউসিআই(সি), আরসিপিআই, এমএফবি, ওয়ার্কার্স পার্টি, বলশেভিক পার্টি, সিআরএলআই, সিপিবি, পিডিএস, আরজেডি, এনসিপি, জেডি(ইউ)(left and allies parties announce program in Bengal for Social Harmony)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.