ETV Bharat / city

KMC Election 2021 : অমিল পানীয় জল আর বেহাল নিকাশিই ইস্যু 113 নম্বর ওয়ার্ডে

কলকাতা পৌরনিগমের আসন্ন নির্বাচনে (KMC Election 2021) 113 নম্বর ওয়ার্ডের প্রধান ইস্যু জল ৷ বিরোধীদের হাতিয়ার বেহাল নিকাশিব্যবস্থা ও পরিস্রুত পানীয় জলের অভাব ৷ শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, সমস্যা সমাধানে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কাজ চলছে দ্রুত গতিতে ৷ তাই জয় নিয়ে আশাবাদী ঘাসফুল শিবির ৷

113 number ward vote campaign for kmc election 2021
KMC Election 2021 : অমিল পানীয় জল আর বেহাল নিকাশিই ইস্যু 113 নম্বর ওয়ার্ডে
author img

By

Published : Dec 16, 2021, 9:55 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : টালি নালার ধার ঘেঁষে কলকাতার 113 নম্বর ওয়ার্ড ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের আমলে এই ওয়ার্ড নাকি আমূল বদলে গিয়েছে ৷ বর্তমান শাসকদলের অভিযোগ, বাম জমানায় এই এলাকার কোনও উন্নতিই করেনি তৎকালীন রাজ্য সরকার ৷ অথচ, একটা সময় এই এলাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ভাগাড়ের মাংস থেকে ম্য়ানহোলে মৃত্যু, পৌরনিগমের ভূমিকায় প্রশ্ন বিজেপি প্রার্থীর

তৃণমূলের দাবি মেনে নিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশও ৷ সুবিধা-অসুবিধা থাকলেও তৃণমূলের সামগ্রিক কাজে খুশি তাঁরা ৷ এলাকাবাসীর কয়েকজন জানালেন, 10 বছরে একটু একটু করে বদলাচ্ছে এই ওয়ার্ড ৷ এখন আধুনিক নগর জীবনের অধিকাংশ সুযোগ-সুবিধাই মিলছে এখানে ৷ শুধু তাই নয় ৷ জল নিয়ে এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিন সমস্যা ছিল ৷ একদিকে, বৃষ্টির জমা জলে ভেসে যেত গোটা পাড়া, অন্যদিকে পরিস্রুত পানীয় জল পেতে কালঘাম ছুটে যেত বাসিন্দাদের ৷ তৃণমূল পরিচালিত পৌরবোর্ডে দু’টি সমস্য়াই মেটাতে উদ্যোগ নিয়েছে ৷ বুস্টার পাম্পিং স্টেশন তৈরি, নতুন নিকাশিব্যবস্থা গড়ে তোলা, পানীয় জল সরবরাহ-সহ বিভিন্ন প্রকল্পের কাজ চলছে জোর কদমে ৷

অমিল পানীয় জল আর বেহাল নিকাশিই ইস্যু 113 নম্বর ওয়ার্ডে

আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) এই ওয়ার্ডের (মহিলাদের জন্য সংরক্ষিত) তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদার শীল ৷ প্রতিদিনই সকাল থেকে প্রচারে বেরোচ্ছেন তিনি ৷ জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী অনিতার দাবি, বাড়ি বাড়ি প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছেন ৷ এলাকার মানুষের কাছে তিনি ‘ঘরের মেয়ে’ ৷ তাই ইভিএমেও তাঁরা তাঁদের ঘরের মেয়ের পাশে থাকবেন বলেই বিশ্বাস অনিতার ৷ প্রসঙ্গত, আগেও এই ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব সামলেছেন অনিতা ৷ মাঝখানে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল পাশের ওয়ার্ডে ৷ এবার আবার ফিরেছেন নিজের পুরনো জায়গায় ৷

পাঁচবারের কাউন্সিলর অনিতা তাঁর ভদ্র ব্যবহারের জন্য এলাকায় অত্যন্ত জনপ্রিয় ৷ ইটিভির প্রতিনিধিকে কথায় কথায় তিনি জানালেন, বিগত সময়ে এই ওয়ার্ডে প্রচুর কাজ হয়েছে ৷ তবে নাগরিক পরিষেবায় ‘শেষ’ বলে কোন শব্দ হয় না ৷ এখনও এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে ৷ বিশেষ করে পানীয় জল এবং নিকাশি নিয়ে কাজ করতে চান তিনি ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন পৌর নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কে ? জবাবে অনিতা জানান, রাজ্যে এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি প্রধান বিরোধী শক্তি হলেও এই এলাকায় এখনও তাঁর প্রধান প্রতিপক্ষ সিপিএম ৷ কারণ, বিজেপি-র এখানে কোনও প্রভাব নেই ৷

আরও পড়ুন : KMC Election 2021 : প্রচারে বেরিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন তৃণমূল প্রার্থী

এই ওয়ার্ডের হালহকিকত নিয়ে আমরা কথা বলেছিলাম এলাকার বিজেপি প্রার্থী রুবি দাসের সঙ্গেও ৷ প্রচারের ফাঁকে ইটিভি ভারতকে তিনি জানান, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের ৷ বিশেষ করে বস্তি অঞ্চলে পানীয় জল নিয়ে হাহাকার রয়েছে ৷ তাই কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার সর্বত্র পানীয় জল পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান কাজ ৷ পাশাপাশি, দায়িত্ব পেলে সর্বক্ষণ মানুষের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন রুবি ৷

113 number ward vote campaign for kmc election 2021
বিজেপি প্রার্থী রুবি দাসের প্রচার ৷

কলকাতা, 16 ডিসেম্বর : টালি নালার ধার ঘেঁষে কলকাতার 113 নম্বর ওয়ার্ড ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের আমলে এই ওয়ার্ড নাকি আমূল বদলে গিয়েছে ৷ বর্তমান শাসকদলের অভিযোগ, বাম জমানায় এই এলাকার কোনও উন্নতিই করেনি তৎকালীন রাজ্য সরকার ৷ অথচ, একটা সময় এই এলাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ভাগাড়ের মাংস থেকে ম্য়ানহোলে মৃত্যু, পৌরনিগমের ভূমিকায় প্রশ্ন বিজেপি প্রার্থীর

তৃণমূলের দাবি মেনে নিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশও ৷ সুবিধা-অসুবিধা থাকলেও তৃণমূলের সামগ্রিক কাজে খুশি তাঁরা ৷ এলাকাবাসীর কয়েকজন জানালেন, 10 বছরে একটু একটু করে বদলাচ্ছে এই ওয়ার্ড ৷ এখন আধুনিক নগর জীবনের অধিকাংশ সুযোগ-সুবিধাই মিলছে এখানে ৷ শুধু তাই নয় ৷ জল নিয়ে এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিন সমস্যা ছিল ৷ একদিকে, বৃষ্টির জমা জলে ভেসে যেত গোটা পাড়া, অন্যদিকে পরিস্রুত পানীয় জল পেতে কালঘাম ছুটে যেত বাসিন্দাদের ৷ তৃণমূল পরিচালিত পৌরবোর্ডে দু’টি সমস্য়াই মেটাতে উদ্যোগ নিয়েছে ৷ বুস্টার পাম্পিং স্টেশন তৈরি, নতুন নিকাশিব্যবস্থা গড়ে তোলা, পানীয় জল সরবরাহ-সহ বিভিন্ন প্রকল্পের কাজ চলছে জোর কদমে ৷

অমিল পানীয় জল আর বেহাল নিকাশিই ইস্যু 113 নম্বর ওয়ার্ডে

আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) এই ওয়ার্ডের (মহিলাদের জন্য সংরক্ষিত) তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদার শীল ৷ প্রতিদিনই সকাল থেকে প্রচারে বেরোচ্ছেন তিনি ৷ জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী অনিতার দাবি, বাড়ি বাড়ি প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছেন ৷ এলাকার মানুষের কাছে তিনি ‘ঘরের মেয়ে’ ৷ তাই ইভিএমেও তাঁরা তাঁদের ঘরের মেয়ের পাশে থাকবেন বলেই বিশ্বাস অনিতার ৷ প্রসঙ্গত, আগেও এই ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব সামলেছেন অনিতা ৷ মাঝখানে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল পাশের ওয়ার্ডে ৷ এবার আবার ফিরেছেন নিজের পুরনো জায়গায় ৷

পাঁচবারের কাউন্সিলর অনিতা তাঁর ভদ্র ব্যবহারের জন্য এলাকায় অত্যন্ত জনপ্রিয় ৷ ইটিভির প্রতিনিধিকে কথায় কথায় তিনি জানালেন, বিগত সময়ে এই ওয়ার্ডে প্রচুর কাজ হয়েছে ৷ তবে নাগরিক পরিষেবায় ‘শেষ’ বলে কোন শব্দ হয় না ৷ এখনও এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে ৷ বিশেষ করে পানীয় জল এবং নিকাশি নিয়ে কাজ করতে চান তিনি ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন পৌর নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কে ? জবাবে অনিতা জানান, রাজ্যে এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি প্রধান বিরোধী শক্তি হলেও এই এলাকায় এখনও তাঁর প্রধান প্রতিপক্ষ সিপিএম ৷ কারণ, বিজেপি-র এখানে কোনও প্রভাব নেই ৷

আরও পড়ুন : KMC Election 2021 : প্রচারে বেরিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন তৃণমূল প্রার্থী

এই ওয়ার্ডের হালহকিকত নিয়ে আমরা কথা বলেছিলাম এলাকার বিজেপি প্রার্থী রুবি দাসের সঙ্গেও ৷ প্রচারের ফাঁকে ইটিভি ভারতকে তিনি জানান, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের ৷ বিশেষ করে বস্তি অঞ্চলে পানীয় জল নিয়ে হাহাকার রয়েছে ৷ তাই কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার সর্বত্র পানীয় জল পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান কাজ ৷ পাশাপাশি, দায়িত্ব পেলে সর্বক্ষণ মানুষের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন রুবি ৷

113 number ward vote campaign for kmc election 2021
বিজেপি প্রার্থী রুবি দাসের প্রচার ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.