বিধাননগর , 8 জুন : অনলাইন শপিং সংস্থার নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগে 7 মহিলাসহ 11 জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । নিউটাউনের একটি বহুতল থেকে এদের গ্রেপ্তার করা হয় । 420, 120 B ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে এদের সঙ্গে আর কেউ জড়িত কি না ।
বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের কাছে কোনও এক সূত্র মারফত খবর আসে বেশ কয়েকজন একটি নাম করা অনলাইন শপিং সংস্থার পরিচয় দিয়ে ফোন করে বিভিন্ন ব্যক্তিদের লাকি ড্রয়ের মাধ্যমে বিশাল অঙ্কের পুরস্কারের প্রলোভন দেখাচ্ছে । এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে যারা অনলাইন ট্রানজাকশান করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ড নম্বর সহজেই হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা ।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর সাইবার থানার পুলিশ হানা দেয় নিউটাউনের একটি বহুতলে । সেখান থেকে 7 মহিলা সহ 11 জনকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । অভিযুক্তদের থেকে নগদ 93 হাজার টাকা, বেশ কিছু ল্যাপটপ, ব্যাঙ্কের পাসবুক এবং বেশকিছু গ্যাজেট উদ্ধার হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চক্রের মূল পান্ডার খোঁজ চলছে ।