কলকাতা, 17 মে: রাজ্যে ফের বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 101 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 2677-এ ৷
শনিবার রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 2576 ৷ গত 24 ঘণ্টায় 101 জন নতুন করে কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 2677-এ পৌঁছাল ৷ সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 1508 ৷ আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও ৷ একদিনে ছয় জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে ৷
রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 172, কো-মর্ডিবিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷ অন্যদিকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 67 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট 1026 জন সুস্থ হয়ে উঠেছেন ৷
রাজ্যে বেড়েছে কোরোনা পরীক্ষার হার ৷ গত 24 ঘণ্টায় মোট 8668টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 85956টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে, এমনই তথ্য দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে ৷