ETV Bharat / city

Eye Donation Commitment: মহালয়ার আগে চক্ষুদান ! খুঁটিপুজোয় নজির গড়ল মধ্য কলকাতার পল্লি যুবক বৃন্দ - দুর্গাপুজো

কলকাতার (Kolkata) সীতারাম স্ট্রিটের পল্লি যুবক বৃন্দের অভিনব আয়োজন ৷ ক্লাবের পুজোর 75 বছর পূর্তিতে এলাকার প্রায় 100 জন বাসিন্দা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার (Eye Donation Commitment) করলেন ৷ রবিবার খুঁটিপুজোর (Khuti Puja) দিনই অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন তাঁরা ৷

100 people sign on Eye Donation Commitment during a Khuti Puja in Kolkata
Eye Donation Commitment: খুঁটিপুজোর মঞ্চ থেকেই চক্ষুদানের অঙ্গীকার, আয়োজনে পল্লি যুবক বৃন্দ
author img

By

Published : Aug 7, 2022, 5:03 PM IST

কলকাতা, 7 অগস্ট: ক্লাবের পুজোর 75 বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ কলকাতার (Kolkata) সীতারাম স্ট্রিটের পল্লি যুবক বৃন্দের ৷ রবিবার ছিল ক্লাবের খুঁটিপুজো (Khuti Puja) ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রায় 100 জন মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার (Eye Donation Commitment) করলেন ৷ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন অঙ্গীকারপত্রে স্বাক্ষর করা ব্যক্তিরা ৷

করোনা আবহে ফিকে পড়ে গিয়েছিল বাংলার শ্রেষ্ঠ উৎসবের জৌলুস ৷ গত দু'বছর বিভিন্ন জায়গাতেই পুজোর আয়োজনে কাটছাঁট করতে হয়েছে ৷ এমনকী, বহু জায়গায় পুজো হয়নি ৷ কিন্তু, এ বারের পরিস্থিতি তুলনামূলক অনেকটাই ভালো ৷ তাই এ বছর বারোয়ারি পুজোগুলিকে ঘিরে জাঁকজমক ফিরবে বলেই মনে করছেন উদ্যোক্তারা ৷ তবে, এ সবের মধ্যেই ব্যতিক্রমী প্রয়াস দেখা গেল কলকাতার সীতারাম স্ট্রিটে ৷ স্থানীয় পল্লি যুবক বৃন্দের পুজোই এখানকার 'পাড়ার পুজো' ৷ পুজোর বয়স 75 বছর ৷ এদিকে, এ বছর স্বাধীনতারও 75 বছর পূর্তি ৷ তাই পুজোর আয়োজনে একটু অন্য ধরনের কিছু করার চেষ্টা করছিলেন উদ্যোক্তারা ৷

আরও পড়ুন: Javed Ahmed Khan: 'এটাই বাংলার ঐতিহ্য', ঈদের আগে জীবন্ত কালী বন্দনা করে জানালেন মন্ত্রী জাভেদ

পুজো কমিটির তরফে দুই যুগ্ম সম্পাদক সৌমিত্র চক্রবর্তী ও সোমনাথ দাস জানান, প্রতি পুজোয় রীতি মেনে মাতৃমূর্তির চক্ষুদান করা হয় ৷ অথচ, এমন কত মানুষ আছেন, যাঁরা নানা কারণে দৃষ্টি হারিয়েছেন ৷ তাঁদের পৃথিবী চিরকালের মতো অন্ধকার হয়ে গিয়েছে ৷ এমনকী, এই পাড়াতেই একাধিকবার প্রবীণ বাসিন্দাদের চোখের চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে স্থানীয়দের ৷ তাই সকলে মিলে আলোচনা করেই গণ চক্ষুদানের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

চক্ষুদানের অঙ্গীকার !

পুজো উদ্যোক্তাদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সুপর্ণা দত্ত ৷ এ দিনের খুঁটিপুজোতেও অংশ নেন তিনি ৷ সেখানেই পাড়ার প্রায় 100 জন বাসিন্দা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন ৷ উদ্য়োক্তাদের আশা, তাঁদের দেখে বাকিরাও অনুপ্রাণিত হবেন ৷ কারণ, পুজোর জৌলুস সাময়িক ৷ কিন্তু, চক্ষুদানের মাধ্যমে একজন মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার অর্থ হল, তাঁর বাকি সারাটা জীবনের আলো ফিরিয়ে দেওয়া ৷ এই আলোর জৌলুস কখনও কমার নয় ৷ তাই সীতারাম স্ট্রিটের পল্লি যুবক বৃন্দের সদস্যদের আবেদন, অন্যান্য পুজো কমিটিগুলিও এমন উদ্যোগ গ্রহণ করুক ৷

কলকাতা, 7 অগস্ট: ক্লাবের পুজোর 75 বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ কলকাতার (Kolkata) সীতারাম স্ট্রিটের পল্লি যুবক বৃন্দের ৷ রবিবার ছিল ক্লাবের খুঁটিপুজো (Khuti Puja) ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রায় 100 জন মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার (Eye Donation Commitment) করলেন ৷ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন অঙ্গীকারপত্রে স্বাক্ষর করা ব্যক্তিরা ৷

করোনা আবহে ফিকে পড়ে গিয়েছিল বাংলার শ্রেষ্ঠ উৎসবের জৌলুস ৷ গত দু'বছর বিভিন্ন জায়গাতেই পুজোর আয়োজনে কাটছাঁট করতে হয়েছে ৷ এমনকী, বহু জায়গায় পুজো হয়নি ৷ কিন্তু, এ বারের পরিস্থিতি তুলনামূলক অনেকটাই ভালো ৷ তাই এ বছর বারোয়ারি পুজোগুলিকে ঘিরে জাঁকজমক ফিরবে বলেই মনে করছেন উদ্যোক্তারা ৷ তবে, এ সবের মধ্যেই ব্যতিক্রমী প্রয়াস দেখা গেল কলকাতার সীতারাম স্ট্রিটে ৷ স্থানীয় পল্লি যুবক বৃন্দের পুজোই এখানকার 'পাড়ার পুজো' ৷ পুজোর বয়স 75 বছর ৷ এদিকে, এ বছর স্বাধীনতারও 75 বছর পূর্তি ৷ তাই পুজোর আয়োজনে একটু অন্য ধরনের কিছু করার চেষ্টা করছিলেন উদ্যোক্তারা ৷

আরও পড়ুন: Javed Ahmed Khan: 'এটাই বাংলার ঐতিহ্য', ঈদের আগে জীবন্ত কালী বন্দনা করে জানালেন মন্ত্রী জাভেদ

পুজো কমিটির তরফে দুই যুগ্ম সম্পাদক সৌমিত্র চক্রবর্তী ও সোমনাথ দাস জানান, প্রতি পুজোয় রীতি মেনে মাতৃমূর্তির চক্ষুদান করা হয় ৷ অথচ, এমন কত মানুষ আছেন, যাঁরা নানা কারণে দৃষ্টি হারিয়েছেন ৷ তাঁদের পৃথিবী চিরকালের মতো অন্ধকার হয়ে গিয়েছে ৷ এমনকী, এই পাড়াতেই একাধিকবার প্রবীণ বাসিন্দাদের চোখের চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে স্থানীয়দের ৷ তাই সকলে মিলে আলোচনা করেই গণ চক্ষুদানের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

চক্ষুদানের অঙ্গীকার !

পুজো উদ্যোক্তাদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সুপর্ণা দত্ত ৷ এ দিনের খুঁটিপুজোতেও অংশ নেন তিনি ৷ সেখানেই পাড়ার প্রায় 100 জন বাসিন্দা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন ৷ উদ্য়োক্তাদের আশা, তাঁদের দেখে বাকিরাও অনুপ্রাণিত হবেন ৷ কারণ, পুজোর জৌলুস সাময়িক ৷ কিন্তু, চক্ষুদানের মাধ্যমে একজন মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার অর্থ হল, তাঁর বাকি সারাটা জীবনের আলো ফিরিয়ে দেওয়া ৷ এই আলোর জৌলুস কখনও কমার নয় ৷ তাই সীতারাম স্ট্রিটের পল্লি যুবক বৃন্দের সদস্যদের আবেদন, অন্যান্য পুজো কমিটিগুলিও এমন উদ্যোগ গ্রহণ করুক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.