ETV Bharat / city

ছেলেধরা গুজবে রাতভর সংঘর্ষ টিকিয়াপাড়ায়

টিকিয়াপাড়ায় এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিল স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাওড়া পুলিশের পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে যায়।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 21, 2019, 11:00 AM IST

টিকিয়াপাড়া, ২১ ফেব্রুয়ারি: ফের ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ায়। গতকাল গভীর রাতে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করতে ঘটনাস্থানে পৌঁছায় হাওড়া সিটি পুলিশ। উত্তেজিত জনতার সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে জনতা। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হা

উত্তেজিত জনতা
ওড়া পুলিশের পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে যায়।

হাওড়া সিটি পুলিশের DC (সাউথ জ়োন টু) অনন্ত নাগ জানান, ছেলেধরার গুজব ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। রাতেই সব থানার OC-দের নিয়ে জরুরি বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। গুজব বন্ধ করতে এলাকায় প্রচার চালানো হবে।

টিকিয়াপাড়া, ২১ ফেব্রুয়ারি: ফের ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ায়। গতকাল গভীর রাতে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করতে ঘটনাস্থানে পৌঁছায় হাওড়া সিটি পুলিশ। উত্তেজিত জনতার সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে জনতা। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হা

উত্তেজিত জনতা
ওড়া পুলিশের পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে যায়।

হাওড়া সিটি পুলিশের DC (সাউথ জ়োন টু) অনন্ত নাগ জানান, ছেলেধরার গুজব ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। রাতেই সব থানার OC-দের নিয়ে জরুরি বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। গুজব বন্ধ করতে এলাকায় প্রচার চালানো হবে।

ফের 'ছেলেধরা', কাঁদানে গ্যাস, লাঠিচার্জে মিলিয়ে ধুন্ধুমার টিকিয়াপাড়ায় হাওড়া, ২১ ফেব্রুয়ারি: এবার ছেলেধরা সন্দেহে উত্তেজনা ছড়াল হাওড়া টিকিয়াপাড়া এলাকায়। তবে এখনের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তা নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। নামানো হল বিশাল পুলিশ বাহিনী। এমনকি ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ অফিসারেরা।এক মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করে এলাকার মানুষজন।চাঞ্চল্য ছড়ায় টিকিয়াপাড়া এলাকায়।খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। কিন্তু উত্তপ্ত জনতা ক্রমশ বেসামাল হয়ে যাওয়ায় হাওড়া পুলিশের কমপক্ষে পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্সকে ঘটনাস্থলে আনা হয়। ভোর রাতের দিকে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে এলাকায় শুরু হয় পুলিশি টহলদারি। উল্লেখ্য, গতকাল গভীর রাতে এক যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে টিকিয়াপাড়া এলাকাবাসীরা। খবে পেয়ে অভিযুক্তকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বচসা শুরু হয়। পরে পুলিশকে লক্ষ করে ইট বৃষ্টি শুরু হয়। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডি সি সাউথ জোন টু অনন্ত নাগ জানান,ছেলেধরা সন্দেহে একটা গুজব ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়।পুলিশ সব দিক খতিয়ে দেখছে।রাতেই সব থানার ও সি দের নিয়ে জরুরি বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।সকাল থেকেই গুজব নিয়ে শুরু হবে মাইকিং।বিলি করা হবে লিফলেট।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.