ETV Bharat / city

Businessman Murder Case দত্তক নেওয়া সন্তানের চক্রান্তেই খুন ব্যবসায়ী, হাওড়ায় গ্রেফতার 2 - Two arrested in Businessman Murder case

শুক্রবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন হাওড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী তৈয়ব আলি (Howrah Businessman Murder case) ৷ জানা গিয়েছে, দত্তক নেওয়া সন্তানের চক্রান্তেই খুন হয়েছেন তিনি । হাওড়ার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এই ঘটনায় গ্রেফতার হয়েছে 2 জন ।

two arrested in Businessman Murdered in Howrah
two arrested in Businessman Murdered in Howrah
author img

By

Published : Aug 27, 2022, 2:13 PM IST

Updated : Aug 27, 2022, 3:05 PM IST

শিবপুর, 27 অগস্ট: শুক্রবার রাতে শিবপুর থানার অন্তর্গত কাজিপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে পিছন থেকে মাথার উপরে চপার দিয়ে আঘাত করে খুন করা হয় । এই ঘটনার রাতেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা খুনের কিনারা করতে সক্ষম হয়েছেন । ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা (Two arrested in Businessman Murder case) ।

সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে । মৃত ব্যবসায়ীর বড় ছেলে তার এক বন্ধুকে নিয়ে এই ঘটনা ঘটায় । প্রাথমিক তদন্তে পুলিশ মৃতের বড় ছেলের এই খুনের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ার পরেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে । বিস্তারিত ঘটনা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা । শনিবার তাদের হাওড়া জেলা আদালতে তোলা হবে (Businessman Murder Case) ।

হাওড়া সিটি পুলিশের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: 20 দিনের মাথায় ফের সদ্যোজাত খুন হাওড়ায়, আটক 2

যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যবসায়ীর প্রথম পক্ষে বিয়ে হলেও, কোনও সন্তান হয়নি ৷ সেই সময় এক ছেলেকে তিনি দত্তক নেন । এরপরে দ্বিতীয় বিয়ের পর তাঁর চিকিৎসা করা হয় ৷ এরপর তাঁর একটা ছেলে হয় । সম্পত্তির ভাগ নিয়ে কেন্দ্র করে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে খবর (Businessman attacked by sharp weapon)।

উল্লেখ্য, মৃত ব্যবসায়ী হাওড়া শহরের 61 নম্বর কাজীপাড়া লেনের একটি আবাসনের ফ্ল্যাটের বাসিন্দা । কলকাতার চাঁদনিতে তাঁর ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা আছে । শুক্রবার রাতে কেউ চপার জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় । এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় 53 বছর বয়সি ব্যবসায়ীর ।

শিবপুর, 27 অগস্ট: শুক্রবার রাতে শিবপুর থানার অন্তর্গত কাজিপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে পিছন থেকে মাথার উপরে চপার দিয়ে আঘাত করে খুন করা হয় । এই ঘটনার রাতেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা খুনের কিনারা করতে সক্ষম হয়েছেন । ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা (Two arrested in Businessman Murder case) ।

সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে । মৃত ব্যবসায়ীর বড় ছেলে তার এক বন্ধুকে নিয়ে এই ঘটনা ঘটায় । প্রাথমিক তদন্তে পুলিশ মৃতের বড় ছেলের এই খুনের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ার পরেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে । বিস্তারিত ঘটনা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা । শনিবার তাদের হাওড়া জেলা আদালতে তোলা হবে (Businessman Murder Case) ।

হাওড়া সিটি পুলিশের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: 20 দিনের মাথায় ফের সদ্যোজাত খুন হাওড়ায়, আটক 2

যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যবসায়ীর প্রথম পক্ষে বিয়ে হলেও, কোনও সন্তান হয়নি ৷ সেই সময় এক ছেলেকে তিনি দত্তক নেন । এরপরে দ্বিতীয় বিয়ের পর তাঁর চিকিৎসা করা হয় ৷ এরপর তাঁর একটা ছেলে হয় । সম্পত্তির ভাগ নিয়ে কেন্দ্র করে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে খবর (Businessman attacked by sharp weapon)।

উল্লেখ্য, মৃত ব্যবসায়ী হাওড়া শহরের 61 নম্বর কাজীপাড়া লেনের একটি আবাসনের ফ্ল্যাটের বাসিন্দা । কলকাতার চাঁদনিতে তাঁর ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা আছে । শুক্রবার রাতে কেউ চপার জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় । এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় 53 বছর বয়সি ব্যবসায়ীর ।

Last Updated : Aug 27, 2022, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.