ETV Bharat / city

Uttarakhand Disaster : ট্রেকিংয়ে যাওয়ার আগে উপযুক্ত প্রশিক্ষণ দরকার, বললেন পর্বত অভিযাত্রী মলয় - Himachal Pradesh

পাহাড়-পর্বতের অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারেন না যাঁরা, তাঁদের কাছে হাওড়ার তরুণ পর্বত অভিযাত্রী মলয় মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম । উত্তরাখণ্ডের ঘটনায় তাই সতর্কবার্তা দিয়েছেন তিনি ৷

trekkers must be trained and cautious, says Moloy Mukherjee on Uttarakhand disaster
পাহাড়ের টান নিয়ে সতর্ক করলেন মলয়
author img

By

Published : Oct 23, 2021, 8:58 PM IST

হাওড়া, 23 অক্টোবর: পাহাড়-পর্বতের হাতছানি উপেক্ষা করতে পারেন না অনেকেই । তাই যাবতীয় কর্মব্যস্ততা সত্ত্বেও ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন । কিন্তু বেরিয়ে পড়লেই ফেরা যায় না । গত কয়েক বছরে এমন অজস্র না ফেরা দেখেছে বাংলা । উত্তরাখণ্ডে দুর্যোগে পড়ে ফের না সেই না ফেরার দলে শামিল হলেন একাধিক বঙ্গবাসী । তাতেই পাহাড়-পর্বতের রোমাঞ্চের পিছনে লুকিয়ে থাকা বিপদ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে । তাই প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ার আগে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক লোকজনের পথনির্দেশ প্রয়োজন বলে মনে করছেন পর্বত আরোহণে অভিজ্ঞ মানুষ জন ।

পাহাড়-পর্বতের অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারেন না যাঁরা, তাঁদের কাছে হাওড়ার তরুণ পর্বত অভিযাত্রী মলয় মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম । উত্তরাখণ্ডের ঘটনায় তাই সতর্কবার্তা দিয়েছেন তিনি । মলয়ের কথায়, ‘‘হিমালয়কে ভালবেসে ট্রেকিং করতে যাওয়া মোটেই অন্যায় নয় ৷ কিন্তু যাওয়ার আগে প্রস্তুতি জরুরি ৷ আজকাল যাঁরা পাহাড়ের টানে বেরিয়ে পড়েন, বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একজোট হয়ে দল তৈরি করেন তাঁরা ৷ ফলে পারস্পরিক পরিচিতি কম ৷ তার ফলে কম আত্মিক টানও ৷ তাই বিপদে একে অপরকে পাশে পাওয়া অসম্ভব । অনেকে বাড়িতে না জানিয়ে বেরিয়ে পড়েন । দুর্ঘটনা ঘটলে তখন শনাক্ত করার উপায়ও থাকে না ।’’

আরও পড়ুন: Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক

মলয়ের বক্তব্য, ‘‘আবহাওয়া ভাল থাকলে এক কথা ৷ নির্বিঘ্নে গিয়ে ফিরে আসা যায় ৷ কিন্তু কোথায় যাচ্ছি, সেখানে কী ধরনের প্রস্তুতি দরকার, যাঁদের সঙ্গে যাচ্ছি, তাঁদের অভিজ্ঞতা কতটা, গন্তব্যস্থলের আবহাওয়া কেমন, প্রত্যেক পদক্ষেপের আগে পরিবারকে জানানো, এগুলো জানা এবং মেনে চলা অত্যন্ত জরুরি ৷ নইলে দুর্ঘটনা ঘটতেই পারে ৷ সান্দাকফুতে ট্রেক করা আর কোনও দুর্গম স্থানে ট্রেক করা একেবারেই সমান নয় । প্রস্তুতি থাকা দরকার । আশাকরি এ বার অন্তত মানুষ সচেতন হবেন । উৎসবের আবহে পরিবারে বিপদ ডেকে আনবেন না ।’’

ট্রেকিংয়ে যাওয়ার আগে উপযুক্ত প্রশিক্ষণ দরকার, বললেন পর্বত অভিযাত্রী মলয়

একটানা বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বিপর্যস্ত উত্তরাখণ্ড ৷ জায়গায় জায়গায় ধস নেমেছে, ভেঙে পড়েছে পাহাড়ি রাস্তা, বাড়িঘর ৷ জলস্তর ছাপিয়ে উপচে পড়েছে নদী ৷ এমন পরিস্থিতিতে সেখান থেকে কমপক্ষে 65 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পড়শি রাজ্য হিমাচলপ্রদেশেও উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ এই দুর্যোগে পড়ে প্রাণ গিয়েছে বাংলার বেশ কয়েক জন পর্বত অভিযাত্রীরও ৷ নবান্নের তরফে তাঁদের মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে ৷ গোটা ঘটনায় শোকের ছায়া রাজ্য জুড়ে ৷

আরও পড়ুন: Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার

হাওড়া, 23 অক্টোবর: পাহাড়-পর্বতের হাতছানি উপেক্ষা করতে পারেন না অনেকেই । তাই যাবতীয় কর্মব্যস্ততা সত্ত্বেও ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন । কিন্তু বেরিয়ে পড়লেই ফেরা যায় না । গত কয়েক বছরে এমন অজস্র না ফেরা দেখেছে বাংলা । উত্তরাখণ্ডে দুর্যোগে পড়ে ফের না সেই না ফেরার দলে শামিল হলেন একাধিক বঙ্গবাসী । তাতেই পাহাড়-পর্বতের রোমাঞ্চের পিছনে লুকিয়ে থাকা বিপদ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে । তাই প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ার আগে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক লোকজনের পথনির্দেশ প্রয়োজন বলে মনে করছেন পর্বত আরোহণে অভিজ্ঞ মানুষ জন ।

পাহাড়-পর্বতের অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারেন না যাঁরা, তাঁদের কাছে হাওড়ার তরুণ পর্বত অভিযাত্রী মলয় মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম । উত্তরাখণ্ডের ঘটনায় তাই সতর্কবার্তা দিয়েছেন তিনি । মলয়ের কথায়, ‘‘হিমালয়কে ভালবেসে ট্রেকিং করতে যাওয়া মোটেই অন্যায় নয় ৷ কিন্তু যাওয়ার আগে প্রস্তুতি জরুরি ৷ আজকাল যাঁরা পাহাড়ের টানে বেরিয়ে পড়েন, বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একজোট হয়ে দল তৈরি করেন তাঁরা ৷ ফলে পারস্পরিক পরিচিতি কম ৷ তার ফলে কম আত্মিক টানও ৷ তাই বিপদে একে অপরকে পাশে পাওয়া অসম্ভব । অনেকে বাড়িতে না জানিয়ে বেরিয়ে পড়েন । দুর্ঘটনা ঘটলে তখন শনাক্ত করার উপায়ও থাকে না ।’’

আরও পড়ুন: Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক

মলয়ের বক্তব্য, ‘‘আবহাওয়া ভাল থাকলে এক কথা ৷ নির্বিঘ্নে গিয়ে ফিরে আসা যায় ৷ কিন্তু কোথায় যাচ্ছি, সেখানে কী ধরনের প্রস্তুতি দরকার, যাঁদের সঙ্গে যাচ্ছি, তাঁদের অভিজ্ঞতা কতটা, গন্তব্যস্থলের আবহাওয়া কেমন, প্রত্যেক পদক্ষেপের আগে পরিবারকে জানানো, এগুলো জানা এবং মেনে চলা অত্যন্ত জরুরি ৷ নইলে দুর্ঘটনা ঘটতেই পারে ৷ সান্দাকফুতে ট্রেক করা আর কোনও দুর্গম স্থানে ট্রেক করা একেবারেই সমান নয় । প্রস্তুতি থাকা দরকার । আশাকরি এ বার অন্তত মানুষ সচেতন হবেন । উৎসবের আবহে পরিবারে বিপদ ডেকে আনবেন না ।’’

ট্রেকিংয়ে যাওয়ার আগে উপযুক্ত প্রশিক্ষণ দরকার, বললেন পর্বত অভিযাত্রী মলয়

একটানা বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বিপর্যস্ত উত্তরাখণ্ড ৷ জায়গায় জায়গায় ধস নেমেছে, ভেঙে পড়েছে পাহাড়ি রাস্তা, বাড়িঘর ৷ জলস্তর ছাপিয়ে উপচে পড়েছে নদী ৷ এমন পরিস্থিতিতে সেখান থেকে কমপক্ষে 65 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পড়শি রাজ্য হিমাচলপ্রদেশেও উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ এই দুর্যোগে পড়ে প্রাণ গিয়েছে বাংলার বেশ কয়েক জন পর্বত অভিযাত্রীরও ৷ নবান্নের তরফে তাঁদের মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে ৷ গোটা ঘটনায় শোকের ছায়া রাজ্য জুড়ে ৷

আরও পড়ুন: Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.