হাওড়া, 10 অগস্ট: বুধবার মধ্য হাওড়ার কদমতলা বাজারে তৃণমূলের (TMC) পক্ষ থেকে দেখা গেল এক অভিনব প্রতিবাদের দৃশ্য ৷ ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘুঁটে বিলি করা হল (Cow Dung Cake distribution) ৷ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ করল তৃণমূলের ছাত্র পরিষদ ৷
পথ চলতি মানুষ থেকে বাজারের ক্রেতা-বিক্রেতাদের কাছে গিয়ে তাঁদের হাতে ঘুঁটে তুলে দেয় তাঁরা । শিবপুর বিধানসভায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুপ্রভাত মশাট সকলকে বোঝান, কেন্দ্র সরকার পেট্রোপণ্য-সহ রান্নার গ্যাসের দাম বাড়িয়েই চলছে । এমন অবস্থাতে রান্নার গ্যাস অনেক ভেবেচিন্তে ব্যবহার করতে হচ্ছে । অগত্যা এই ঘুঁটে জ্বেলেই রান্না সারতে হবে আগামী দিনে ৷
তিনি অভিযোগ করেন, রাখি পূর্ণিমার দিনে সমস্ত দিদি বোনেরা তাঁদের দাদা ভাইদের ভালো খাওয়ানোর পরিকল্পনা করেন । তবে এখন রান্নার গ্যাসের যে দাম এসে দাঁড়িয়েছে তাতে তাঁদের কপালেও চিন্তার ভাঁজ এসেছে । তাঁরা ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে আসছেন । যদিও পেট্রোপণ্য-সহ রান্নার গ্যাসের দাম কমানোর প্রস্তাব হিসাবে জিএসটি কাউন্সিলের মধ্যে এগুলোকে অন্তর্ভূক্ত করার কেন্দ্র সরকারের প্রস্তাব ইতিমধ্যেই খারিজ করেছে পশ্চিমবঙ্গ সরকার (TMC protests distributing cow dung cake in Howrah against LPG price hike) ।
আরও পড়ুন: বার্মিংহ্যাম টু দেউলপুর, বাড়ি ফিরেই মায়ের কাছে কড়াইশুঁটির কচুরির আবদার অচিন্ত্যর
তবু সরকারে বসে থাকা শাসক দল তৃণমূল কংগ্রেস পেট্রোপণ্য-সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে রাজনীতি করার সুযোগ ছাড়তে রাজি নয় বলে কটাক্ষ করে বিরোধী দল (BJP) । বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীকে দ্বিচারিতার রাজনীতির অভিযোগ আনেন । তিনি জানান, রাজ্য সরকার নিজে পেট্রোপণ্য-সহ রান্নার গ্যাসে কর ছাড় দিচ্ছে না ৷ আবার জিএসটিতে পেট্রোপণ্য-সহ রান্নার গ্যাসকে অন্তর্ভুক্ত করা কেন্দ্রীয় সরকারের প্রস্তাবকেও খারিজ করছেন । অথচ বিরোধিতা করে যাচ্ছেন । এটা দ্বিচারিতার রাজনীতি ছাড়া আর কিছু নয় ।