হাওড়া, ১৬ অগাস্ট : রক্তদান শিবিরকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ । উত্তপ্ত হাওড়ার 17 নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোড এলাকা । এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে । তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
বেলিলিয়াস রোডে আজ তৃণমূল কর্মী প্রেম সিংয়ের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী অরূপ রায় ও হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদরা । তাঁরা চলে যাওয়ার পর তৃণমূলের আর এক কর্মী সচিন জয়সওয়ালের ঘনিষ্ঠদের সঙ্গে প্রেম সিং গোষ্ঠীর সংঘর্ষ বাধে । সংঘর্ষের সময় এক তৃণমূল কর্মী গুলি চালান বলে অভিযোগ । তাঁকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ।
সচিন জয়সওয়ালের অভিযোগ, প্রেম সিংয়ের লোকজন তাঁকে খুনের চেষ্টা করছিল । যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রেম সিং । তাঁর পালটা দাবি, BJP-র মদতে এই ঘটনা ঘটেছে । মন্ত্রী অরূপ রায় বলেন, "গোষ্ঠী সংঘর্ষ হয়নি । দুই কর্মীর ব্যক্তিগত ঝামেলা ছিল । BJP তার সুযোগ নিয়েছে ।"
BJP-র হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা বলেন, "তৃণমূল কংগ্রেস নিজেরা আইন মানে না । অন্যকে আইন দেখায় । রক্তদান শিবিরকে কেন্দ্র করে ওরা গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে ।"