ETV Bharat / city

কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু প্রাক্তন মেয়র পারিষদের

হাওড়ার CPI(M)-এর প্রাক্তন কাউন্সিলর আশরফ জাভেদের রবিবার দুপুরে মৃত্যু হয় ।গত শুক্রবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার রাতে ওই রিপোর্টে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন।

corona
আশরাফ জাভেদ
author img

By

Published : Apr 27, 2020, 6:23 PM IST

হাওড়া, 27 এপ্রিল :হৃদরোগে আক্রান্ত হয়ে গত 12 এপ্রিল গভীর রাতে হাওড়ার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন CPI(M)-এর প্রাক্তন কাউন্সিলর আশরফ জাভেদ। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 49 বছর ।গত শুক্রবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার রাতে ওই রিপোর্টে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন।
জেলা CPI(M) সূত্রে খবর গত 12 এপ্রিল রাতে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে আশরফ জাভেদ ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি ICCU-তে ভর্তি ছিলেন। গত 20 এপ্রিল তাঁকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতির চিন্তাভাবনা চলছিল।

হাওড়া পৌরসভার দুবারের মেয়র পারিষদ সদস্য এবং শেষ পৌর বোর্ডের বিরোধী দলনেতা হিসাবে তিনি কাজ করেছেন। এছাড়াও দলের বস্তি আন্দোলনেরও মুখ ছিলেন তিনি। লকডাউন চলাকালীন হটস্পট শিবপুরের P M বস্তি এবং চওড়া বস্তি এলাকায় মাস্ক, স্যানিটাইজার বিতরণের পাশাপাশি সক্রিয়ভাবে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করতেও দেখা গেছে তাঁকে।

গতকাল মৃত্যুর পর রাতে তাঁর বাড়ির লোককে লালারসের পরীক্ষার রিপোর্টের কথা জানানো হয়। মৃতদেহ রাখা আছে ওই হাসপাতালে। হাওড়া পৌরসভা সূত্রে খবর, মৃতদেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়ার পরিবর্তে পৌরসভাই তাঁর দেহ কবর দেবে।

এদিকে CPI(M)-এর হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, বাড়ির লোকের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

হাওড়া, 27 এপ্রিল :হৃদরোগে আক্রান্ত হয়ে গত 12 এপ্রিল গভীর রাতে হাওড়ার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন CPI(M)-এর প্রাক্তন কাউন্সিলর আশরফ জাভেদ। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 49 বছর ।গত শুক্রবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার রাতে ওই রিপোর্টে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন।
জেলা CPI(M) সূত্রে খবর গত 12 এপ্রিল রাতে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে আশরফ জাভেদ ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি ICCU-তে ভর্তি ছিলেন। গত 20 এপ্রিল তাঁকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতির চিন্তাভাবনা চলছিল।

হাওড়া পৌরসভার দুবারের মেয়র পারিষদ সদস্য এবং শেষ পৌর বোর্ডের বিরোধী দলনেতা হিসাবে তিনি কাজ করেছেন। এছাড়াও দলের বস্তি আন্দোলনেরও মুখ ছিলেন তিনি। লকডাউন চলাকালীন হটস্পট শিবপুরের P M বস্তি এবং চওড়া বস্তি এলাকায় মাস্ক, স্যানিটাইজার বিতরণের পাশাপাশি সক্রিয়ভাবে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করতেও দেখা গেছে তাঁকে।

গতকাল মৃত্যুর পর রাতে তাঁর বাড়ির লোককে লালারসের পরীক্ষার রিপোর্টের কথা জানানো হয়। মৃতদেহ রাখা আছে ওই হাসপাতালে। হাওড়া পৌরসভা সূত্রে খবর, মৃতদেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়ার পরিবর্তে পৌরসভাই তাঁর দেহ কবর দেবে।

এদিকে CPI(M)-এর হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, বাড়ির লোকের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.