বেলুড়, 4 মার্চ: বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 187তম জন্মতিথি । আজ ভোর 4টে থেকে মঙ্গল আরতির মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মতিথি পালন করা হচ্ছে । তারপরেই বেদপাঠ, স্তব্ধগান গাওয়া হয় । এরপরেই শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হয় । হোম শেষে গীতি আলখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা । এছড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয় এদিন । পরে ভক্তিগীতি পরিবেশন, শ্রীরামকৃষ্ণ লীলা ব্যাখ্যা পাঠ করা হয় বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাট মন্দিরে । সেইসঙ্গে শ্রীরামকৃষ্ণ বন্দনা করা হয় নাট মন্দিরে (Sri Sri Ramakrishna Deva Birth Anniversary) ।
আরও পড়ুন: Belur Math Closed: স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে বন্ধ বেলুড় মঠ
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথির সূচি অনুযায়ী বিকাল ৩:৩০ মিনিট থেকে মঠের প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ধর্মসভা । এই ধর্মসভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী ও বাণী পাঠ করেন মঠের সন্ন্যাসী মহারাজ স্বামী বলভদ্রানন্দ (বাংলাতে),স্বামী শুদ্ধিদানন্দ (ইংরেজিতে), স্বামী নির্বিকারানন্দ (হিন্দিতে)। ধর্মসভা সমাপ্তির পর অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি শ্রীরামকৃষ্ণ মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবের সমগ্র অনুষ্ঠানটি বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করা হচ্ছে । তবে আজকের দিনে ভক্ত ও দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশ করতে পেরেছেন ভক্ত ও দর্শনার্থীরা । এদিন ভক্তরা মঠের প্রেসিডেন্ট মহারাজেকেও প্রণাম করার সুযোগ পান । পাশাপাশি ভক্তদের শুকনো প্রসাদ দেওয়া হয় ৷ (16th Birth Anniversary Of Sri Sri Ramakrishna Deva)।
এদিন সকাল থেকেই ভক্তদের সেই চেনা ভিড় বেলুড় মঠের গেটের সামনে । প্রসঙ্গত সম্প্রতি বেলুড় মঠ বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত মাসের ২৩ তারিখ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠের দরজা ৷ কিন্তু বেলুড় মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলেই মঠ সূত্রে জানান হয়েছে ।