ETV Bharat / city

রাজ্যের প্রকল্প নিয়ে দুয়ারে দুয়ারে লক্ষ্মী

বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচি ৷ রাজ্যের প্রতি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ৷ রাজ্যের অন্যান্য জায়গার মতো হাওড়ার ঘুসুড়িতেও শুরু হল "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচি ৷ এখানে এই কর্মসূচির উদ্যোগ নেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ৷ অনুষ্ঠানে বেশ কিছু মানুষের হাতে শংসাপত্রও তুলে দেন তিনি ৷

laxmiratan shukla
ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা
author img

By

Published : Dec 1, 2020, 5:55 PM IST

হাওড়া, 1 ডিসেম্বর : কয়েকদিন আগে বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা থেকে "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত প্রত্যেকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ এই নিয়ে ব্লকে ব্লকে বেলা 11 টা থেকে দুপুর 3 টে পর্যন্ত ক্যাম্প করা হবে বলেও ওইদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও সেই কথা জানিয়ে বলেন, মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না তার উপর নজরদারি রাখা হবে ৷ আজ সেজন্য সকালে হাওড়ার ঘুসুড়ির একটি হিন্দি মাধ্যম স্কুলে এই ধরণের ক্যাম্পের আয়োজন করা হয় ৷ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয় ৷

"দুয়ারে দুয়ারে সরকার" ক্যাম্পেনে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকারের 10টি প্রকল্পকে এই যোজনার আওতায় রাখা হয়েছে– খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, তপশিলি বন্ধু, কাস্ট সার্টিফিকেট, জয় জহর ও একশো দিনের কাজ । সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি ধাপে রাজ্যজুড়ে এই কর্মসূচি রূপায়ণ করা হবে । মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা সেখানে উপস্থিত বহু মানুষের সঙ্গে কথা বলেন । তাঁরা সরকারের কোনও রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না অথবা তাঁদের কোনও অভিযোগ আছে কি না তৃণমূল সরকারের বিরুদ্ধে তা জানতে চান মন্ত্রী । বেশ কিছু মানুষের হাতে শংসাপত্রও তুলে দেন মন্ত্রী নিজে ।

গত সপ্তাহে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ মঙ্গলবার 1 ডিসেম্বর থেকে চালু হল রাজ্য সরকারের "দুয়ারে দুয়ারে সরকার" প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। প্রকল্প সফল করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসকরা। সেখানে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তাঁরা। স্কুল, কলেজ, কমিউনিটি হল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 2 মাস ধরে আয়োজিত হবে ক্যাম্প। সেখান থেকেই মিলবে প্রকল্পের ফর্ম। এছাড়া সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে জানানো যাবে ড্রপ বক্সে।

হাওড়া, 1 ডিসেম্বর : কয়েকদিন আগে বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা থেকে "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত প্রত্যেকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ এই নিয়ে ব্লকে ব্লকে বেলা 11 টা থেকে দুপুর 3 টে পর্যন্ত ক্যাম্প করা হবে বলেও ওইদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও সেই কথা জানিয়ে বলেন, মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না তার উপর নজরদারি রাখা হবে ৷ আজ সেজন্য সকালে হাওড়ার ঘুসুড়ির একটি হিন্দি মাধ্যম স্কুলে এই ধরণের ক্যাম্পের আয়োজন করা হয় ৷ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয় ৷

"দুয়ারে দুয়ারে সরকার" ক্যাম্পেনে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকারের 10টি প্রকল্পকে এই যোজনার আওতায় রাখা হয়েছে– খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, তপশিলি বন্ধু, কাস্ট সার্টিফিকেট, জয় জহর ও একশো দিনের কাজ । সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি ধাপে রাজ্যজুড়ে এই কর্মসূচি রূপায়ণ করা হবে । মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা সেখানে উপস্থিত বহু মানুষের সঙ্গে কথা বলেন । তাঁরা সরকারের কোনও রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না অথবা তাঁদের কোনও অভিযোগ আছে কি না তৃণমূল সরকারের বিরুদ্ধে তা জানতে চান মন্ত্রী । বেশ কিছু মানুষের হাতে শংসাপত্রও তুলে দেন মন্ত্রী নিজে ।

গত সপ্তাহে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ মঙ্গলবার 1 ডিসেম্বর থেকে চালু হল রাজ্য সরকারের "দুয়ারে দুয়ারে সরকার" প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। প্রকল্প সফল করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসকরা। সেখানে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তাঁরা। স্কুল, কলেজ, কমিউনিটি হল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 2 মাস ধরে আয়োজিত হবে ক্যাম্প। সেখান থেকেই মিলবে প্রকল্পের ফর্ম। এছাড়া সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে জানানো যাবে ড্রপ বক্সে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.