হাওড়া, 12 জুলাই: নিরামিষ বাঙালি রকমারি পদ দিয়ে বাড়ির মেয়ের মতো পাত পেরে খেলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি । তাঁকে খাওয়াতে পেরে খুশি হাওড়ার বালটিকুরির দাসনগরের মাঝি পরিবার । মঙ্গলবার শিবপুরের বালটিকুরিতে বিজেপি'র হয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন স্মৃতি ইরানি (Smriti Irani in Howrah) ৷ বালটিকুরির 119 নম্বর বুথে বাড়ি বাড়ি পৌঁছে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি ৷
এরপর জনসংযোগ কর্মসূচি সেরে ওই এলাকারই সুরকি মিলের বাসিন্দা শংকর মাঝির বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন স্মৃতি ইরানি । তাঁর মধ্যাহ্নভোজের আয়োজনে সকাল থেকে মাঝি পরিবারে রান্নাবান্নার কাজের ব্যস্ততা ছিল তুঙ্গে । কেন্দ্রীয় মন্ত্রীর জন্য ব্যবস্থা ছিল রকমারি নিরামিষ পদের । সাদা ভাতের সঙ্গে ছিল নিরামিষ ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজার মতো বিভিন্ন রকমের ভাজা পদ । বিশেষ বাঙালি পদ হিসেবে ছিল শুক্ত । সঙ্গে ছিল বাঙালির অত্যন্ত প্রিয় আলু পোস্ত, চাটনি, মিষ্টি দই এবং মিষ্টি ।
আরও পড়ুন: 'তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবে', যশবন্তের এ রাজ্যে না-আসা নিয়ে কটাক্ষ দিলীপের
মাঝি পরিবারের সদস্যরা একেবারে বাড়ির মেয়ের মতো মাটির থালা ও মাটির পাত্রে পরম যত্নে স্মৃতি ইরানির জন্য রান্না করা সমস্ত পদ সাজিয়ে খাওয়ান তাঁকে । মাটিতে বসে পাতপেরে খান স্মৃতিও । পরিবারের কনিষ্ঠ সদস্যাকে নিজের হাতে খাইয়ে দেন তিনি । একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে খাওয়ানোর সুযোগ পেয়ে ভীষণ খুশি মাঝি পরিবার ।
পরিবারের কর্তা শংকর মাঝি জানান, একজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বাড়িতে এসে খেলেন এতে তাঁর পরিবার ও তিনি নিজে ভীষণ খুশি । এটা যে সত্যি সেটা ভাবতেই অবাক লাগছে তাঁর । তাঁর স্ত্রী মানশ্রী মাঝি জানিয়েছেন, খুব তৃপ্তি করে খেয়েছেন স্মৃতি । বাড়ির মেয়ের মতো মাটিতে বসে খেয়েছেন । নাতনিকে কোলে বসিয়ে আলুভাজা, ভাত, শশা খাইয়েছেন মন্ত্রী নিজে । আগাগোড়া বাংলাতেই কথা বলেছেন তিনি ।