ETV Bharat / city

মামলা পুলিশের বিরুদ্ধেও হওয়া উচিত, দাবি শিখ প্রতিনিধি দলের

রাজ্যে এল দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রতিনিধি দল । যুব মোর্চার নবান্ন অভিযানের সময় এক যুবকের পাগড়ি খোলার ঘটনায় জড়িত পুলিশকর্মীকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে তারা ।

Balbindar Singh arrested
মনজিন্দর সিং সিরসা
author img

By

Published : Oct 11, 2020, 4:10 PM IST

কলকাতা, 11 অক্টোবর : বলবিন্দর সিংকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা করলেন দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । আজ তাঁর নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লি থেকে হাওড়া আদালতে আসেন । অবিলম্বে বলবিন্দর সিংয়ের মুক্তির দাবি তোলে তারা । মনজিন্দর সিং প্রশ্ন তোলেন, "মামলা একতরফাভাবে কেন করা হচ্ছে ? যাঁরা লাঠিপেটা করেছেন তাঁদের বিরুদ্ধে কেন কোনও মামলা হচ্ছে না ?" তিনি আরও বলেন, "পিস্তলের লাইসেন্সের মেয়াদ না থাকলে কি পাগড়ি খুলে নেওয়া যায় ? যাঁরা লাঠিপেটা করেছেন তাঁদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার ।"

বৃহস্পতিবার নবান্ন অভিযান চলাকালীন যুব মোর্চা নেতা প্রেমাংগু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে আটক করে পুলিশ । তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁর মাথার পাগড়ি খুলে যায় । আর এই পাগড়ি খোলা নিয়েই বিতর্ক শুরু হয় । পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ক্রিকেটার হরভজন সিং সহ অনেকে টুইটারে ঘটনার সমালোচনা করেন । ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানান তাঁরা । প্রতিবাদে নামে দিল্লি শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি সহ একাধিক শিখ সংগঠনও ।

যাঁরা লাঠিপেটা করেছেন, তাঁদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার; দাবি শিখ গুরুর

আরও পড়ুন : ব্যক্তিগত নিরাপত্তা নাকি দেহরক্ষীর কাজের জন্য আগ্নেয়াস্ত্র রেখেছিলেন বলবিন্দর ?

আজ দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসার নেতৃত্বে এক প্রতিনিধি দল হাওড়ায় আসে । সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে তারা । পাগড়িতে হাত দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দিয়েছেন কমিটির সভাপতি । ঘটনায় জড়িত পুলিশকর্মীকে সাসপেন্ড করারও দাবি জানিয়েছেন তিনি ।

এদিকে পুলিশ হেপাজতে থাকা বলবিন্দর সিংকে আগামীকাল আদালতে পেশ করার কথা থাকলেও আজই তাঁকে আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন : পাগড়ি-বিতর্কে মমতাকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

কলকাতা, 11 অক্টোবর : বলবিন্দর সিংকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা করলেন দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । আজ তাঁর নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লি থেকে হাওড়া আদালতে আসেন । অবিলম্বে বলবিন্দর সিংয়ের মুক্তির দাবি তোলে তারা । মনজিন্দর সিং প্রশ্ন তোলেন, "মামলা একতরফাভাবে কেন করা হচ্ছে ? যাঁরা লাঠিপেটা করেছেন তাঁদের বিরুদ্ধে কেন কোনও মামলা হচ্ছে না ?" তিনি আরও বলেন, "পিস্তলের লাইসেন্সের মেয়াদ না থাকলে কি পাগড়ি খুলে নেওয়া যায় ? যাঁরা লাঠিপেটা করেছেন তাঁদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার ।"

বৃহস্পতিবার নবান্ন অভিযান চলাকালীন যুব মোর্চা নেতা প্রেমাংগু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে আটক করে পুলিশ । তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁর মাথার পাগড়ি খুলে যায় । আর এই পাগড়ি খোলা নিয়েই বিতর্ক শুরু হয় । পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ক্রিকেটার হরভজন সিং সহ অনেকে টুইটারে ঘটনার সমালোচনা করেন । ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানান তাঁরা । প্রতিবাদে নামে দিল্লি শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি সহ একাধিক শিখ সংগঠনও ।

যাঁরা লাঠিপেটা করেছেন, তাঁদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার; দাবি শিখ গুরুর

আরও পড়ুন : ব্যক্তিগত নিরাপত্তা নাকি দেহরক্ষীর কাজের জন্য আগ্নেয়াস্ত্র রেখেছিলেন বলবিন্দর ?

আজ দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসার নেতৃত্বে এক প্রতিনিধি দল হাওড়ায় আসে । সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে তারা । পাগড়িতে হাত দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দিয়েছেন কমিটির সভাপতি । ঘটনায় জড়িত পুলিশকর্মীকে সাসপেন্ড করারও দাবি জানিয়েছেন তিনি ।

এদিকে পুলিশ হেপাজতে থাকা বলবিন্দর সিংকে আগামীকাল আদালতে পেশ করার কথা থাকলেও আজই তাঁকে আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন : পাগড়ি-বিতর্কে মমতাকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.