কলকাতা,25 ডিসেম্বর : উৎসবের মরসুমে কলকাতার বহু ভ্রমণ কেন্দ্র খুললেও এবছর বন্ধ রইল শিবপুর বোটানিক্যাল গার্ডেন । প্রতি বছর বড়দিন উপলক্ষ্যে হাওড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অগণিত মানুষ ভিড় করত হাওড়ার শিবপুর আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে । তবে এ বছরের ছবিটা একেবারে আলাদা । কোরোনা সংক্রমণের জেরে প্রাতঃভ্রমণকারীদের জন্য গার্ডেন খুললেও সাধারণ মানুষের জন্য এখনও বন্ধ রয়েছে প্রবেশদ্বার । ফলে এবছর বি গার্ডেনে দেখা মিলল না সেই চেনা পরিচিত ছবি ।
বি গার্ডেন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত বছর বড়দিন উপলক্ষ্যে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ এসেছিল । তবে এ বছর কোরোনা পরিস্থিতিতে গার্ডেন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে গার্ডেন কর্তৃপক্ষ ।
কোরোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে প্রথম পর্যায়ে প্রাতঃভ্রমণকারীদের জন্য খুললেও পরবর্তী পর্যায়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বি-গার্ডেনে প্রবেশের দরজা, এমনটাই জানা যাচ্ছে বি গার্ডেন কর্তৃপক্ষের তরফে।