ETV Bharat / city

Woman With Mother Dead Body: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়, মায়ের দেহ আগলে বসে মেয়ে - Woman With Mother Dead Body

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ার রামরাজতলা এলাকাতে (Woman With Mother Dead Body)। দু’দিন ধরে মায়ের দেহ আগলে বসে মেয়ে। সমাধিস্থ করে রাখার আবদার মেয়ের।

Woman With Mother Dead Body
মায়ের দেহ আগলে বসে মেয়ে
author img

By

Published : Sep 27, 2022, 10:36 PM IST

হাওড়া, 27 সেপ্টেম্বর: রবিনসন স্ট্রিটের কাণ্ডের ছায়া হাওড়ায়। দু‘দিন ধরে মৃত মায়ের দেহ আগলে বসে মেয়ে। সমাধি করে রাখার আবদার। মঙ্গলবার হাওড়ার রামরাজতলা এলাকার শঙ্কর মঠ এলাকার ঘটনা ৷ মৃতের নাম মিনতি কুণ্ডু (শোভা) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মিনতী দেবীর ছেলে 2000 সাল থেকে তাঁদের সঙ্গে থাকেন না ৷ মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা ৷ এদিন মৃত মিনতী দেবীর মেয়ে প্রতিবেশী সীমা দে-কে মিনতী দেবীর মৃত্যুর খবর দেন ৷ সেইসঙ্গে একজন মিস্ত্রীর খোঁজ চান ৷ কারণ মায়ের মৃতদেহ সমাধিস্থ করে রাখার কথা বলেন ৷ এমনকী মৃত মিনতী দেবীর মেয়ে তাঁর দাদাকেও মায়ের মৃত্যুর খবর জানাতে অস্বীকার করেন ৷ পড়শিরাই মৃতের ছেলেকে খবর দেন ৷

আরও পড়ুন: মৃত ছেলের পচন ধরা দেহ আগলে বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে

খরব পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন মিনতী দেবীর ছেলে ৷ তাঁর বোনকে বোঝান মায়ের দেহ সমাধিস্থ যাতে না করেন ৷ তিনি বোনকে জানান, এভাবে বাড়িতে মৃতদেহ রাখলে দুর্গন্ধ ও বিভিন্ন জীবাণু ছড়ানোর ভয় থাকে ৷ তাই তিনি মৃতার মেয়েকেও বোঝানোর চেষ্টা করেন। যদিও সে রাজি ছিল না বলেই জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের পরামর্শে জগাছা থানায় খবর দেন ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করেন ময়না তদন্তে পাঠায় ৷

মায়ের দেহ আগলে বসে মেয়ে

প্রতিবেশীদের মতে, মৃতার মেয়ে যথেষ্টই স্বাভাবিক ছিল। হয়তো একা থাকতে থাকতে সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তবে এভাবেই দু'দিন ধরে মৃতদেহ আগলে রাখার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাতে। অনেক কৌতূহলী মানুষ ভিড় জমান ৷

হাওড়া, 27 সেপ্টেম্বর: রবিনসন স্ট্রিটের কাণ্ডের ছায়া হাওড়ায়। দু‘দিন ধরে মৃত মায়ের দেহ আগলে বসে মেয়ে। সমাধি করে রাখার আবদার। মঙ্গলবার হাওড়ার রামরাজতলা এলাকার শঙ্কর মঠ এলাকার ঘটনা ৷ মৃতের নাম মিনতি কুণ্ডু (শোভা) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মিনতী দেবীর ছেলে 2000 সাল থেকে তাঁদের সঙ্গে থাকেন না ৷ মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা ৷ এদিন মৃত মিনতী দেবীর মেয়ে প্রতিবেশী সীমা দে-কে মিনতী দেবীর মৃত্যুর খবর দেন ৷ সেইসঙ্গে একজন মিস্ত্রীর খোঁজ চান ৷ কারণ মায়ের মৃতদেহ সমাধিস্থ করে রাখার কথা বলেন ৷ এমনকী মৃত মিনতী দেবীর মেয়ে তাঁর দাদাকেও মায়ের মৃত্যুর খবর জানাতে অস্বীকার করেন ৷ পড়শিরাই মৃতের ছেলেকে খবর দেন ৷

আরও পড়ুন: মৃত ছেলের পচন ধরা দেহ আগলে বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে

খরব পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন মিনতী দেবীর ছেলে ৷ তাঁর বোনকে বোঝান মায়ের দেহ সমাধিস্থ যাতে না করেন ৷ তিনি বোনকে জানান, এভাবে বাড়িতে মৃতদেহ রাখলে দুর্গন্ধ ও বিভিন্ন জীবাণু ছড়ানোর ভয় থাকে ৷ তাই তিনি মৃতার মেয়েকেও বোঝানোর চেষ্টা করেন। যদিও সে রাজি ছিল না বলেই জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের পরামর্শে জগাছা থানায় খবর দেন ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করেন ময়না তদন্তে পাঠায় ৷

মায়ের দেহ আগলে বসে মেয়ে

প্রতিবেশীদের মতে, মৃতার মেয়ে যথেষ্টই স্বাভাবিক ছিল। হয়তো একা থাকতে থাকতে সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তবে এভাবেই দু'দিন ধরে মৃতদেহ আগলে রাখার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাতে। অনেক কৌতূহলী মানুষ ভিড় জমান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.