কলকাতা, 9 নভেম্বর : হাওড়া জেলায় তৃণমূলের ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলের তিন মন্ত্রী তথা হাওড়া জেলার তিন শীর্ষ নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে তাঁদের একত্রিত করার চেষ্টা করলেন তাঁরা । 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই তিন নেতাকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন প্রশান্ত কিশোর এবং অভিষেক ।
অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্লার মতো হাওড়ার গুরুত্বপূর্ণ তিন নেতার কাজিয়া নিয়ে কার্যত বিড়ম্বনায় তৃণমূল নেতৃত্ব । যার ফয়দা তুলতে তৎপর BJP । কীভাবে এই তিন নেতাকে এক ছাতার তলায় এনে পরিস্থিতি অনুকূলে আনা যায় তা নিয়ে রীতিমতো মাথা ব্যাথা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের । ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলার প্রাক্তন জেলা সভাপতি অরূপ রায়ের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর ।
জানা গেছে, গতকালের বৈঠকে দলের শুদ্ধিকরণের বার্তা দিয়ে রাখলেন পি কে । তিনি জানিয়ে দেন, "কখনওই সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে না দুর্নীতিতে জড়িতরা । নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে । কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ।"
জুলাইয়ে অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলতে থাকা ঠান্ডা লড়াই প্রকাশ্যে চলে আসে । যাকে কেন্দ্র করে অসন্তুষ্ট হন তৃণমূল নেতৃত্ব । সে সময়ই হাওড়া জেলার সভাপতি অরূপ রাযকে সরিয়ে দেওয়া হয় । তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয় লক্ষ্মীরতন শুক্লাকে । সভাপতি বদলের পরও দলীয় কোন্দল অব্যাহত । যাকে কেন্দ্র করে মাথা ব্যথা তৃণমূল নেতৃত্বের । তিন নেতার সঙ্গে বৈঠক করে সেই সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটানোর চেষ্টা চালালেন প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।