আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান হত্যা মামলায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য । ঘটনার দিনের রাতে কোনও পুলিশের উর্দি পরা দুষ্কৃতী নয়, খোদ পুলিশই গিয়েছিল আনিশের বাড়িতে । অর্থাৎ শুক্রবার রাতে যারা আমতায় আনিশের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ঢুকেছিল, তারা সত্যিই পুলিশ কর্মী ৷ এমনটাই উঠে আসছে প্রাথমিক তদন্তে (Police is involved in Anish Khan murder says primary investigation) ৷
পুলিশের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই কথা আনিশের বাবা সালিম খান আগেই জানিয়েছিলেন । পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমতা এবং বাগনান থানার পুলিশ কর্মীদের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা হচ্ছে । 18 ফেব্রুয়ারি, শুক্রবার রাতে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন অনুযায়ী এই দুই থানার কোন কোন আধিকারিক আনিশের বাড়িতে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ৷ ছাত্রনেতা হত্যাকাণ্ডের জট কাটাতে এই মোবাইল লোকেশন পরীক্ষা চলছে । বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team, SIT) গতকাল রাতে আমতা থানায় এসে আধিকারিকদের, এমনকি ওসিকেও জিজ্ঞাসাবাদ করে ৷ বাগনান থানার পুলিশ আধিকারিকদেরও পরে জেরার জন্য ডাকা হতে পারে ।
আরও পড়ুন : Anish Khan Murder Case : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়
আমতার ছাত্রনেতা আনিশের পরিবারের দাবি, তার ছেলেকে পুলিশের কর্মীরাই খুন করেছে ৷ এই অভিযোগকে কার্যত মান্যতা দিচ্ছে পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট ৷ এই রিপোর্টের পরে জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নোটিস দিয়েছেন জেলা পুলিশ সুপার সৌম্য রায় ।
এভাবে কোনও হত্যাকাণ্ডে পুলিশের নাম জড়িয়ে পড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল । তাছাড়া ঘটনার পর 83 ঘণ্টা সময় লাগাটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । যদিও আনিশের বাবা এখনও সিবিআই তদন্তের উপরে ভরসা রাখছেন ৷ তিনি এই সাসপেন্ড করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন । গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে কিছু বলতে নারাজ জেলা পুলিশের আধিকারিকেরা ।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে ওই দিন রাতে আনিশের বাড়িতে যে চারজন পৌঁছেছিলেন, তাঁরা আমতা থানা নাকি বাগনান থানার তা জানা যাবে । এটা নিশ্চিত হওয়ার পরে আনিশের বাবা সালেম খানকে দিয়ে টিআই প্যারেডের (Test Identification Parade, TI Parade) ব্যবস্থা করবে পুলিশ । এসএফআই ছাত্রনেতা আনিশের বাবা বারে বারে জানিয়েছেন, যারা খুনের রাতে তাঁর বাড়িতে এসেছিল, তাদের আনিশের বাবার সামনে দাঁড় করালে তিনি খুব সহজে তাঁদের শনাক্ত করতে পারবেন । সেক্ষেত্রে এই খুনের মামলার রহস্যের জট টিআই প্যারেডের মাধ্যমে এবং তার আগে আনিশের বাড়িতে ওই দিন রাতে পুলিশকর্মীর টাওয়ারের লোকেশন ম্যাচ করছে কি না, সেটা নির্দিষ্ট করা এই মুহূর্তে সবথেকে বড় কাজ ৷
আরও পড়ুন : Anish Khan Murder Case : ‘তৃণমূলী গুন্ডা আর পুলিশ খুন করেছে’, আনিশ খান হত্যাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর