ETV Bharat / city

তৃণমূলের জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে গল্প করুন, চিকিৎসকদের পরামর্শ নির্মল মাজির

author img

By

Published : Apr 10, 2019, 10:04 PM IST

Updated : Apr 10, 2019, 11:48 PM IST

রীতিমতো অঙ্ক কষে চিকিৎসকদের তৃণমূলের হয়ে প্রচার করার পরামর্শ দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। রোগী ও তাঁর পরিবারের সঙ্গে তৃণমূলের জনকল্যাণ মূলক প্রকল্পগুলি নিয়ে গল্প করার কথা বলেন। এর ফলে অনুপ্রাণিত হবেন রোগী ও রোগীর পরিবারের লোকজন। এবং তাঁরা তাহলে তৃণমূলকে ভোট দেবেন।

নির্মল মাজি

হাওড়া, 10 এপ্রিল : রোগী ও তাঁর পরিবারের সঙ্গে তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে চিকিৎসকদের গল্প করার পরামর্শ দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। গল্পের ছলে রোগী ও তাঁর পরিবারকে তৃণমূলের প্রতি অনুপ্রাণিত করার পরামর্শ দেন তিনি। আজ হাওড়াতে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে একটি সভার আয়োজন করে হাওড়া প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন। সেই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল মাজি। সেখানেই তিনি এই পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় ও প্রার্থী প্রসূন ব্যানার্জি। এছাড়াও ছিলেন সরকারি হাসপাতালের সুপার ও অন্যান্য চিকিৎসকরা।

নির্মলবাবুর বক্তব্য, একজন চিকিৎসক দিনে গড়ে প্রায় 500 জন রোগীর চিকিৎসা করেন। অর্থাৎ মাসের হিসেবে প্রায় 15000 জন রোগী। যদি প্রত্যেকের সঙ্গে সাধারণ গল্পের ছলেও মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাসে 15000 মানুষকে তাঁরা তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারবেন। তাহলে যাঁরা জোড়া ফুলে ভোট দিতে প্রস্তুত ছিলেন না তাঁরাও ভোট দেবেন।

এবিষয়ে নির্মলবাবুকে জিজ্ঞেসা করা হলে তিনি জানান, রোগীদের সঙ্গে ডাক্তারদের আলাপচারিতা হয়েই থাকে। বাজারে বা মন্দিরে যেখানেই দেখা হোক না কেন রোগীরা ডাক্তারবাবুকে জিজ্ঞেসা করেন ,'কেমন আছেন?' সেই আলাপচারিতার মাঝেই চিকিৎসকরা বাংলার জনমুখী প্রকল্পগুলির কথা বলবেন।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে এ প্রসঙ্গে BJP-র হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা বলেন, "চিকিৎসকদের এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত নয়। কারণ বিভিন্ন এলাকায় সন্ত্রাস, সিন্ডিকেট রাজ চালাচ্ছে তৃণমূল। এর ফলে মানুষ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাঁরা আবার যদি চিকিৎসকের কাছে গিয়ে সেই নাম শোনেন, তাহলে তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন।" তিনি আরও বলেন, "শরীর খারাপ থাকলেও মানুষের মাথা খারাপ হয়নি যে তাঁরা তৃণমূলকে ভোট দেবেন।"

হাওড়া, 10 এপ্রিল : রোগী ও তাঁর পরিবারের সঙ্গে তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে চিকিৎসকদের গল্প করার পরামর্শ দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। গল্পের ছলে রোগী ও তাঁর পরিবারকে তৃণমূলের প্রতি অনুপ্রাণিত করার পরামর্শ দেন তিনি। আজ হাওড়াতে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে একটি সভার আয়োজন করে হাওড়া প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন। সেই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল মাজি। সেখানেই তিনি এই পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় ও প্রার্থী প্রসূন ব্যানার্জি। এছাড়াও ছিলেন সরকারি হাসপাতালের সুপার ও অন্যান্য চিকিৎসকরা।

নির্মলবাবুর বক্তব্য, একজন চিকিৎসক দিনে গড়ে প্রায় 500 জন রোগীর চিকিৎসা করেন। অর্থাৎ মাসের হিসেবে প্রায় 15000 জন রোগী। যদি প্রত্যেকের সঙ্গে সাধারণ গল্পের ছলেও মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাসে 15000 মানুষকে তাঁরা তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারবেন। তাহলে যাঁরা জোড়া ফুলে ভোট দিতে প্রস্তুত ছিলেন না তাঁরাও ভোট দেবেন।

এবিষয়ে নির্মলবাবুকে জিজ্ঞেসা করা হলে তিনি জানান, রোগীদের সঙ্গে ডাক্তারদের আলাপচারিতা হয়েই থাকে। বাজারে বা মন্দিরে যেখানেই দেখা হোক না কেন রোগীরা ডাক্তারবাবুকে জিজ্ঞেসা করেন ,'কেমন আছেন?' সেই আলাপচারিতার মাঝেই চিকিৎসকরা বাংলার জনমুখী প্রকল্পগুলির কথা বলবেন।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে এ প্রসঙ্গে BJP-র হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা বলেন, "চিকিৎসকদের এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত নয়। কারণ বিভিন্ন এলাকায় সন্ত্রাস, সিন্ডিকেট রাজ চালাচ্ছে তৃণমূল। এর ফলে মানুষ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাঁরা আবার যদি চিকিৎসকের কাছে গিয়ে সেই নাম শোনেন, তাহলে তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন।" তিনি আরও বলেন, "শরীর খারাপ থাকলেও মানুষের মাথা খারাপ হয়নি যে তাঁরা তৃণমূলকে ভোট দেবেন।"

sample description
Last Updated : Apr 10, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.