হাওড়া, 30 অগস্ট: গঙ্গার পাড়ের জগন্নাথঘাটের আদলে এ বার হাওড়ায় তৈরি হচ্ছে আরও একটি ফুলবাজার (New Flower Market in Howrah) ৷ হাওড়া পৌরনিগম সূত্রে খবর, হুগলি নদীর পশ্চিম পাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নতুন এই ফুলবাজার তৈরি হচ্ছে ৷ এই প্রকল্পে পৌরনিগমকে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকারের ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড’ ৷ ইতিমধ্যে 1 কোটি 65 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে হাওড়া পৌর কর্তৃপক্ষের হাতে ৷
হাওড়ার দিকে গঙ্গার কাছে বার্ন স্ট্যান্ডার্ডের উলটোদিকে, পৌরনিগমের তৈরি করা অব্যবহৃত হাট বিল্ডিংয়ে তৈরি করা হচ্ছে এই ফুলবাজার (Howrah Flower Market) ৷ ইতিমধ্যে, ওই হাট বিল্ডিং সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ টাকা এসে যাওয়ায় এ বার সেই কাজ আরও গতি পাবে বলে মনে করছে হাওড়া পৌরনিগম ৷ নতুন ওই ফুল বাজারে 300 জন ফুলচাষি ও বিক্রেতাকে দোকানের জন্য জায়গা দেওয়া হবে ৷ থাকবে স্টোরেজ ও প্যাকেজিং এর ব্যবস্থা ৷ এছাড়াও থাকবে ফুল থেকে রং ও আবির তৈরির ব্যবস্থাও ৷ আধুনিক ওই ফুলবাজারে ফুলচাষিদের পাশাপাশি খুচরো বিক্রেতারাও বসতে পারবেন ৷ সেখানে বসার জন্য পৌরনিগম থেকে বিক্রেতা ও চাষিদের খুব শীঘ্রই আবেদনপত্র দেওয়া হবে ৷ পৌরনিগমের আয় বাড়াতে ব্যবসায়ী এবং চাষিদের থেকে ভাড়া নেওয়া হবে ৷
জগন্নাথঘাটের ফুলবাজারের পরিকাঠামো নিয়ে অভিযোগ দীর্ঘদিনের ৷ নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ, তার উপরে এতটাই ঘিঞ্জি এলাকা যে, ক্রেতা-বিক্রেতা কেউই নড়াচড়ার জায়গা পান না ৷ তাই বিকল্প হিসাবে হাওড়ার হাট বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলা নিয়ে তৈরি হবে এই নতুন এই ফুলবাজার ৷ নতুন এই ফুলবাজারে রাজ্যের হর্টিকালচার দফতরও অংশ নেবে বলে জানা গিয়েছে ৷ পাওয়া যাবে ফুলের বীজ-সহ নানা ধরনের সার ৷ থাকবে ফুল সংরক্ষণের ব্যবস্থাও ৷
আরও পড়ুন: লকডাউনে সংকটে আসানসোলের ফুল বাজার
হাওড়া পৌরনিগমের চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানান, জগন্নাথঘাটের ফুল বাজারের ব্যবসায়ীদের নিয়ে ইতিপূর্বেই একটি সভা করেছে পৌর কর্তৃপক্ষ ৷ সেখানে ওই ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা হাওড়ার নতুন ফুল বাজারেও স্টল দিতে ইচ্ছুক ৷ এ জন্য তাঁদের কারও অনুমতি নিতে হবে না ৷ তবে, দোকান প্রতি মাসিক ভাড়া কত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি ৷ 300 বা 500 টাকার মতো ন্যূনতম ভাড়া নেওয়া হতে পারে বলে খবর ৷
পৌর নিগম সূত্রের খবর, ওই বাজারে ফুল থেকে রং বার করার জন্য আলাদা একটি ইউনিট থাকবে ৷ সেখানে প্রযুক্তিবিদদের সাহায্যে ফুল থেকে আবির তৈরি করা হবে ৷ এছাড়া, ফুল চাষিরা ফুল নিয়ে এসে ওই বাজারে মজুতও করতে পারবেন ৷ পাশাপাশি, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে কয়েক হাজার ফুল বিক্রেতা ও চাষি ফুল নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় যান ৷ তাঁরা যাতে ফুল বাক্সবন্দি করে নিয়ে যেতে পারেন, তার জন্য এই বাজারে প্যাকেজিং সেন্টারও তৈরি করা হবে ৷