হাওড়া, 12 মে: হাওড়া পৌরনিগমের নয়া প্রশাসকমণ্ডলী গঠন করল রাজ্য সরকার । বুধবার রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতর থেকে নির্দেশিকা জারি করা হয় এই মর্মে ।
নয়া নির্দেশিকা অনুযায়ী হাওড়া পৌরনিগমের জন্য সাত সদস্যের প্রশাসকমণ্ডলী গঠন করা হয়েছে । সাত সদস্য হলেন বালি বিধানসভার বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, মধ্য হাওড়ার বিধায়ক ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা ভট্টাচার্য, শিবপুর কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । পাশাপাশি হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য এবং সাংবাদিক বিশ্ব মজুমদার । প্রশাসক প্রধান মনোনীত হয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।
এই বিষয়ে অরূপ রায় বলেন, "সাত সদস্যের বোর্ড হাওড়া পৌরনিগমের কাজ দেখভাল করবে । জল থেকে নিকাশি, শহরের সমস্যার সমাধান করা হবে ৷"
নবগঠিত বোর্ডকে কটাক্ষ করে হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, "হাওড়া পৌরনিগমের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে । কোনও পৌর পরিষেবা পাচ্ছে না সাধারণ নাগরিক ৷ সব দল থেকে প্রতিনিধি নিয়ে বোর্ড গঠন করা উচিত ছিল । তা না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিয়ে বোর্ড গঠন ঠিক হয়নি ।"
গত আড়াই বছর ধরে হাওড়া পৌরনিগমে ভোট হয়নি । রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক দফায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে ।