ETV Bharat / city

হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি, আটক মা - bullets

হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি করে খুন করার চেষ্টা করল মা । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ।

হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি, আটক মা
author img

By

Published : Jun 24, 2019, 6:09 PM IST

হাওড়া, 24 জুন : ছেলেকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগে আটক করা হল মাকে । ঘটনাটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার । জখম ব্যক্তির নাম মনোজ শর্মা । মনোজকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে SSKM-এ স্থানান্তরিত করা হয় ।

মনোজের বাড়ি থেকে পুলিশ দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে । অভিযোগ, স্ত্রীকে পিস্তল নিয়ে ভয় দেখাচ্ছিলেন মনোজ । সেই সময় অন্য একটি আগ্নেয়াস্ত্র দিয়ে ছেলেকে গুলি করেন মা রেণু শর্মা ।

রেণু শর্মার অভিযোগ, প্রায়ই মদ খেয়ে বাড়ি এসে মা ও স্ত্রীর উপর অত্যাচার করত মনোজ । আজ সকালে দু'টি 7mm পিস্তল নিয়ে বাড়ি আসে মনোজ । তারপরেই অশান্তি শুরু হয় । পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ।

হাওড়া, 24 জুন : ছেলেকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগে আটক করা হল মাকে । ঘটনাটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার । জখম ব্যক্তির নাম মনোজ শর্মা । মনোজকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে SSKM-এ স্থানান্তরিত করা হয় ।

মনোজের বাড়ি থেকে পুলিশ দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে । অভিযোগ, স্ত্রীকে পিস্তল নিয়ে ভয় দেখাচ্ছিলেন মনোজ । সেই সময় অন্য একটি আগ্নেয়াস্ত্র দিয়ে ছেলেকে গুলি করেন মা রেণু শর্মা ।

রেণু শর্মার অভিযোগ, প্রায়ই মদ খেয়ে বাড়ি এসে মা ও স্ত্রীর উপর অত্যাচার করত মনোজ । আজ সকালে দু'টি 7mm পিস্তল নিয়ে বাড়ি আসে মনোজ । তারপরেই অশান্তি শুরু হয় । পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ।

Intro:ছেলেকে গুলি করল মা।গোলাবাড়ী থানা এলাকার ঘটনা।বৌমাকে পিস্তল নিয়ে ভয় দেখানোর সময় অন্য একটা পিস্তল থেকে ছেলে মনোজ শর্মাকে গুলি করে মা রেনু শর্মা। এই ঘটনায় গুরুতর কখন হন মনোজ। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসলাতালে। পুলিশ গ্রেফতার করেছে মাকে। অন্যদিকে মনোজকে পরে স্থানান্তরিত করা হয় এস এস কে এম এ ভর্তি করা হয়েছে। মনোজ সকাল বেলা দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে আসে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম পিস্তল এবং ছয় রাউন্ড গুলি।Body:HConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.