জগৎবল্লভপুর, 26 ফেব্রুয়ারি : সুরাত থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেল এক জরি শিল্পী ৷ পরিবারের তরফে হাওড়া GRP-তে মিসিং ডায়েরি করা হয়েছে ৷
নিখোঁজ যুবকের নাম অজয় চক্রবর্তী ৷ বাড়ি হাওড়ার জগৎবল্লভপুরে । বয়স 30 ৷ শুক্রবার সুরাত থেকে আহমেদাবাদ এক্সপ্রেসে ফিরছিলেন ৷ রবিবার হওড়ায় নামার কথা ছিল ৷ তাঁর বউদি পাপিয়া চক্রবর্তী বলেন, "ট্রেনে কিছু খেয়েছিল ৷ তারপর থেকে বমি হচ্ছিল ৷ ফোন তুলছিল না ৷ পাশে যিনি ছিলেন তিনি ফোন তুলে জানান অজয় অসুস্থ তাই ফোন তুলতে পারছেন না ৷ ভিডিয়ো কল করে দেখতে চাওয়া হলে দেখা যায় পাশে কেউ একটা চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছেন ৷ তারপর আর ফোন করা হয়নি ৷ রবিবার নামার কথা ছিল ৷ ফোন করা হলে পাশের ওই ব্যক্তি জানান তাঁরা খড়গপুরে রয়েছেন ৷ সাঁতরাগাছি পৌঁছানোর আগেও কথা হয় ওই ব্যক্তির সঙ্গে ৷ জানান তাঁরা নামছেন ৷ কিন্তু ট্রেন থেকে নামেনি অজয় ৷ ট্রেনেে উঠে তাঁকে খোঁজা হয় ৷ কিন্তু খুঁজে পাওয়া যায়নি ৷ " পাপিয়ার অভিযোগ, তারপর থেকে ফোন করা হলে কেউ তা তুলছে না ৷ তিনি আরও জানান, ওই ব্যক্তি তাঁদের পূর্ব পরিচিত ছিলেন না ৷ তবে অজয়বাবুর কিছু ধারদেনা ছিল ৷ সঙ্গে জানান, অজয়বাবুর সঙ্গে তাঁর স্ত্রী-র সম্পর্ক খুব একটা ভালো ছিল না ৷ কেউ তাঁকে অপহরণ করে আটকে রেখেছে বলে পরিবারের আশঙ্কা৷
অজয়বাবুর এক বন্ধু রমেশ নায়ার বলেন, প্রথমে হাওড়া GRP মিসিং ডায়েরি নিতে চাইছিল না ৷ অজয় যেখান থেকে ট্রেনে চেপেছিল সেখানে ডায়েরি করতে বলে৷ পরে অবশ্য ডায়েরি নেয়৷