হাওড়া, 26 সেপ্টেম্বর: 'ওল্ড ইস গোল্ড' বলে সমীর পাঁজা বিতর্কে নতুন করে ঘি ঢাললেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় । মন্ত্রীর গলাতেও অভিমানী সুর । রবিবার মহালয়ার দিন হাওড়া শহরে একটি দুর্গাপুজোর অনুষ্ঠানে এসে এভাবেই সমীর পাঁজা বিতর্কে বললেন সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy Commented on Samir Panja Controversy) ।
তিনি জানান, 1997 সালে এফিডেভিটি করে 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ । সেই থেকে যারা খালি পেটে বুক চিতিয়ে দলের হয়ে লড়াই করেছিলেন তাঁরা দলের সম্পদ । তাঁদেরকে কেউ ছোট করলে,অসম্মানিত করলে তিনি অবশ্যই সেটা বরদাস্ত করবেন না ।
আরও পড়ুন: 'আমার যাবার সময় হল, দাও বিদায়', উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের পোস্ট ঘিরে জল্পনা
এদিন মন্ত্রী দাবি করেন, 'ওল্ড ইস গোল্ড' । পুরনো কর্মীরাই দলের আসল সম্পদ । তাঁদের কোনও বিকল্প হয় না । তবে কেউ বয়সের ভারে আর কাজ করতে পারছেন না সেটা আলাদা বিষয় । তাই তিনি জানান, যদি কখনও দল মনে করে তাঁকে আর দলের প্রয়োজন নেই এই একটা ইশারা পেলেই তিনি সসম্মানে সরে যাবেন । তাঁকে তাড়িয়ে দিতে হবে না বলেই দাবি করেন মন্ত্রী । তবে কর্মক্ষমতা থাকা সত্ত্বেও তাঁকে অবহেলা করবে কেউ এটা তিনি মেনে নেবেন না ।
পাশাপাশি এদিন তিনি জানান, সমীর দলের অনেক পুরনো কর্মী । অনেক ঝড় ঝাপটা সামলে আজকে ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে । তাঁর সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যে । তাঁর অভিমান মিটিয়ে নেওয়া হবে বলেই জানান তিনি । এছাড়াও তিনি মনে করিয়ে দেন, নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে । তবে সেটা করতে গিয়ে কোনওভাবেই দলের পুরনো কর্মীদেরকে অসম্মান ও অবহেলা করা যাবে না । এটা তিনি দলের কাছে দাবি করবেন । মন্ত্রী জানান, তাঁদের দলের নেত্রী ও প্রতীক মমতা বন্দোপাধ্যায় । তাঁকে সামনে রেখেই তাঁরা তৃণমূল কংগ্রেস করছেন । দলে ছিলেন আছেন ও থাকবেন ।
উল্লেখ্য, গত শুক্রবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস গ্রামীণের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের তিনবারের বিধায়ক সমীর পাঁজার ফেসবুক পোস্টে (Samir Panja facebook post) রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত পাওয়া যায় ৷