ETV Bharat / city

Massive Fire at Howrah: আধঘণ্টার টানটান লড়াই, নিয়ন্ত্রণে হাওড়ার আগুন - আধঘণ্টার টানটান লড়াই

হাওড়া ময়দান এলাকার চিন্তামণি দে রোডে বহুতলে আগুন (Massive Fire at Howrah) ৷ প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

Massive Fire Engulfs a Building in Howrah
Howrah Fire: হাওড়ার বহুতলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশংকা
author img

By

Published : Sep 19, 2022, 1:34 PM IST

Updated : Sep 19, 2022, 3:21 PM IST

হাওড়া, 19 সেপ্টেম্বর: প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল হাওড়ার বিধ্বংসী আগুন (Massive Fire at Howrah) ৷ চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ উল্লেখ্য, সোমবার হাওড়ার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Massive Fire Engulfs a Building) ৷ হাওড়া ময়দান এলাকার চিন্তামণি দে রোডের ওই বহুতলে বিভিন্ন বেসরকারি সংস্থার কার্যালয় ছাড়াও রয়েছে নানা ধরনের সামগ্রীর বিপণনী ৷ বহুতলের ব্যবসায়ীরাই হাওড়া থানা ও দমকলে অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে খবর দেন ৷ প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় ৷ পৌঁছে যায় হাওড়া থানার পুলিশও ৷ ঘটনাস্থলে পৌঁছেই বহুতলটি খালি করে দেন দমকলকর্মীরা ৷ একইসঙ্গে শুরু করা হয় আগুন নেভানোর কাজ ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই ৷ তিনি জানান, পুলিশ ও দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতেরও কোনও খবর নেই ৷ যে বহুতলে আগুন লেগেছিল, ঘটনার সময় সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে ৷

Massive Fire Engulfs a Building in Howrah
আগুনে আতঙ্ক !

আরও পড়ুন: লজে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে 1 মহিলা-সহ মৃত 8, আহত বহু

দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই ওই বহুতলে আগুন লাগে ৷ তার উপর সেখানে অনেক দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল ৷ ফলে সহজেই আগুন ভয়াবহ আকার নেয় ৷ প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হলেও আগুন বাগে আনার জন্য তা যথেষ্ট ছিল না ৷ তাই পরবর্তীতে আরও দু'টি ইঞ্জিনকে সেখানে পাঠানো হয় ৷

দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন ৷

শৈলেশ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই প্রথম সিইএসসি-কে খবর দেয় ৷ সংশ্লিষ্ট ওই বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিনিধিরা দ্রুত সেখানে পৌঁছে যান এবং সঙ্গে সঙ্গে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, দ্রুততার সঙ্গে এইসব পদক্ষেপ করার ফলেই তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ তা না হলে আরও বড় অঘটন ঘটতে পারত ৷ এই আগুন আশপাশের ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ হত বিরাট ৷ কারণ, এই এলাকা অত্যন্ত ঘিঞ্জি ৷ সেক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত ৷ কিন্তু, প্রশাসনের তৎপরতায় তা সামাল দেওয়া সম্ভব হয়েছে ৷

হাওড়া, 19 সেপ্টেম্বর: প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল হাওড়ার বিধ্বংসী আগুন (Massive Fire at Howrah) ৷ চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ উল্লেখ্য, সোমবার হাওড়ার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Massive Fire Engulfs a Building) ৷ হাওড়া ময়দান এলাকার চিন্তামণি দে রোডের ওই বহুতলে বিভিন্ন বেসরকারি সংস্থার কার্যালয় ছাড়াও রয়েছে নানা ধরনের সামগ্রীর বিপণনী ৷ বহুতলের ব্যবসায়ীরাই হাওড়া থানা ও দমকলে অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে খবর দেন ৷ প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় ৷ পৌঁছে যায় হাওড়া থানার পুলিশও ৷ ঘটনাস্থলে পৌঁছেই বহুতলটি খালি করে দেন দমকলকর্মীরা ৷ একইসঙ্গে শুরু করা হয় আগুন নেভানোর কাজ ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই ৷ তিনি জানান, পুলিশ ও দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতেরও কোনও খবর নেই ৷ যে বহুতলে আগুন লেগেছিল, ঘটনার সময় সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে ৷

Massive Fire Engulfs a Building in Howrah
আগুনে আতঙ্ক !

আরও পড়ুন: লজে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে 1 মহিলা-সহ মৃত 8, আহত বহু

দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই ওই বহুতলে আগুন লাগে ৷ তার উপর সেখানে অনেক দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল ৷ ফলে সহজেই আগুন ভয়াবহ আকার নেয় ৷ প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হলেও আগুন বাগে আনার জন্য তা যথেষ্ট ছিল না ৷ তাই পরবর্তীতে আরও দু'টি ইঞ্জিনকে সেখানে পাঠানো হয় ৷

দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন ৷

শৈলেশ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই প্রথম সিইএসসি-কে খবর দেয় ৷ সংশ্লিষ্ট ওই বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিনিধিরা দ্রুত সেখানে পৌঁছে যান এবং সঙ্গে সঙ্গে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, দ্রুততার সঙ্গে এইসব পদক্ষেপ করার ফলেই তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ তা না হলে আরও বড় অঘটন ঘটতে পারত ৷ এই আগুন আশপাশের ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ হত বিরাট ৷ কারণ, এই এলাকা অত্যন্ত ঘিঞ্জি ৷ সেক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত ৷ কিন্তু, প্রশাসনের তৎপরতায় তা সামাল দেওয়া সম্ভব হয়েছে ৷

Last Updated : Sep 19, 2022, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.