ETV Bharat / city

পোশাক বদলানোর ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল, ধর্ষণের অভিযোগ - man arrested for blackmailing a girl

পোশাক পরিবর্তনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে টানা দেড় বছর ধর্ষণের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 18, 2019, 4:21 PM IST

Updated : Nov 19, 2019, 9:49 AM IST

হাওড়া, 18 নভেম্বর : কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হল তার দূর সম্পর্কের মেসোকে । অভিযুক্ত উত্তর 24 পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা । কিশোরী ক্লাস এইটের ছাত্রী ।

2018 সালের 22 ফেব্রুয়ারি ঘটনার সূত্রপাত ৷ সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিল ওই কিশোরী ৷ তাদের সঙ্গে ছিল কিশোরীর দূর সম্পর্কের মেসো ৷ পুরীর হোটেলের ঘরে মোবাইল ফোনের ভিডিয়ো ক্যামেরা অন করে সেটি গোপন জায়গায় রেখে দিয়েছিল অভিযুক্ত । কিশোরী যখন ঘরে জামাকাপড় পালটাচ্ছিল, তখন ফোনে সেই ছবি রেকর্ড করা হয় । অভিযোগ, ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় দেড় বছর ধরে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে তার মেসো ৷

কিশোরীকে তার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যেত অভিযুক্ত ৷ তারপর কোনও হোটেল বা পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করত ৷ এরপর আবার ছুটির আগে স্কুলের সামনে ছেড়ে দিত ৷ দেড় বছর ধরে এমন চলছিল ৷ শেষ পর্যন্ত গত শনিবার ওই কিশোরী ঘটনাটি তার মাকে জানায় ৷ আজ অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য তাকে কিশোরী ফোন করে স্কুলের সামনে আসতে বলে । কিশোরীর পরিবারের লোকজন স্কুলের সামনে অপেক্ষা করছিল । অভিযুক্ত স্কুলের সামনে এসে কিশোরীকে সেখান থেকে নিয়ে যেতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলে পরিবারের লোকজন ৷ এরপর তাকে নিশ্চিন্দা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

হাওড়া, 18 নভেম্বর : কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হল তার দূর সম্পর্কের মেসোকে । অভিযুক্ত উত্তর 24 পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা । কিশোরী ক্লাস এইটের ছাত্রী ।

2018 সালের 22 ফেব্রুয়ারি ঘটনার সূত্রপাত ৷ সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিল ওই কিশোরী ৷ তাদের সঙ্গে ছিল কিশোরীর দূর সম্পর্কের মেসো ৷ পুরীর হোটেলের ঘরে মোবাইল ফোনের ভিডিয়ো ক্যামেরা অন করে সেটি গোপন জায়গায় রেখে দিয়েছিল অভিযুক্ত । কিশোরী যখন ঘরে জামাকাপড় পালটাচ্ছিল, তখন ফোনে সেই ছবি রেকর্ড করা হয় । অভিযোগ, ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় দেড় বছর ধরে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে তার মেসো ৷

কিশোরীকে তার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যেত অভিযুক্ত ৷ তারপর কোনও হোটেল বা পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করত ৷ এরপর আবার ছুটির আগে স্কুলের সামনে ছেড়ে দিত ৷ দেড় বছর ধরে এমন চলছিল ৷ শেষ পর্যন্ত গত শনিবার ওই কিশোরী ঘটনাটি তার মাকে জানায় ৷ আজ অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য তাকে কিশোরী ফোন করে স্কুলের সামনে আসতে বলে । কিশোরীর পরিবারের লোকজন স্কুলের সামনে অপেক্ষা করছিল । অভিযুক্ত স্কুলের সামনে এসে কিশোরীকে সেখান থেকে নিয়ে যেতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলে পরিবারের লোকজন ৷ এরপর তাকে নিশ্চিন্দা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Intro:আত্মীয়ের মেয়ের পোশাক পরিবর্তনের গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেইল ও টানা দেড় বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত নির্যাতিতার পারিবারের লোকজনদের হাতে ধৃত অভিযুক্ত। আজ সকালে তাকে তুকে দেওয়া হয় নিশ্চিন্দা থানার হাতে। ধৃতের নাম অপূর্ব সাহা(৩৩)। উত্তর ২৪ পরগনার সোদপুর ঘোলা থানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, নির্যাতিতা ক্লাস এইট এর ছাত্রী। এই গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে নির্যাতিতার অভিযোগ।Body: গConclusion:
Last Updated : Nov 19, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.