গোলাবাড়ি, 26 জুলাই : একটি বাইক রিপেয়ারিংয়ের দোকানের সামনে প্রস্রাব করেন হাওড়ার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি স্বপন দে । দোকানের মালিক বিষয়টির প্রতিবাদ করেন । সেই নিয়ে বচসা হয় ৷ তার জেরে ওই দোকানের মালিক অমিত সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বপন দে ও তার দলবলের বিরুদ্ধে ৷ গুরুতর আঘাত লাগে অমিতবাবুর চোখে । তাঁকে হাওড়া সদর হাসপাতালে ভরতি করা হয় ।
মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার পিলখানার কাছে GT রোডে একটি বাইক রিপেয়ারিংয়ের দোকানে সামনে প্রস্রাব করেন স্বপন দে । তাই নিয়ে ঝামেলার সূত্রপাত । সেদিন না কি ওই ব্যবসায়ী স্বপন দে'কে থাপ্পড় মেরেছিলেন ৷ তখনকার মতো বিষয়টি মিটে যায় ৷ তবে মারের বদলা নিতে দলবল নিয়ে বুধবার অমিতবাবুর দোকানে হাজির হন এই ওয়ার্ড সভাপতি । অভিযোগ, তিনি বেধড়ক মারধর করেন অমিতবাবুকে । ঘটনায় স্বপন দে'র বিরুদ্ধে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের কর হয় । অমিতবাবুর অভিযোগ, তাঁকে মারধর করার পাশাপাশি দোকান থেকে প্রায় 12 হাজার টাকা নগদ এবং বাইকের যন্ত্রাংশ লুট করেছে স্বপনের দলবল ।
বিষয়টি জানাজানি হতেই ওয়ার্ড সভাপতি স্বপন দের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল । হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি অরূপ রায় বলেন, "উত্তর হাওড়ার কমিটি ভেঙে দেওয়া হয়েছে । এই ঘটনার সঙ্গে যদি স্বপন দে সরাসরি যুক্ত থাকে তাহলে তাকে রেয়াত করা হবে না ।" বিষয়টি নিয়ে উত্তর হাওড়ার বাসিন্দা ও BJP নেতা উমেশ রায় বলেন, "তৃণমুলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই একজন ব্যবসায়ীকে আজ মার খেতে হল । গোটা রাজ্যজুড়ে একই চিত্র । তৃণমূলের এত ক্ষমতা হয়ে গেছে যে তারা এলাকার মানুষকেও থাকতে দেবে না ।"