ETV Bharat / city

Mamata Banerjee: পাচারের টাকা কালীঘাটের কোথায় এসেছে, নামটা স্পষ্ট করে বলুন ! তোপ মমতার

কয়লাপাচারের (West Bengal Coal Smuggling Scam) টাকা নাকি কালীঘাটে যাচ্ছে ! দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছেন বিরোধীরা ৷ বুধবার নবান্ন থেকে এ নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর প্রশ্ন, "কালীঘাটে যাচ্ছে মানে কার কাছে যাচ্ছে ? মা কালীর কাছে যাচ্ছে ? নামটা বলুন না একটু !"

Mamata Banerjee slams opposition on Coal and Cattle Smuggling Issue
Mamata Banerjee: পাচারের টাকা কালীঘাটের কোথায় এসেছে, নামটা স্পষ্ট করে বলুন ! তোপ মমতার
author img

By

Published : Aug 31, 2022, 4:53 PM IST

Updated : Aug 31, 2022, 6:00 PM IST

কলকাতা, 31 অগস্ট: বারবার বলা হচ্ছে, কয়লাপাচার (West Bengal Coal Smuggling Scam), গরুপাচারের (West Bengal Cattle Smuggling Scam) টাকা নাকি কালীঘাটেও পাঠানো হয়েছে ! কালীঘাট বলতে ওঁরা (রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির) কী বলতে চাইছেন ? সেটা স্পষ্ট করুন ৷ নাম নিয়ে কথা বলুন ৷ বুধবার ঠিক এভাবেই বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ প্রসঙ্গত, একের পর এক দুর্নীতি ইস্যুতে বর্তমানে নাজেহাল অবস্থা রাজ্যের শাসকদলের ৷ বিরোধী দলগুলির অভিযোগ, তৃণমূলের আমলে যত দুর্নীতি হয়েছে, তার সবেরই নেপথ্যে রয়েছেন তৃণমূলনেত্রী স্বয়ং ! এমনকী, এই ইস্যুতে বহুবার মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন বিরোধীরা ৷ এদিন কড়া ভাষায় সেই আক্রমণেরই জবাব দিলেন মমতা ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

এদিনের সাংবাদিক বৈঠকের সূত্রপাত দুর্গাপুজো সংক্রান্ত ঘোষণা দিয়ে হলেও পরবর্তীতে পাচার ও দুর্নীতি ইস্যুতেও মুখ খোলেন মমতা ৷ বিরোধী রাজনৈতিক দল (মূলত বিজেপি) থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং একইসঙ্গে সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, "যা চলছে, সেটাকে প্রতিহিংসা বলব, নাকি প্রকাশ্য হিংসা ?" মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুধুমাত্র তাঁর ভাবমূর্তি কলুষিত করতেই বিরোধীরা কুৎসা রটাচ্ছে ৷ এই রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন তৃণমূলনেত্রী ৷ তাঁর কথায়, "আমি সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছিলাম ৷ আজ যা হচ্ছে, এসব আমার ভালো লাগে না ৷ এইসব ডার্টি পলিটিক্স দেখলে আমি অনেক দিন আগেই রাজনীতি থেকে বিদায় নিতাম !"

আরও পড়ুন: আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

এরপরই মমতা বলেন, "বলা হচ্ছে, সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে ! কার কাছে যাচ্ছে ? মা কালীর কাছে যাচ্ছে ? নামটা বলুন না একটু !" প্রসঙ্গত, বিরোধীরা 'কালীঘাট' বলতে যে নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাসভবনের কথাই বলছেন, তা স্বয়ং মুখ্যমন্ত্রীরও অজানা নয় ৷ আর তাতেই তিনি ক্ষুব্ধ ৷ তাঁর যুক্তি, কোনওরকম প্রমাণ ছাড়াই তাঁর মতো বহু মানুষকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ মমতার প্রশ্ন, "কয়লা কার আন্ডারে (অধীনে) ? গরু কার আন্ডারে (অধীনে) ? সব স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৷"

এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, গরুপাচার ও কয়লাপাচার যদি হয়েই থাকে, তাহলে তার দায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ৷ আরও নির্দিষ্টভাবে বললে স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ মমতা জানিয়েছেন, পাচার আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ৷ রাজ্য সরকার সেই কাজে সহয়োগিতা করতে পারে ৷ কিন্তু, তার বেশি কিছু রাজ্য়ের হাতে নেই ৷ এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমকেও একহাত নেন মমতা ৷ তাঁর অভিযোগ, 'সূত্রের খবর'-এর নামে এমন অনেক কিছু সংবাদমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই ৷ এর ফলে বহু মানুষের সম্পর্কে জনমানসে ভুল বার্তা যাচ্ছে ৷

কলকাতা, 31 অগস্ট: বারবার বলা হচ্ছে, কয়লাপাচার (West Bengal Coal Smuggling Scam), গরুপাচারের (West Bengal Cattle Smuggling Scam) টাকা নাকি কালীঘাটেও পাঠানো হয়েছে ! কালীঘাট বলতে ওঁরা (রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির) কী বলতে চাইছেন ? সেটা স্পষ্ট করুন ৷ নাম নিয়ে কথা বলুন ৷ বুধবার ঠিক এভাবেই বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ প্রসঙ্গত, একের পর এক দুর্নীতি ইস্যুতে বর্তমানে নাজেহাল অবস্থা রাজ্যের শাসকদলের ৷ বিরোধী দলগুলির অভিযোগ, তৃণমূলের আমলে যত দুর্নীতি হয়েছে, তার সবেরই নেপথ্যে রয়েছেন তৃণমূলনেত্রী স্বয়ং ! এমনকী, এই ইস্যুতে বহুবার মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন বিরোধীরা ৷ এদিন কড়া ভাষায় সেই আক্রমণেরই জবাব দিলেন মমতা ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

এদিনের সাংবাদিক বৈঠকের সূত্রপাত দুর্গাপুজো সংক্রান্ত ঘোষণা দিয়ে হলেও পরবর্তীতে পাচার ও দুর্নীতি ইস্যুতেও মুখ খোলেন মমতা ৷ বিরোধী রাজনৈতিক দল (মূলত বিজেপি) থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং একইসঙ্গে সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, "যা চলছে, সেটাকে প্রতিহিংসা বলব, নাকি প্রকাশ্য হিংসা ?" মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুধুমাত্র তাঁর ভাবমূর্তি কলুষিত করতেই বিরোধীরা কুৎসা রটাচ্ছে ৷ এই রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন তৃণমূলনেত্রী ৷ তাঁর কথায়, "আমি সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছিলাম ৷ আজ যা হচ্ছে, এসব আমার ভালো লাগে না ৷ এইসব ডার্টি পলিটিক্স দেখলে আমি অনেক দিন আগেই রাজনীতি থেকে বিদায় নিতাম !"

আরও পড়ুন: আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

এরপরই মমতা বলেন, "বলা হচ্ছে, সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে ! কার কাছে যাচ্ছে ? মা কালীর কাছে যাচ্ছে ? নামটা বলুন না একটু !" প্রসঙ্গত, বিরোধীরা 'কালীঘাট' বলতে যে নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাসভবনের কথাই বলছেন, তা স্বয়ং মুখ্যমন্ত্রীরও অজানা নয় ৷ আর তাতেই তিনি ক্ষুব্ধ ৷ তাঁর যুক্তি, কোনওরকম প্রমাণ ছাড়াই তাঁর মতো বহু মানুষকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ মমতার প্রশ্ন, "কয়লা কার আন্ডারে (অধীনে) ? গরু কার আন্ডারে (অধীনে) ? সব স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৷"

এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, গরুপাচার ও কয়লাপাচার যদি হয়েই থাকে, তাহলে তার দায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ৷ আরও নির্দিষ্টভাবে বললে স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ মমতা জানিয়েছেন, পাচার আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ৷ রাজ্য সরকার সেই কাজে সহয়োগিতা করতে পারে ৷ কিন্তু, তার বেশি কিছু রাজ্য়ের হাতে নেই ৷ এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমকেও একহাত নেন মমতা ৷ তাঁর অভিযোগ, 'সূত্রের খবর'-এর নামে এমন অনেক কিছু সংবাদমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই ৷ এর ফলে বহু মানুষের সম্পর্কে জনমানসে ভুল বার্তা যাচ্ছে ৷

Last Updated : Aug 31, 2022, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.