ETV Bharat / city

নিজের স্বপ্নের স্টেডিয়ামের উদ্বোধনে ব্রাত্য থাকলেন লক্ষ্মী

নিজের এলাকায় যে মাঠে খেলাধূলা করে বড় হয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা, সেই মাঠ একদিন ভালো স্টেডিয়াম হবে। তৈরি হবে এখান থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়৷ এই স্বপ্ন দেখেছিলেন লক্ষ্মীরতন শুক্লা৷ এমনটাই অন্তত ঘনিষ্ঠদের কাছে জানিয়েছিলেন তিনি। সেই স্টেডিয়াম তৈরি হল৷ অথচ আজ তিনি ব্রাত্য। যদিও এবিষয়ে লক্ষ্মীরতন শুক্লা কোনও মন্তব্য করতে চাননি।

নিজের স্বপ্নের স্টেডিয়ামের উদ্বোধনে ব্রাত্য থাকলেন লক্ষ্মী
নিজের স্বপ্নের স্টেডিয়ামের উদ্বোধনে ব্রাত্য থাকলেন লক্ষ্মী
author img

By

Published : Feb 9, 2021, 10:23 PM IST

হাওড়া, 9 ফেব্রুয়ারি : নিজের এলাকায় যে মাঠে খেলাধূলা করে বড় হয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা, সেই মাঠ একদিন ভালো স্টেডিয়াম হবে। তৈরি হবে এখান থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়৷ এই স্বপ্ন দেখেছিলেন লক্ষ্মীরতন শুক্লা৷ এমনটাই অন্তত ঘনিষ্ঠদের কাছে জানিয়েছিলেন তিনি। সেই স্টেডিয়াম তৈরি হল৷ অথচ আজ তিনি ব্রাত্য। যদিও এবিষয়ে লক্ষ্মীরতন শুক্লা কোনও মন্তব্য করতে চাননি।

ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। জানিয়েছিলেন উত্তর হাওড়ায় একটি আধুনিক স্টেডিয়াম করতে চান। সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে (এইচ আই টি) দেওয়া হয় স্টেডিয়াম তৈরির দায়িত্ব। 2018 সালে স্টেডিয়াম নির্মাণের শিল্যান্যাস করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মূলত যাঁর উদ্যোগে এই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই লক্ষ্মীরতন শুক্লাকে আজ আমন্ত্রণ জানানো হল না স্টেডিয়ামের উদ্বোধনে। ঘটা করে উত্তর হাওড়ার ঘুসুড়িতে এইচআইটি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন এইচআইটি-র আধিকারিকরা।

আরও পড়ুন : ক্যানসার আক্রান্ত ছেলে, স্বাস্থ্যসাথী কার্ডের আশায় প্রশাসনের দরজায় মা

উত্তর হাওড়ায় এই স্টেডিয়াম হল৷ কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না বিধায়ককে? এপ্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানান, এটা এইচআইটি-র প্রোগ্রাম৷ তাই তিনি এবিষয়ে কিছু বলতে পারবেন না। বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান সুলতান সিং বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে এই স্টেডিয়াম তৈরি হয়েছে৷ এখানে বিধায়কের কোনও ভূমিকা নেই।’’

হাওড়া, 9 ফেব্রুয়ারি : নিজের এলাকায় যে মাঠে খেলাধূলা করে বড় হয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা, সেই মাঠ একদিন ভালো স্টেডিয়াম হবে। তৈরি হবে এখান থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়৷ এই স্বপ্ন দেখেছিলেন লক্ষ্মীরতন শুক্লা৷ এমনটাই অন্তত ঘনিষ্ঠদের কাছে জানিয়েছিলেন তিনি। সেই স্টেডিয়াম তৈরি হল৷ অথচ আজ তিনি ব্রাত্য। যদিও এবিষয়ে লক্ষ্মীরতন শুক্লা কোনও মন্তব্য করতে চাননি।

ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। জানিয়েছিলেন উত্তর হাওড়ায় একটি আধুনিক স্টেডিয়াম করতে চান। সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে (এইচ আই টি) দেওয়া হয় স্টেডিয়াম তৈরির দায়িত্ব। 2018 সালে স্টেডিয়াম নির্মাণের শিল্যান্যাস করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মূলত যাঁর উদ্যোগে এই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই লক্ষ্মীরতন শুক্লাকে আজ আমন্ত্রণ জানানো হল না স্টেডিয়ামের উদ্বোধনে। ঘটা করে উত্তর হাওড়ার ঘুসুড়িতে এইচআইটি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন এইচআইটি-র আধিকারিকরা।

আরও পড়ুন : ক্যানসার আক্রান্ত ছেলে, স্বাস্থ্যসাথী কার্ডের আশায় প্রশাসনের দরজায় মা

উত্তর হাওড়ায় এই স্টেডিয়াম হল৷ কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না বিধায়ককে? এপ্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানান, এটা এইচআইটি-র প্রোগ্রাম৷ তাই তিনি এবিষয়ে কিছু বলতে পারবেন না। বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান সুলতান সিং বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে এই স্টেডিয়াম তৈরি হয়েছে৷ এখানে বিধায়কের কোনও ভূমিকা নেই।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.