ডোমজুড়, 28 অগাস্ট : জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি হাওড়া ডোমজুড় বাঁকড়া এলাকায়। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার সলপ মোড়ে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় ডোমজুড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 6 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি জমিকে কেন্দ্র করে এদিন দুপুরে বিবাদ শুরু হয়। শান্তি বেগম নামে এক স্থানীয় বাসিন্দা তার জমিতে বাঁশ খাটিয়ে একটি দোকান তৈরির কাজ করাচ্ছিলেন। অভিযোগ, তখনই স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান মেহের আলির ভাই শেখ বাহের আলি তার দলবল নিয়ে এসে ওই নির্মীয়মান দোকানটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থান থেকে দুটি বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত ওই পরিবার।
তাদের দাবি, এই জমিটি তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে দেয় দুষ্কৃতীরা। না হলে বাড়িতে বোমাবাজির করা হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় । উত্তেজনা নিয়ন্ত্রনে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের তরফে জানানো হয়েছে, অশান্তি হলেও তার সঙ্গে দল কোনও ভাবে যুক্ত নয়।